Better Life With Steem || The Diary game || 16-Oct-2023 || Hard work definitely pays off

in Incredible Indialast year

কঠোর পরিশ্রমের মাধ্যমেই তো মানুষ সফলতার শিখরে পৌছে যায়। ঠিক তেমনি ভাবেই বাংলা ভাষায় বলা যায় মাটি পুড়িয়ে ইট তৈরি করা হয়। তাঁরই পরিপ্রেক্ষিতে, গুণমান সম্পন্ন ক্লে জাতীয় মেটেরিয়ালস দিয়ে টাইলস তৈরির নমুনা তৈরি করার পর, উচ্চ তাপমাত্রায় ফায়ারিং করার ফলে তৈরি হয়েছে ব্যবহারযোগ্য টাইলস।

The Diary Game20231016_223003_0000.png
Today Them

চলুন তাহলে আজকের দৈনন্দিন কার্যাবলী আপনাদের মাঝে তুলে ধরি।

সকালে উঠে রান্না করার ইচ্ছা থাকে না! রান্না করতে খুবই বিরক্ত লাগে, তাই রাত্রিবেলায় বেশি করে ভাত রান্না করেছিলাম, যেন সকাল বেলায় পান্তা ভাত খাইতে পারি।

সকালে এজন্য বেশি চাপ নাই রিলাক্সে ঘুম পেড়ে সকালে উঠলাম এবং ফ্রেশ হয়ে পানি পান্তা অর্থাৎ পান্তা ভাত খাইলাম।

IMG_20231016_092411_982.jpg
সকালের পান্তা ভাত

অবশ্য অনেকদিন ধরে পান্তা ভাত খাওয়া হয় না। বাড়িতে গেলে মাঝেমধ্যে খাওয়া হয় তবে বাড়িতেও আগের মত আর পান্তা ভাত খাওয়া হয় না খুবই কম।

যাইহোক এরপর প্রস্তুতি নিলাম ট্রেনিংয়ে যাওয়ার জন্য এদিকে কামরুল ট্রেনিংয়ে যাবে না। অন্যদিকে শরিফুল এবং আকাশ ঢাকা উত্তরায় ঘুরতে যাবে এজন্য ট্রেনিংয়ে যায়নি।

IMG_20231016_094552_360.jpg
সূর্যের আলোয় আলোকিত শহর

সকাল তখন ৯:৩০ মিনিট এর মত। বাহিরে পর্যাপ্ত পরিমাণে রোদ। আপনারা উপরের এই ছবিটি দেখে বুঝতেই পারতেছেন। যাই হোক পরিশেষে ডিবিএল সিরামিক ইন্ডাস্ট্রিতে পৌঁছে গেলাম।

যাওয়ার পরে দেখতে পেলাম অনেকেই প্রবেশ করেছে। আমিও প্রবেশ করলাম সিগনেচার দিয়ে। এরপর সালমান মুক্তাদী এবং ইমামুর সকলের সাথে দেখা হলো।

গতকাল বেশ কয়েকটি টাইলস এর টেস্ট পিস তৈরি করেছিলাম এবং ড্রায়ারে শুষ্ক করার পর রেখে দিয়েছিলাম। বিভিন্ন কম্পোজিশন দিয়ে এই টেস্ট পিস তৈরি করা হয়েছে। হাইড্রোলিক প্রেস এর মাধ্যমে টেস্ট পিস এর গঠনটি দেওয়া হয়েছে।

IMG_20231016_114857_090.jpg
কিলন এ দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে ভেঙে যায়

সময় তখন ১১:৪৮ মিনিট। তখন আমরা সেই টাইলস গুলো আবার ভালোভাবে ড্রয়ারে সুস্থ করলাম কেননা ড্রাইভার থেকে গতকালকে নেমে রেখে দিয়েছিলাম। হয়তো বা কিছু ময়েশ্চার যুক্ত হয়েছে।

এরপর টাইলস গুলোকে স্থায়িত্ব দেওয়ার জন্য ফায়রিং এ দিতে হবে। এজন্য নমুনা পিস গুলোকে একটি বড় ফোর টাইলসের উপর সাজিয়ে ৭০ মিনিট সার্কেল টাইম এর কিলন এর মধ্যে বসিয়ে দিলাম। সেখানে সেটাপ করতে গিয়ে একটি টাইলস এর নমুনা ভেঙে যায়।

ভেঙে যাওয়ার কারণ হিসেবে বলতে পারি, এয়ার পাইপের পরে যদি টাইলসের নমুনাটি দিতাম তাহলে ভাঙতো না। যেহেতু এয়ার পাইপের পূর্বে দিয়েছি এ কারণে ভেঙে গিয়েছে।

যাইহোক পরিশেষে অপারেটরদের সহযোগিতায় সমস্যাটির সমাধান করতে পারি। কেননা আমরা বুঝতেই পারি নাই কি কারণে ভেঙে গেছে এবং কোথায় দেওয়া লাগতো টাইলসের নমুনাটি। কোন সমস্যায় না পড়লে আসলে সমাধান পাওয়া যায় না। সমস্যার মাধ্যমেই সমাধান খুঁজে বের করতে হয়।

IMG_20231016_125558_177.jpg
কিলন এর আউটপুটে টাইলস

ইতিমধ্যে খাবারের সময় হয়ে গিয়েছে। যাইহোক যখন আমরা ফায়ারিংএ দেই তখন থেকে ৭০ মিনিট পর এই টাইলস বের হচ্ছে। পরিশ্রম অর্থাৎ প্রায় দুই থেকে তিন দিন সময় লেগেছে আমাদের এই পর্যন্ত আসছে।

অথচ যারা রেগুলার কাজ করে তাদের অল্প সময়ের মধ্যেই হয়ে যায় কিন্তু যেহেতু আমরা এগুলো প্রথম তৈরি করতেছি বা ২/৩ বার তৈরি করেছি এ কারণে এখন পর্যন্ত কাজের দ্রুততা বৃদ্ধি পায় আরো কয়েকদিন কাজ করলে অবশ্যই দ্রুত হয়ে যাবে।

IMG_20231016_130053_540.jpg
ফায়ারিং করার পর টাইলস গুলো হাতে পেয়ে আনন্দিত আমরা

আমরা যে কয়জন মিলে তৈরি করেছি তারা সবাই মিলে ছবি উঠেছি এবং এখানে আরও একজন নতুন যুক্ত হয়েছে যে শুধুমাত্র ছবির মধ্যেই সংযুক্ত। এবং আরো একজন আসে নাই যে আমাদের সাথে এই কয়েকদিন কাজ করেছে।

টাইলস গুলো হাতে আসার পর সত্যিই অনেক ভালো লেগেছে। অথচ আমাদের খাবারের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সেদিকে মন যাচ্ছে না কেননা আমরা খুবই আনন্দিত তখন।

IMG_20231016_131010_910.jpg
ফায়ারিং করার পর থিকনেস এবং ওয়েট নেওয়ার প্রস্তুতি

১:১০ মিনিট তখন। ভাবতেছি এগুলোর থিকনেস নিয়ে লিখে রাখি এবং ওয়েট সবগুলো নিয়ে তারপরে খাইতে যাব কিন্তু খাবারের সময় পার হয়ে যাচ্ছে, তাই আমরা দ্রুত ক্যান্টিনে চলে গেলাম এবং খাবার খাওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি। কেননা ক্যান্টিনে এসে দেখি এখন পর্যন্ত সিট ফাঁকা নেই!

যাই হোক চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর খাবার খাইতে প্রবেশ করলাম ক্যান্টিনে।

খাবারের মেনু:-

  • ভাত,
  • করোলা দিয়ে আলু ভাজি,
  • কচুর মুখী ভর্তা,
  • পাবদা মাছের ঝোল,
  • লেবু।

আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল দুপুরের খাবার। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদের জন্য এত সুন্দর খাবারের ব্যবস্থা করার জন্য।

পরিশেষে খাবার খাওয়ার পর দোকানে গিয়ে করা লিগার দিয়ে রং চা খাইলাম যেন ঘুম না আসে। দুপুরে খাওয়ার পর পর্যাপ্ত নিদ্রা পায়। এমনিতে খাওয়ার পর শরীর ক্লান্ত হয়ে যায় ঘুমানোর জন্য, তার মধ্যে আবার ল্যাবরেটরীতে এয়ার কন্ডিশন রয়েছে যে কারণে আরো বেশি ঘুম পায়।

পরিশেষে দুপুর ২:৩০ মিনিটে টাইলস গুলোর থিকনেস এবং ওয়েট মেপে নেই। প্রত্যেকটির থিকনেস এবং ওয়েট নিতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগে। কেননা এগুলো খুবই ধীরস্থিরভাবে এবং সুক্ষভাবে করতে হয়।

এরপর আরো একটি ম্যাটেরিয়ালস গ্রাইন্ডিং করে ড্রায়ারে ময়েশ্চার রিমুভ করার জন্য দেওয়া হয়েছিল। স্লিপের পানি যখন দূরীভূত হয়ে যায়। তখন সেগুলো আমরা একটি পলিথিন এর মধ্যে রেখে আসি আগামীকাল জন্য।

আগামীকাল যেন আমরা সেই শুষ্ক পাউডার দিয়ে আরো ভিন্ন ভিন্ন টাইলস তৈরি করতে পারি অর্থাৎ এই টাইলস গুলো তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে পার্টিকুলার এক একটি ম্যাটেরিয়ালস এর ক্যারেক্টার সম্পর্কে ধারণা নেওয়া।

IMG_20231016_153410_897.jpg
স্লিপের ময়েশ্চার শুকানোর পর

এটাই হলো সেই ডায়ার থেকে বের করা স্লিপের ময়েশ্চার দ্রুত হওয়ার পর। এখানে ইমামুর নয়ন দাঁড়িয়ে আছে তাকে একটি ছবি তুললাম।

এরপর আমরা বিকেল বেলায় চলে গেলাম সবাই যার যার মত। রুমে আসার পর গোসল করে ফ্রেশ হলাম এবং হালকা করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে জাগ্রত হলাম প্রায় সন্ধ্যায়।

10% for beneficiary in community @meraindia account

25% to beneficiary @null account for price increase.


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Sort:  
 last year 

আমি যতদূর শুনেছি সিরামিকস ফ্যাক্টরিতে যারা কাজ করে। তাদের কাজগুলো অনেক বেশি কঠোর হয়ে থাকে। বিশেষ করে একটু অসাবধান হলেই তাদের কাজের মধ্যে অনেক ব্যাঘাত ঘটে। যেটা আসলে অনেক সমস্যার কারণ হয়ে থাকে।

আজকে আপনি আমাদের সাথে টাইলস তৈরি করার পদ্ধতিটা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তবে আপনাদের এই কাজ অনেক বেশি কঠিন মনে হচ্ছে। আপনি লিখেছেন কঠোর পরিশ্রমের পরেই সফলতা আসে। এটা আমি ১০০% বিশ্বাস করি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার একটা দিনের কার্যাবলী এত সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

কিছু কিছু সেকশন রয়েছে যেগুলোতে অপারেটরদের কেউ কঠোর পরিশ্রম করতে হয় এমনকি সিফ্ট ইনচার্জ তাদের কেউ। আসলে পরিশ্রম ব্যতীত কখনো সফল হওয়ার সম্ভব নয়।

ধন্যবাদ জানাই আপনি লিখেছেন ১০০% বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি সহমত পোষণ করলাম। পরিশেষে ধন্যবাদ জানাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...
 last year 

আপনি আপনার দিন লিপি টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।স্টাইলস বানানোর পুরো প্রস্তূতপ্রনালী খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। তাছাড়া পান্তা ভাত যা আপনি সকালের নাস্তা রেখেছেন। খুব স্বাস্থ্য সম্মত খাবার। দুপুরের খাবারের পাবদা মাছের তরকারি আমার খুব পছন্দের একটি খাবার। ধন্যবাদ আপনাকে।

 last year 

দেখতে পেলাম আপনি খাবারের দিকে বেশ লক্ষ্য রেখেছেন হাঁ হাঁ হাঁ মজা করলাম। আচ্ছা যাই হোক আমার পোস্টে ভিজিট ও পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই।

 last year (edited)

আপনার পোস্টটি আসলেই অনেক তথ্য বহুল ছিল।আর খাবার দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়।আমাকে সবাই খাদক বলে।যাই হোক খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

আচ্ছা ঠিক আছে খাদক আপু, হাঁ হাঁ হাঁ। খাবার দেখলে অবশ্য আমিও ----

 last year 

ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68503.89
ETH 2535.33
USDT 1.00
SBD 2.52