Better life with steem || The Diary Game || 16th August || Pass the time through busyness.

in Incredible India2 years ago (edited)
20230817_155300_0000.png
Design by Canva
সকাল থেকে দুপুর পর্যন্ত

16 তারিখের দিনপঞ্জি আপনাদের সাথে শেয়ার করছি। এই দিন সকালবেলায় গরম ভাত দিয়ে সবজি সহকারে খাওয়া হয়।

দিন টি ছিল বুধবার অর্থাৎ আমাদের এলাকায় হাটের দিন। এই দিন আর সকালবেলায় মাছ আনতে যেতে হল না। কেননা হয়তোবা আজকে মাছের সংখ্যা খুবই কম।

সকালবেলায় খাওয়া দাওয়ার পর একটু হাঁটা হাঁটি করা হলো এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসন্ধান করা হলো এবং দেখা হলো।

IMG_20230816_152758_055.jpg

লক্ষ্য করে দেখলাম, বাংলাদেশ সিরামিক এন্ড গ্লাস টেকনোলজির আরো একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানকার বেশ কয়েকটি গ্রুপ রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য।

কেননা এক ইন্ডাস্ট্রিতে কখনো 150 থেকে 200 শিক্ষার্থী ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট করতে পারবে না। ১০ থেকে ১২ জন করে বিভক্ত করে দেওয়া হয়েছে।

আমাদের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট শুরু হবে ২০ তারিখ থেকে। ওদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

IMG_20230816_152745_094.jpg

এছাড়াও এই প্লাটফর্মে বিভিন্ন লেখা পর্যবেক্ষণ করি, অর্থাৎ প্লাটফর্মে বেশ কিছু সময় আমি অতিবাহিত করি এবং আমার লেখা উপস্থাপন করি।

এভাবে সকাল ৯ টা থেকে দুপুর 11 টা পর্যন্ত অতিবাহিত হয়। যেহেতু হাটের দিন তাই হাটে যেতে হবে। এজন্য গোসল দিয়ে ভাত খেয়ে, হাটে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি।

IMG_20230816_152316_271.jpg

দোকানে যাওয়ার পর বাবার সাথে দোকানদারি করি। অবসর সময় বা যখন কোন ক্রেতা থাকে না তখন দুই একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধারণ করি।

অত্যন্ত প্রখর রোদ ছিল। যে কারণে ঘেমে যাই। এর মধ্যে আবার নেই কারেন্ট। কারেন্ট না থাকায় ইলেকট্রিক ফ্যান ঘুরতেছে না। এ কারণে পর্যাপ্ত গরম ধরতেছে আরও বেশি।

হাটে থেকে বাজার করা হয় নিত্যদিনের প্রয়োজনীয় সবজি, মাছ ও অন্যান্য পন্য সামগ্রী।

দুপুর থেকে বিকাল পর্যন্ত
IMG_20230816_164838_338.jpg

দুপুরের পরেও বেশ কিছু সময় দোকানে থাকি। দুপুরের খাবার বারোটা থেকে সাড়ে বারোটার দিকে বাড়ি থেকেই খেয়ে আসি এ কারণে দোকানে ভাত নিয়ে আসিনি। শুধুমাত্র বাবার জন্য খাবার নিয়ে আসা হয়েছে।

এভাবে সময় কেটে যায় তিন ঘন্টা। দুপুর থেকে তিন ঘন্টা থাকার পর দোকান থেকে বাড়িতে যাওয়ার জন্য রেডি হই।

IMG_20230816_164236_869.jpg

বাড়িতে যাওয়ার পর, দাদির মোবাইল এর ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় পরিবর্তন করতে হবে। ভেবেছিলাম হয়তোবা মোবাইল এর বাটন নষ্ট হয়েছে। এজন্য বাটন কাজ না করায় ফোন অন করতে পারতেছি না।

আরো একটি মোবাইল ছিল, তার ব্যাটারি দিয়ে চেক করে দেখলাম অন হয়। এ কারণে মোবাইল খোলা হলো না।

IMG_20230816_160332_367.jpg

আমি এবং ইব্রাহিম মগবাজার অর্থাৎ খ্যাতার মোড় বাজারে গিয়ে দোকানদারের কাছ থেকে পরিবর্তন করে নিয়ে আসি ব্যাটার। যেহেতু ব্যাটারির গ্যারান্টি দেওয়া আছে।

এভাবে আসরের ওয়াক্ত হয়ে গেল। আসরের নামাজের পর আমি এবং সাইফুল মাস্টার (ফুফা) খেলা দেখতে যাচ্ছি চরগিরিশ হাই স্কুল মাঠে। আজকের খেলা চরগিরিশ এবং খাস রাজবাড়ী।

IMG_20230816_180431_079.jpg

চরগিরিশ খেলোয়াড়দের কর্নার বেশ ভালো খেলায় তাদের গোল সংখ্যা বেশি। এছাড়াও চরগিরিশ খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো থাকায় তারা জয়ী হয়েছে।

বিপক্ষ দল খাসরাজ বাড়ি। তাদের খেলোয়াড় ছোট ছোট অর্থাৎ অষ্টম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে দল গঠন করে। যে কারণে চরগিরিশ খেলোয়াড়দের সাথে তাল মিলিয়ে খেলতে পারেনি।

IMG_20230816_180058_713.jpg

২-৪ গোলে খেলাটির সমাপ্ত হয় এবং চরগিরিশ টিম বিজয় লাভ করে। খেলা শেষ হওয়ার ৫-১০ মিনিট পরেই মাগরিবের আজান দেয়। আমি এবং ফুফা দুজনে হাঁটতে হাঁটতে আমাদের গ্রামে চলে আসলাম। আসার পর মাগরিবের নামাজ আদায় করে বাসায় ফিরলাম।

এভাবে আমার দিনটি সমাপ্ত হয়।

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Sort:  
 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন, দিনের সমস্ত কার্যকলাপ আমাদের কাছে শেয়ার করছেন আপনার দাদী এখনো পৃথিবীতে আছে এবং তিনিও ফোন চালান পড়ে অনেক ভালো লাগলো আপনার দাদীর কথাটি শোনার পর আমার দাদীর কথা মনে পড়ে গেল। আমার দাদি আমাকে অনেক যত্ন করতো কিন্তু তিনি আর পৃথিবীতে নাই।

 2 years ago 

অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হচ্ছে আপনার দাদি আজ বেঁচে নেই। তার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ তা'আলা তাকে জান্নাতবাসী করুক।

Loading...
 2 years ago 

আপনার ডাইরি গেম পড়ে মনে হচ্ছিল আপনি খুব আজকে ব্যস্ততার মধ্যে ছিলেন কারণ আজকে হাটের দিন আপনাকে হাটে যেতে হবে এজন্য আজকে মাছ আনতে যান নাই।

সারাদিনে আরো অনেক কিছু করেছেন দাদির মোবাইলের ব্যাটারি চেঞ্জ করেছেন। আপনার ফুফার সাথে ফুটবল খেলা দেখতে গেছে আরো যা যা করেছেন সবকিছু আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

অনেক ভালো লেগেছে আপনার পোস্টটি পড়ে। এত সুন্দরভাবে সাজিয়ে পোস্টে লেখার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে আমার দিনপঞ্জি পড়ে সুন্দর একটি মন্তব্য উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দন ভাবে আপনার কার্যকলাপ অতিবাহিত করেছেন দিনের সমস্ত কথা আমাদের সাথে শেয়ার করেছেন ।
খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে আপনার জন্য সুভকামনা রইল থ্যাঙ্ক ইউ।

 2 years ago 

আপনাকেও শুভকামনা এবং ধন্যবাদ জানাই

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এজন্য আপনি এতো ব্যস্ততার মাঝেও আপনার সারাদিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার দিন ভালো কাটুক এই কামনাই করি।

 2 years ago 

আপনার জন্যেও শুভকামনা রইল।

আপনার সারাদিন এর অতিবাহিত সময় গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, খুব ভাললাগল।আপনার বাবাকে কাজে সাহায্য করা, দাদির ফোন ঠিক করে দেয়া এসব ছোটো ছোটো কাজ ও আমাদের পরিবার এর মানুষদের সাথে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে।আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ জানাই আমার দিনপঞ্জি পড়ে সুন্দর একটি মন্তব্য উপস্থাপন করার জন্য।

ভাই আপনি দিনের সময় গুলো অনেক আনন্দের সাথে কাটিয়েছেন।আর আপনি পোস্ট এর ভিতরে আপনার দাদীর কথা উল্লেখ করেছেন,আর তা দেখে আমার দাদীর কথা মনে পড়ে গেলো।আর আমি আমার দাদী কে দেখি নি কিন্তু আমার নানী ছিলো যে আমাকে এতো ভালো বাসতো যা এখন ও মনে পড়লে কান্না চলে আসে। আমার নানী বেঁচে থাকা কালীন আমার দাদী নামক জিনিসটা কথা কোন ও দিন মনেও পরে নি। কিন্তু আমার নানী মারা যাওয়ার পরে নানীর সাথে সাথে দাদীর কথাও মনে পড়ে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার দিনের কিছু স্মৃতিময় মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

আল্লাহতালা আমাদের সবাইকে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে পাঠিয়েছে যা আমরা জানিনা। একদিন আমাদের কেউ এভাবে চলে যেতে হবে, এটা জেনে খুবই দুঃখ লাগে যখন তার প্রিয়জন বা কাছের মানুষগুলো এভাবে চলে যায়। জানতে পারলাম আপনার দাদি মৃত্যুবরণ করেছে তখন আপনার নানী বেঁচে ছিল, আপনাকে অনেক ভালোবাসতো যখন তিনিও মারা গেলেন তখন থেকে আপনার দাদীর কোথাও স্মরণ হয় বেশি একই সাথে নানি। সৃষ্টিকর্তা তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করুন এই দোয়াই করি।

আপনার দোকান ছবির মাধ্যমে দেখতে পেলাম। আপনি লেখাটা আমার প্রিয় খেলা ফুটবল দিয়ে শেষ করায় অনেক আনন্দ পেলাম।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 115079.08
ETH 4602.45
SBD 0.87