Better life with steem || The Diary Game || 15th August || Bengali in fish and rice. Yamuna river fish.

in Incredible Indialast year
20230816_112730_0000.png
Design by Canva
সকাল থেকে দুপুর পর্যন্ত

ওই দিনের মতো আজকেও সকালে পান্তা ভাত খেলাম। পান্তা ভাত খেয়ে বের হতে হচ্ছে মাছ নিয়ে আসার জন্য। আমাদের একটি জাল রয়েছে মাছ ধরার।

করোনা ভাইরাসের মধ্য থেকে আমাদের এই জাল ক্রয় করা হয়েছে মাছ ধরার জন্য। তখন আমি বাড়িতেই ছিলাম যে কারণে সেই সময় মাছ ধরতে যেতাম নিয়মিত।

IMG_20230815_075002_155.jpg

এই জাল আমাদের নানার বাড়ি রেখে আসা হয়েছে। নানা এবং মামা তারা সকালবেলায় মাছ তুলতে যায়। এই জাল পানির মধ্যে রাখা হয় আসরের নামাজের পর অর্থাৎ বিকেল বেলায়। অবশ্য আমি এখন আর যায় না।

মাঝেমধ্যে যদি মাছ বেশি পড়ে থাকে তাহলে আমাদের ডাক দেয়। হয়তোবা কাকা গিয়ে নিয়ে আসে আর যদি আমি বাসায় থাকি তাহলে আমি গিয়ে নিয়ে আসি।

IMG_20230815_080516_723.jpg

সকালবেলা ফোন দেওয়ার সাথে সাথে আমি খাওয়া-দাওয়া করে চলে গেলাম মাছ নিয়ে আসার জন্য। সাইকেলে কাকার জন্য ভাত নিয়ে দোকানে রেখে, আমি দোকান থেকে চলে গেলাম মাছ নিয়ে আসার জন্য।

IMG_20230815_080540_781.jpg

রাস্তার দুই পাশ দিয়ে শুরু পানি আর পানি। যে তুই এখন বন্যার সময় তাই পানিতে ভরপুর হয়ে গেছে নদী-নালা খাল বিল। তাইতো এখন মানুষ মাছ ধরায় প্রচুর ব্যস্ত।

IMG_20230815_081501_867.jpg

আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন হরেক রকমের মাছ। যখন আমি মাছ দেখলাম অনেক ভালো লাগলো। যমুনা নদীর মাছ অত্যন্ত সুস্বাদু। বেশ বড় বড় মাছই পড়েছে। নানারা কিছু নিয়েছে এবং আমাদের কিছু দিয়েছে।

সকাল ৯ টার দিকে দোকানে যাই। দোকানে অবস্থান করি যেহেতু বাবা চড়ে গিয়েছিল এবং কাকা স্কুলের কিছু কাজ ছিল সেখানে গিয়েছিল।

IMG_20230815_092803_812.jpg

৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত আমি দোকানে অবস্থান করি। দোকানে অবশ্য ক্রেতাদের খুবই সংকট। কেননা অত্যাধিক পরিমাণে দোকান হয়ে গেছে এখন। আগের মত আর ক্রেতা খুঁজে পাওয়া যায় না।

কেননা সবাই তাদের বাড়ির কাছ থেকেই প্রয়োজনীয় উপকরণ ক্রয় করে থাকে। আগে অনেক দূরদূরান্ত থেকে আমাদের এদিকে আসতো যে কোন পণ্য সামগ্রী ক্রয় করার জন্য।

যেহেতু আমি দোকানে খুবই কম বসি অর্থাৎ বগুড়ায় থাকতে হয়। যখন ক্রেতারা আসে যেগুলোর দাম জানা আছে সেগুলো তো আমি বিক্রয় করি। আর যেগুলোর দাম জানা নেই সেগুলোর দাম কাকাকে কল দিয়ে শুনে নাই।

IMG_20230815_113055_153.jpg

দোকানে বসে বসে সামান্য কিছু বাদাম নিলাম এবং বাদাম খাইলাম। এক পাশে রেখে দিলাম বাদাম আর অন্য পাশে রেখে দিলাম বাদামের খোসা।

দুপুর হয়ে গেল দোকান বন্ধ করলাম। দুপুরের দিকে বাসায় যেতে হবে। খাওয়া দাওয়া করতে হবে।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত

দুপুরে খাওয়া-দাওয়া করতে হবে সেই যমুনা নদীর মাছ দিয়ে। যেগুলো আমি নিয়ে আসলাম। যদিও সামান্য কয়েকটি মাছ তবুও অনেক মজা।

খাওয়া-দাওয়া করতে বসলাম। যে মাছগুলো নিয়ে এসেছি সকাল বেলায়, সেই মাছ দিয়ে দুপুরের তরকারি রান্না করেছে।

IMG_20230815_141942_862.jpg

খেতে বসলাম, সেই যমুনা নদীর মাছ দিয়ে এবং লেবু চিপে ভাত দিয়ে মেখে - উফ্ কি যে মজা। এফবি টেস্ট হয়েছে যমুনা নদীর মাছের তরকারি।

খাবার পর একটি ঘুম দিলাম। এক ঘুমে আসরের ওয়াক্ত হয়ে গেল। ঘুম থেকে উঠে নামাজ পড়ার পর, বাবু ভাইয়ের সাথে দোকানে বসে রয়েছি।

সেখানে অনেক ইতিহাস নিয়ে কথা হচ্ছিল। যেহেতু দিনটি ছিল 15 ই আগস্ট। শেখ মুজিবর কে নিয়ে অনেক কথা হল, একই সাথে যেহেতু আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী মৃত্যুবরণ করেছে তাকে নিয়েও বেশ কথা হলো।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু বরণে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই শোকাহত ⚫। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কবরস্থ করা হয় তার জন্মভূমিতেই পিরোজপুর। তার ছেলেকে যেখানে কবরস্থ করা হয়েছিল তার পাশেই।

IMG_20230815_172055_406.jpg

আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ অব্দি সেখানেই অতিবাহিত করলাম বাবু ভাই ও মুরুব্বিদের সাথে।

এরপর সন্ধ্যা হয়ে যায় মাগরিবের আজান হওয়ার পর নামাজ আদায় করি। এভাবে দিনটি সমাপ্তি হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

আজকের মত এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। সকলের জন্য দোয়া করুন। দেখা হবে পরবর্তী কোনো লেখা নিয়ে।

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Sort:  
 last year 

নদীর মাছ কিনে আনা ছাড়া,, আমাদের ভাগ্যে জোটে না। মাঝে মাঝে বাজারে গেলে নদীর মাছ দেখতে পাই। তখন কিনে নিয়ে আসি,, তাও আবার অনেক চড়া দাম দিয়ে।

আপনি সকালবেলা পান্তা ভাত খেয়ে,,, আপনার মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নদীর মাছ নিয়ে আসার জন্য। এর পরে দোকানে গিয়েছেন দোকানে আপনি দুপুর পর্যন্ত থেকেছেন। যেসব জিনিসের দাম জানেন,, সেগুলো বিক্রি করেছেন বাকিগুলো আপনার কাকার কাছে জিজ্ঞেস করেছেন।

দুপুরে ভাত খেয়েছেন,,, আপনি নদীর মাছ দিয়ে আপনি বলেছেন ওটা খেতে হেব্বি টেস্টি। যেটা জানতে পেরে অনেক বেশি ভালো লাগলো।

১৫ই আগস্ট মানে,,, যেখানেই বসবেন সেখানেই ইতিহাসের কথা। এর পরে আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা,,, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সেদিন কবর দেয়া হয়েছে। উনার জন্মস্থানে উনারই তৈরি করা মাদ্রাসার পাশেই।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার একটা দিনের কার্যাবলী আমাদের সাথে সুন্দর ভাবে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

 last year 

আসলে যারা ভাল কাজ করে যায় তাদের ভালো সমালোচনা থাকে। আর যদি কেউ খারাপ কাজ করা যায় তার খারাপ সমালোচনা হয়ে থাকে। এখানে যে দুজনে কে উল্লেখ করা হয়েছে তারা যথেষ্ট ভালো ছিল এবং তাদের ভালো দিকগুলোই সেখানে উঠে এসেছে। বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার কথা সেদিন বেশি আলোচিত হয়েছিল।

Loading...
 last year 

আপনার পোষ্ট পরে অনেক ভালোলাগা কাজ করতেছিল, আপনি সকালে পান্তা ভাত খেয়ে বের হয়েছে নানার বাড়ি মাছ আনতে। মন ভরে গেল মাছ গুলো দেখে একদম টাটকা মাছ দেখে বোঝা যাচ্ছে।

আপনার বাবা ব্যস্ত থাকার জন্য, আপনি দোকানে বসেছেন আর আগের তুলনায় এখন দোকানে কাস্টমার কম, আর আপনি বলেছেন এখন আনেক দোকান এটা একদম সত্য বলেছেন। অনেক দোকান হওয়ার জন্য কাস্টমার পাওয়া খুবই মুশকিল তারপরও কারো রিজেক কেউ নিতে পারেনা।

আপনি সারাদিনে সবকিছু এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সত্যি অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে সবকিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এইটা অবশ্য সঠিক যে, আল্লাহ তাআলা যার রিযিক যেখানে লিখে রেখেছেন সেখানেই থাকবে। ধন্যবাদ জানাই আপনার মূল্যবান মন্তব্য তুলে ধরার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you for your valuable support

 last year 

Amigo pasar tiempo en familia es muy agradable se ve estuviste un excelente día a pesar de que no llego muchos clientes a la tienda. Saludos y bendiciones.🤗

 last year 

Muchas gracias.

ভাই আপনি ১৫ আগস্ট দিনটাকে অনেক সুন্দরময় করেছেন নদীর মাছ খেয়ে । আমাদের এই খানে নদীর তাজা মাছ পাওয়া খুবই কষ্টকর।আর দোকানে বসে বাদাম খাওয়া সত্যি অনেক সুন্দরময় ফিলিংস।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার দিনের কিছু স্মৃতিময় সময় ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

ভাই দোকানে যে কি গরম ওই সময় ছিল তা বলে বোঝানো অসম্ভব পর্যাপ্ত পরিমাণে রোদ এবং তাপ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 95076.63
ETH 3277.51
USDT 1.00
SBD 3.26