Better Life With Steem || The Diary game || 10 - Dec - 2023 || Ceramic test piece
![]() |
---|
প্রিয় শুভাকাঙ্ক্ষী,
দৈনন্দিন কার্যাবলী আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে উপস্থিত হয়েছি। আসলে প্রত্যেক দিনের কাজের মধ্যে শিক্ষনীয় বিষয় কিংবা আলোচ্য বিষয় অথবা ভালো-মন্দ সবকিছুই তুলে ধরার মাধ্যমে একে অপরের মাঝে জ্ঞানের সংস্পর্শ প্রতিফলিত করা যায়।
আজকে আমি সেই ধারাবাহিকতার সাথে, তুলে ধরতে চাচ্ছি দৈনন্দিন কার্যাবলীর জ্ঞানের সংক্ষিপ্ত কিছু অংশ।
যেহেতু শীতের সময়, তাইতো সকালবেলায় রোদের দেখা পাওয়া খুবই কষ্টকর। এই দিনে আমার জেনারেল অফিস টাইম ছিল। সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। যাওয়ার পথে এই ছবিগুলো ধারণ করেছি এবং সেই সময় এখন পর্যন্ত রোদ ওঠে নাই।
ইন্ডাস্ট্রির ভিতরে যাওয়ার পর হয়তো বা উঠেছিল কিন্তু দেখা পাইনি।
অফিসের মধ্যে ঢুকলাম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হাজীরা করে। প্রথমেই আমি ল্যাবের মধ্যে ঢোকার পর আমার প্রথম কাজ হচ্ছে তার আগের দিন যে সমস্ত কাজগুলো অসম্পূর্ণ ছিল অর্থাৎ ফায়ারিং এ দেওয়া হয়েছিল যে সমস্ত টেস্ট পিস গুলো, সেগুলো ল্যাবরেটরীতে এসেছে কিনা যথাযথভাবে সেগুলো একবার দেখে নাও।
গ্লেজের আয়রন টেস্ট দেওয়া হয়েছিল। গ্লেজের আয়রন টেস্ট করা হয় মূলত ৪০০ ম্যাচ পাশ করে। কেননা গ্লেজ এর মধ্যেও আয়রন থাকতে পারে। বিশেষ করে আমরা যখন ল্যাবরেটরী থেকে গ্লেজ গুলো সাপ্লাই দিয়ে দেই গ্লেজ লাইনে, আমাদের এই জায়গায় যথাযথ রাখার পরেও যদি আয়রন দেখা যায় তাহলে বুঝতে হবে গ্লেজ লাইনের সমস্যা রয়েছে অর্থাৎ তারা পরিপূর্ণভাবে রাখতে পারে নাই। হয়তোবা ডাস্ট উড়ে এসেছে কিংবা অন্য সমস্যা।
সাধারণত যে সমস্ত কাজ প্রত্যেকদিনই করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রন টেস্ট, ময়েশচার টেস্ট, ম্যাস চেক, ডেন্সিটি, ভিস্কোসিটি ইত্যাদি ইত্যাদি। এগুলো করতে করতে দেখা যায় দুপুর হয়ে গেছে তখন আমি খাবারের জন্য বের হলাম এক ঘন্টার জন্য বিরতি।
ও আচ্ছা খাবারের বিরতির পূর্বে আরো একটি কাজ হয়েছিল তা হল বডি প্রিপারেশন থেকে সুপারভাইজার এসেছিল তাদের স্লিপিং কেমন রেসিপি রয়েছে তা জানতে।
আমি সেগুলো চেক করে দিলাম। দুটি বল মিলের একটি থেকে নিয়ে এসেছে এবং আরও একটি স্লিপ ট্যাংক থেকে নিয়ে এসেছে।
খাবার খাওয়ার পর আবারো চলে এলাম ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি তে আসার পূর্বেই আমিও রোদের দেখা পাই কেননা সকাল থেকে এ পর্যন্ত রোদ দেখতে পাইনি যখন আমি খাবারের জন্য বাহির হই তখন রোদের দেখা মেলে।
বেশ ভালই লাগলো শীতের দিনে রোদের তাপ শরীরে লাগায়। এইতো চায়ের থেকে পাঁচ মিনিট রোদের মধ্য দিয়ে আসলাম, ধীরে ধীরেই আসতেছি, কেননা সময় ৩-৪ মিনিট আছেই এর জন্য চাচ্ছি রোদের তাপ যেন একটু নিতে পারি।
ম্যানুয়াল কাস্টিং স্লিপ নিয়ে এসেছি কিছু টেস্ট পিস তৈরি করার জন্য। কেননা এই টেস্টের দ্বারা দেখা যাবে shrinkage কেমন হয় এবং bending কেমন হয়।
আসলে সংকোচন কেমন হয় কিংবা বাঁকা হওয়ার প্রবণতা কেমন হয় এটা যদি না জানা যায় তাহলে ল্যাবরেটরীতে কাজ করা খুবই কষ্টকর হয়ে যাবে তার জন্য।
কেননা কোন বডি কেমন সংকোচন হয় এটা জানতে হবে। যখন কোন নতুন মেটেরিয়াল ছাড়বে সে ম্যাটেরিয়ালস পার্টিকুলার ভাবে চেক করতে হবে সংকোচন কেমন হয় বাঁকা হওয়ার প্রবণতা কেমন রয়েছে।
এভাবে এই টেস্ট পিস গুলো তৈরি করলাম এছাড়াও আরো বেশ কিছু কাজ ছিল সেগুলো করতে করতে বিকাল ৫ঃ ০০ বেজে যায়।
এডমিন রুমে চলে গিয়েছিলাম জাফর স্যার কিছু কাজ দিয়েছিল অর্থাৎ কিছু ফাইলে সিগনেচার করতে হবে। এজন্য জিএম স্যারের কাছে চলে গিয়েছিলাম তখন জিএম স্যার ছিল ডিসপ্লে সেন্টারে।
এডমিন প্যানেলে যাওয়ার সময় এই ছবিটি তোলা হয়েছে তবে আরও বেশ কিছু ফুলের গাছ রয়েছে আসলে সব সময় ছবি তোলা যায় না মোবাইল বাহির করাও যায় না সব জায়গায় তাই সময় সুযোগ মিলে একটি ফুলের ছবি ধারণ করেছি।
আজকের মত এ পর্যন্তই। সারাদিনের কার্যক্রম এ পর্যন্তই সমাপ্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো লেখা নিয়ে পর্যন্ত সঙ্গেই থাকুন।
@meraindia
account @null
account for price increase.
আপনার থাম্বনেইল এর পিকটি দেখে প্রথমে ভেবেছিলাম রুটি বা শীতের কোন পিঠা বানাচ্ছেন।
তবে যখন পড়া শুরু করলাম তখন সে আশায় গুড়েবালি। দেখলাম আপনি আপনার ইন্ডাস্ট্রির প্রডাক্ট টেস্ট করার জন্যে স্যাম্পল নিয়ে বসে আছেন।
যদিও অনেক গুলো টেস্টের কথা আপনি উল্লেখ করেছেন, একজন নন টেকনিক্যাল মানুষ হওয়ায় এগুলো আম্র মাথার উপর দিয়ে চলে গেছে।
নয়নতারা ফুলের ছবিটি কিন্তু ভালো ছিল।
😀 আসলে দেখতে ঠিক রুটি বানানোর মতোই। কিন্তু কাজগুলো বিভিন্ন প্রসেসের মাধ্যমে করতে হয়। যেমন গোল টেস্ট পিস এটারও ফরমা রয়েছে এবং বাকি লম্বা যে টেস্ট পিস দেখতে পারছেন সেটারও ফরমা হয়েছে অর্থাৎ মোল্ড। ধন্যবাদ জানাই আমার এই এলাকাটি অধ্যায়ন করার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য। ⭐
আপনার আজকের দিনের কার্যক্রম পরে মনে হচ্ছে আপনি বেশ ব্যস্ততার মধ্যে খুব সুন্দর একটি দিন পার করেছেন।
তবে আমরা যখন অন্যের অধীনে কাজ করি সে কাজ যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তখন নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করে।
আপনার করা ফটোগ্রাফী বলে বেশ সুন্দর ছিলো, ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোষ্ট করার জন্য।
আসলেই অনেক ব্যস্ততার মধ্যে দিনটি পার হয়েছে।
মনে হয় দেশে শৈত্য প্রবাহ চলছে তাই সকালবেলা রোদ্রের দেখা পাওয়া যাচ্ছে না। তাই শীতের তীব্রতা বেড়েই চলছে সকাল সকাল কম্বলের নিছ থেকে বাহির হওয়া অনেক কষ্টকর। সারাদিন এর কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন। অফিসে যাওয়ার সময় ফাঁকে ফাঁকে ছবি তুলে আমাদের সাথে শেয়ার করেছেন। সারাদিন আপনার কাজের বর্ননা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা নয়নতারা ফুলের ছবি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর দিনের মূহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করেছেন।
হ্যাঁ তা তো অবশ্যই এখন শীতের সময় তাই তো রোদের দেখা মেলে না সহজে।
গত তিন দিন যাবত, রোদের দেখাই পাওয়া যাচ্ছে না,অনেকটা হঠাৎ করেই ঠান্ডা পরা শুরু করে দিয়েছে।
আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম, আপনার দিনটা অফিসের কাজের ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে।এবং যারা এই বিষয় নিয়ে লেখা পড়া করেছে বা কাজ করছে তাদের জন্য আপনার এই পোস্টটি অনেক উপকারী হবে।
মাঝেমধ্যে হালকা করে সূর্য উঁকি দেয় আবার চলে যায়।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য। আপনার পোস্টের মাধ্যমে সিরামিক শিল্পের অজানা অনেক জিনিস জানতে পারলাম।আপনি সারাদিন ল্যাবে কাজ করেছেন।বিকালে অ্যাডমিন রুমে জাফর স্যারের সাথে দেখা করেছেন।সেখানে ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার দিনটি বেশ ভালো কেটেছে। ধন্যবাদ আপনাকে।।
মোটামুটি অনেক ব্যস্ততার মাঝেই ছিলাম সারাদিন। ধন্যবাদ জানাই ভিজিট করার জন্য।
আপনার পোস্ট পড়ে বুঝলাম আপনি সারাদিন খুবই ব্যস্ত সময় পার করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত। আসলে যেকোনো কাজ ভালোভাবে সম্পূর্ণ করতে পারলেও মনের ভিতর আলাদা একটা তৃপ্তি কাজ করে। যাইহোক, আপনার পোস্টে ব্যবহার করা ছবিগুলো যদিও আপনি চলতে পথে তুলেছেন তবুও অনেক সুন্দর হয়েছে৷
ব্যস্ততার মধ্যেই দিন যাচ্ছে। ভিজিট করার জন্য ধন্যবাদ জানাই।
প্রথমে আপনার টেস্ট পিস গুলো দেখে আমি ভেবেছিলাম আপনি বুঝি পিঠা বানিয়েছেন। পরের পুরো লেখা পড়ে যখন বুঝতে পারলাম তখন নিজের মনেই হেসে দিলাম। আপনার অফিস টাইম আটটা থেকে পাঁচটা। ফলে আপনাকে এখন হয়তো অনেক ভোরে দৌড়াতে
হচ্ছে না। এছাড়া আপনি সারাদিনে যে জটিল কাজগুলো করলেন তারও বিস্তারিত বর্ণনা দিলেন। আপনার কাছে হয়তো কাজগুলো সহজ নইলে আপনি তো কাজ করতে পারতেন না। অতঃপর এক ফাকে সময় করে একটি নয়নতারা ফুলের ছবি তুলে নিলেন। যাইহোক আপনি বেশ কর্মব্যস্ত একটি দিন পার করেছেন। আপনার ব্যস্ত দিনলিপি পড়লাম। ভালো
লাগলো।
সত্যি, কাজের খাতিরে আপনি রোদও দেখতে পারছেন না। আপনাদের কতগুলো টেস্ট করতে হয় প্রতিদিন, পড়ে অবাক হয়ে যাচ্ছি। তাও ভালো যে আপনি বেলার দিকে রোদের দেখা পেয়েছেন। শীতের দিনে রোদের তাপ গায়ে মাখার মজাই আলাদা। আপনার সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটে। অফিসের কাজের পাশাপাশি স্টিমিটে সক্রিয়তা তো আছেই। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।
যদিও অনেক কষ্ট হয়ে যায় তারপরেও ম্যানেজ করে নেই। আসলে শীতের দিনে রোদ খুবই প্রয়োজন, শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের সবকিছুর প্রয়োজন।
চাকরি জীবন মানে পরাধীন। সব সময় নিয়মের মধ্যে থেকে কাজ করতে হয়।। আর চাকরি জীবনে ব্যস্ততায় মধ্যে সময় বেশি কাটে।। আর আজকে আপনি টেস্ট পিস তৈরি করেছেন।। সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যেই একটি দিন অতিবাহিত করেছেন।।
ভালো থাকবেন দোয়া ভালোবাসা রইলো আপনার জন্য আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি।।
এটা অবশ্য ঠিক যে কর্মজীবন বা চাকরি জীবন পরাধীন। যদি কর্মজীবন হয় নিজের ব্যবসা তাহলে স্বাধীন কিন্তু চাকরি নয়।
ধন্যবাদ জানাই আমার এই লেখাটির অধ্যয়ন করার জন্য এবং শুভ কামনা করার জন্য। আপনার জন্য মনে অনেক অনেক দোয়া রইল।