A small village scene drawing by me

in Incredible India2 years ago

প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনাদের সামনে আবারো নিয়ে এসেছি আমার হাতে অংকন করা একটি দৃশ্য। আশা করি আপনাদের ভালো লাগবে অংকন করার এই দৃশ্য টি।

আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিনিয়ত আপনাদের সাথে নিত্য নতুন বিষয়বস্তু শেয়ার করি তেমনি আজকেও একটি ভিন্ন রকম অংকন।

চলুন তাহলে আজকের অংকন শুরু করা যাক

IMG_20230205_175151_355.jpg

black.png

প্রয়োজনীয় উপকরণের নাম এবং একটি পিকচার
  • একটি কাঠ পেন্সিল
  • একটি রাবার
  • একটি খাতা
  • একটি স্কেল
IMG_20230205_153800_885.jpg

black.png



ধাপ-১

IMG_20230205_154004_776.jpg

black.png

  • খাতাটির চতুর্দিক দিয়ে মার্জিন দিয়ে নিলাম একটি নির্দিষ্ট সাইজের মধ্যে অঙ্কন করার লক্ষ্যে। সাইট দিয়ে মার্জিন দেওয়ার পর এখন একটি বৃক্ষ অঙ্কন করতে হবে।

  • এখন বৃক্ষটির নিচের অংশ অংকন করলাম। এরপর গাছে যে ভিতরের দাগগুলো থাকে সেগুলো সুন্দরভাবে অঙ্কন করে দিলাম যাতে গাছের সৌন্দর্য বৃদ্ধি হয়।



ধাপ-২

IMG_20230205_154251_478.jpg

black.png

  • এরপরে ধাপে আমি গাছের পাতাগুলো বা কান্ডগুলো অংকন করে দিলাম। যদিও পাতার আকৃতি দেওয়া হয়নি তবে বোঝা যেন যায় যে এটি টিকে আছে এজন্য এই সৌন্দর্য প্রদান করা হলো।

  • এরপর গাছের নিচে যে শিকড় থাকে সেগুলো সুন্দরভাবে পেন্সিলের সাহায্যে হালকা করে ঘোষে কালো রং প্রদান করে দেওয়া হলো।



ধাপ-৩

IMG_20230205_154855_923.jpg

black.png

  • এখন এই তৃতীয় ধাপে ঘর অঙ্কন করা হলো দোতলা ঘর। প্রথমে ঘরে প্রথম তেলাওয়াত কাজ সম্পন্ন করলাম সুন্দরভাবে দাগ দিয়ে পেন্সিলের সাহায্যে।

  • ঘরের মধ্যে একটি দরজা এবং জানালাগুলো প্রদান করা হলো। জানালা গুলোর রং প্রদান করা হয়েছে শুধু এক সাইটের জানালা প্রদানের ক্ষেত্রে। তবে ঘরের চাল গুলোর আকৃতি প্রদান করা হয়নি।

  • এরপরে ঘরের পিছন দিয়ে নদী বয়ে গিয়েছে এবং তার পরে যে হালকা কালো রং দেখা যাচ্ছে সেগুলো অন্য একটি গ্রাম এবং গাছপালার ছবি অঙ্কন করা হয়েছে যেহেতু অনেক দূরে এই কারণে বোঝা যাচ্ছে না ঝাপসা ঝাপসা অংকন করা।



ধাপ-৪

IMG_20230205_155406_297.jpg

black.png

  • এই পর্বে দরজার আকৃতি প্রদান এবং দরজার রং এর প্রদান করা হয়েছে। তারপর চালের আকৃতি ঢেউ ঢেউ প্রদান করা হলো। এতে চালের আকৃতি সম্পূর্ণরূপে বোঝা যায়।


ধাপ-৫

IMG_20230205_155730_993.jpg

black.png

  • এই পর্যায়ে দেখানো হয়েছে বাড়ির ঘরের সামনে দিয়ে একটি রাস্তা বয়ে গিয়েছে এবং পাশেই একটি ছোট্ট পুকুর অংকন করা হলো।

  • রাস্তার পাশ দিয়ে এবং পুকুরের পাড় দিয়ে ছোট্ট ছোট্ট ঘাস ফুলগুলো অঙ্কন করা হলো।



ধাপ-৬

IMG_20230205_174636_650.jpg

black.png

  • এখন আপনারা লক্ষ্য করলেন দেখতে পাবেন সামনের গ্রামের পিছনের যে গ্রাম রয়েছে সেখান থেকে ছোট্ট একটি রাস্তা এই গ্রামে অঙ্কন করা হয়েছে যাতায়াতের জন্য।

  • আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে তার অংকন করা হয়েছে। সুন্দর করে তাল গাছের ছবি অংকন করা হয়েছে। আরো দেওয়া হয়েছে বেরিকেট।



ছোট একটি গ্রামের দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করা হলো। কাঠ পেন্সিল এবং বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে এই অংকটি সম্পূর্ণ করা হয়েছে।

TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 2 years ago 
  • আপনি পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটা গ্রাম্য দৃশ্য তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।

  • যার সাথে আপনার লেখাটা পড়ে বেশ ভালো লাগলো,

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you for your attention and support ❤️

 2 years ago 

অনেক সুন্দর আর্ট করেছেন ভাই। গ্রামের দৃশ্য গুলো দেখলে সত্যিই অনেক ভালো লাগে। তবে আপনার আর্টের মধ্যে বাড়ির পিছনের রাস্তা ও জায়গাটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন

 2 years ago 

আপনি তো একদম পিছনের গ্রামের দৃশ্য খুবই সুন্দরভাবে লক্ষ্য করেছেন। হ্যাঁ আসলেই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57913.08
ETH 2452.28
USDT 1.00
SBD 2.36