উত্তপ্ত গরম যেন কমছে না কোথাও!

in Incredible Indialast year

সক্রিয় স্টিমিয়ান বন্ধুরা,
উত্তপ্ত গরমে যেন সকলের অবস্থা আজ নাজেহাল। কেননা দিন দিন বেড়েই চলছে এই উত্তপ্ত গরম! তাপমাত্রা কমছে না বরঞ্চ বেড়েই চলছে। শুধুমাত্র এই উত্তপ্ত গরম নয় বরঞ্চ ঘুমাতে পারছে না মানব সমাজ। বিদ্যুতের অবস্থা খুবই খারাপ।

thermometer-7667847_1280.webp

source

এই প্রচন্ড গরমে বিদ্যুৎ না থাকলে কতটা কষ্ট হতে পারে তা অনুভব করছে প্রত্যেক মানুষ। মানব সমাজ এই অবস্থাতেই শেষ নয় বরঞ্চ অবহেলিত পশুপাখি ও আজ এই গরমে মধ্যে রয়েছে।

বর্তমানে আমি বগুড়ায় অবস্থান করতেছি। এখানে আজকে ৪ ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৭ ডিগ্রিতে। মানুষ কিভাবে টিকে থাকতে পারে সেই তাপমাত্রা! শুধু ৩৭ তেই ক্ষ্যান্ত নয় বরং ৪০ ডিগ্রি পর্যন্ত উঠেছে।

বাতাসের মধ্যে আদ্রতার পরিমাণ বেশি থাকায় মানুষ পর্যাপ্ত পরিমাণে ঘামছে। বাতাসের যত বেশি আদ্রতা থাকবে তত বেশি ঘামবে মানুষ।

planet-4363754_1280.jpg

source

বর্তমানে কারেন্ট যেন নেই বললেই চলে। কেননা কারেন্ট ২৪ ঘন্টার মধ্যে তিন থেকে চার ঘন্টা মত থাকে। শান্তি মত ঘুমাতে পারছে না মানব সমাজ। ঘুমানোর কিছু সময় পর থেকেই মাঝ রাতে দেখা যায় ঘুম ভেঙে যায়। পর্যাপ্ত গরমে ঘুমাতে পারছে না কেউ।

শহরে নেই আনাগোনা মানুষজনের। উত্তপ্ত মরুভূমির মতো যেন শহর হয়ে রয়েছে। রুমের মধ্যেও নেই কারেন্ট। গতকাল ঘোষণা করে দিয়েছে বগুড়া শহরে 48 ঘন্টা গ্যাস সাপ্লাই বন্ধ থাকবে।

চতুর্দিক থেকে যেন হাহাকার। এদিকে বৃষ্টির কোন আভাস নেই। দীর্ঘ তিন থেকে চার মাস হল বৃষ্টির দেখা মিলছে না সঠিক মত। যদিও বৃষ্টি আসে দুই থেকে পাঁচ মিনিট বৃষ্টি হয়েই চলে যায়। সাময়িক সময়ের জন্য বৃষ্টি থাকে এর পরেই যেন আবার সেই গরম। প্রত্যেকদিন বৃষ্টি হয় না দেখা যায় 6-7 দিন পর হঠাৎ করে একদিন বৃষ্টি আবার দেখা যায় 15-20 দিন পর হঠাৎ করে একদিন অল্প সময়ে বৃষ্টি যাহা মানুষকে আরো ক্ষিপ্ত করে তোলে।

thermometer-4295884_1280.jpg

source

এমন সময় কিভাবে আপনাদেরকে বলব আপনারা কেমন আছেন! জানি এই উত্তপ্ত গরম এবং কারেন্ট বিহীন জীবনযাপন চলছে প্রায় সকলের।

আবহাওয়ার এমন অবস্থাতে মানুষ সর্দি কাশিতে ভুগছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা পর্যায়ক্রমে প্রত্যেকটি পরিবার যেন এই আবহাওয়া ঠান্ডা কাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

বিছানায় ঘুমানোর মত অবস্থা যেন আর নেই। উত্তপ্ত গরমে বিছানা গরম হয়ে থাকে তাই মিলছে না ঘরের মধ্যেও স্বস্তিকর ঠান্ডা। বাহিরেও নেই কোন বাতাস। গাছের পাতা যেন স্থির হয়ে আসে। সূর্যের তাপে কৃষক মাঠে যেতে পারছে না। ফসল যেন পুড়ে যাচ্ছে এই রোদের উত্তপ্ত তাপে।

muslim-7059888_1280.webp

source

জানিনা আগামী দিন কেমন হবে! দোয়া করি সৃষ্টিকর্তা আল্লাহ তা'আলা তোমার কাছে, হে আল্লাহ তুমি আমাদের উপর শান্তি ও রহমত বর্ষণ কর। তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো।

TQ.png


About Incredible India

20230521_180359_0000.png

Discord official server

20230521_163109_0000.png

Twitter official account

20230521_163942_0000.png

Instagram official account

20230522_005406_0000.png

Telegram official account

Htq.gif

20230308_075447_0000.png

Sort:  
Loading...
 last year 

আসলে চারপাশে গরমের উত্তপ্ত তা এতটাই বেশি যে,, মাঝে মাঝে মনে হয়! বেঁচে থাকাটাও খুবই অসহনীয় একটা অবস্থা হয়ে পড়েছে।

রাত্রিবেলা ঘুমাতে গেলে কারেন্টের অবস্থা দেখলে,, মাঝে মাঝে মনে হয় পুকুরে গিয়ে পানির মধ্যে বসে থাকি! রাতে ঠিকমতো ঘুম হয় না! দিনে ঘুমানো যায় না! ঘুমের যন্ত্রণায় মাঝে মাঝে মাথা এত প্রচন্ড ব্যথা করে মনে হয় এই বুঝি মাথাটা ছিঁড়ে পড়ে যাবে।

আসলে সৃষ্টিকর্তা ছাড়া আমাদের এই অসহনীয় অবস্থা থেকে,,, আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না! একমাত্র সৃষ্টিকর্তাই আমাদেরকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে পারে,, বৃষ্টির মাধ্যমে! বৃষ্টির পরিমাণটা যদি সামান্য হয়! এর পরেই শুরু হয় আবারও প্রচন্ড গরম।

গরমে মানুষের দুঃখ দুর্দশার কথা এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য,,, আপনাকে অসংখ্য ধন্যবাদ! আসলে এ গরমে কেউই ভালো নেই! যদিও সবাই বলে আমরা ভালো আছি।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, এই গরমের সৃষ্টিকর্তা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এটাই বলব! ভালো থাকবেন!

 last year 

একদমই ঠিক কথা বলেছেন এত পর্যাপ্ত গরম যা বলার বাহিরে। ওই সময় যদি পুকুরে গিয়ে গোসল দেওয়া যায় তাহলে অনেক শান্তি অনুভব করা যাবে। ধন্যবাদ জানাই সুন্দর একটি মন্তব্য উপস্থাপন করার জন্য।

আপনার জন্য অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

এই গরমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। গরম বেশি পড়লে দেশের সবখানে গরম নিয়ে আলাপ শুরু হয়। যেমন এ বছর বৈশাখ আসতে না আসতেই শুরু হয়ে গেল গরম অনুভব ’। মানে উত্তপ্ত আবহাওয়া সারা বাংলাদেশে বয়ে গেছে। ফ্যান ছাড়লে গরম বাতাস সব মিলে অসহ্যকর।
সাধারনত জলবায়ুর পরিবর্তনের ফলে এই ধরনের আবহাওয়া গুলো লক্ষ্য করা যায় ৷ এই প্রচন্ড তাপে মানুষের চলাফেরা থেকে শুরু করে অনেক কষ্ট হয়ে থাকে তাদের ৷ মাঠে তারা কাজ করতে পারতেছে না এই প্রচন্ড রোদের তাপের জন্য ৷ এই রোদে অনেক মানুষ মাথা ঘুরে পরে যেতে পারে ৷ তাই সবাই সাবধানে থাকা উচিত। ছোট ভাই সাবধানে থাকবে।এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবে

 last year 

পোস্টটি সম্পূর্ণ পড়ে অপরূপ সুন্দর একটি মন্তব্য উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

Amigo comprendo por lo que estás pasando en estos momentos la temperatura está muy elevada en su cuidad y espero que mejore su situación en estos días no es fácil estar en un ambiente tan caliente. Saludos y bendiciones.🤗

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68618.96
ETH 2706.18
USDT 1.00
SBD 2.72