হরেক রকমের মিষ্টান্ন খাবার এই শেষ নয়! আরো বিভিন্ন রকমের খাবার আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই চলে এসেছি আজকে।
আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন।
খাবারের কথা শুনলেই কেন জানি নিজেকে আর আঁকড়ে ধরে রাখতে পারি না মন চায় শুধু খাওয়া দাওয়া করতে।
তাইতো আপনাদের সামনে হরেক রকমের খাবার খাওয়ার সময় ছবি তুলে উপস্থাপন করা
প্রথমেই এই খাবারের বিশাল আয়োজনের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম কি কি খাবারের আয়োজন এখানে রয়েছে। প্রথমে দেখলাম মিষ্টির দোকান তারপরে দেখলাম ঝাল মুড়ি মাখা এমনই ভাবে রয়েছে আরও আচার পান পাপড় আরো অনেক রকম বলতে গেলে শেষ নয়।
কি আর করার প্রথমে আমাদেরকে মিষ্টি খেতে হবে কারণ মিষ্টি আমাদের ফেভারিট খাবার। তাই মিষ্টি আগে খাব খাওয়ার পর বিভিন্ন প্রকার ঝাল খাবার গুলো খাব।
- রসগোল্লা মিষ্টি খাওয়ার পর চলে আসলাম জিলাপি খাওয়ার জন্য। গুড়ের জিলাপি বেশ মজাদার। তাই সবাই মিলে হাফ কেজি জিলাপি নিলাম। রসগোল্লা খাওয়ার পরে আবার মিষ্টি জাতীয় জিলাপি বেশি একটা খাওয়া যায় না তারপরেও হাফ কেজি নিয়ে সবাই মিলে খাইলাম।
এরপর চলে আসলাম পিয়াজুর দোকানে। এখানে দেখলাম পিয়াজুল হয়েছে ঝাল মাখা রয়েছে। প্রথমেই পিয়ার জন্য না খেয়ে ঝাল মাখা খেলাম সবাই মিলে।
মিষ্টান্ন খাবার খেতে খেতে মুখ নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে এ কারণে ঝাল না খেলে ঠিক হবে না। তাই ঝাল মাখা খেলাম অর্থাৎ বারো ভাজা।
ঝাল মাখা খাওয়ার পর পিয়াজু খাওয়ার জন্য অধীর আগ্রহে দোকানদারকে দিতে বললাম। দিয়েছো দিতে দেরি শেষ হতে দেরি নেই। আমরা ছিলাম পাঁচজন। যখন সেই খাবারের অনুষ্ঠানে যাওয়ার পর দেখি আরো বন্ধুরা আসছে ওদেরকে দেখে কেমনে খাই। ওদের কেউ ডাক দিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম।
| হরেক রকমের আচার খাওয়ার পর্ব |
- শেষ পর্যায়ে খাবারের দিকে চলে আসলাম। এখন খাব আমরা আচার। এখানেও অনেক রকমের আচার রয়েছে যেমন তেতুলের আচার বড়ই আচার চালতা আচার আমের আচার মরিচের আচার এমনকি বিশ্ব বিখ্যাত খেজুর গাছ আছে। অনেক রকমের খাবার আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে।
আরো অনেক রকমের খাবার খেয়েছি যেগুলোর ফটো ক্লিপ ধারণ করি নাই মোবাইল দিয়ে। এ কারণে সে সমস্ত খাবারের আনন্দময় সময় গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরও যতগুলো ছবি তুলেছি অনেক।
এবার আমরা খাবারের দ্বারপ্রান্তে এসে পৌছালাম। শেষ খাবার কি আমরা ফিনিশিং করে দিচ্ছি পান এর পর্ব দিয়ে। বেশ মজাদার আমার কাছে তবে আমি জর্দা দিয়ে পান খাই না। শেষ পর্যন্ত পানই আমাদের শেষ প্রান্ত খাবারের সমাপ্তি।
কেমন হয়েছে আজকের খাবারের ভিন্নরকম আয়োজন। সবাই মিলে বিভিন্ন রকমের খাবারের আইটেম একসঙ্গে খাওয়া দাওয়া। আজকের মত এ পর্যন্তই আগামীতে আরো সুন্দর সুন্দর ব্লক আপনাদের সামনে উপস্থাপন করব সাথেই থাকুন।
| Device | Name |
| Android | Tecno Spark 7 |
| Camera | 16M Dual camera |
| Location | Bangladesh 🇧🇩 |
| Short by | @jakaria121 |
.gif)
আপনার পোস্ট মানেই খাওয়া দাওয়ার আইটেমে ভরপুর। আপনার পোস্টের খাবারের মধ্যে মিস্টি ব্যাতিত বাকী সব খাবারই আমার পছন্দের মধ্যে রয়েছে। আপনি খাওয়া দাওয়া ও বন্ধুদের সাথে সুন্দর মুহুর্ত গুলো আমাদের সামনে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আমার পোস্টটি পড়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম
অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য।