ফুল গাছের মধ্যে উপকারিতায় ভরপুর

in Incredible Indialast year

আমরা প্রতিনিয়ত বিভিন্ন ফুল গাছ দেখে থাকি। অথচ সঠিক জ্ঞান না থাকায় আমরা এই ফুল গাছগুলো এর সঠিক ব্যবহার করতে পারিনা।

আমরা জানি না এই ফুল গাছগুলোর গুনাগুন সম্পর্কে জানি না এর কার্যকারিতা শুধু জানি এই ফুল গাছে ফুল ফুটলেই সৌন্দর্য দেখা যায়। কিন্তু এর ভেতর যে অনেক মাহাত্ম্য লুকায়িত আছে তা আমরা অনেকেই জানিনা।

IMG_20230224_115032_348.jpg

পাথরকুচি গাছের ফুল

এই ফুল গাছটি হচ্ছে একটি পাথরকুচি ফুল গাছ। তবে আমরা এই পাথরকুচি গাছের কার্যকারিতা সম্পর্কে অনেকেই জানি আবার অনেকেই জানিনা।

আবার অনেকেই আমরা জানি শুধু এর পাতা মাটিতে রেখে দিলে উপর দিয়ে আবার হালকা মাটির ঝুরঝুরে দিলে পরবর্তীতে এই পাতা থেকে আবার গাছের উৎপত্তি হয়।

জানা থাকে না কোন গাছের উপকারিতা না থাকে কোন সঠিক ধারণা। কতই না রোগের নিরামুক হিসেবে এই গাছের কার্যকারিতা অপরিসীম।



IMG_20230224_115357_910.jpg

এই পাথরকুচি গাছ আমরা প্রায় সকলেই চিনে থাকি। আজ এই পাথরকুচি গাছে বিলুপ্তির পথে। দেখা যাচ্ছে না এই গাছের পরিসর দেখা যাচ্ছে না কোন নার্সারিতে কিংবা বাড়ির আঙিনায়।

এখন মানুষ গাছগাছালি রোপনের ক্ষেত্রে কিংবা ঔষধি গাছের ক্ষেত্রে নেই কোন তাগিদ। এই সমস্ত ঔষধি গাছগুলো রাখছে না বাড়ির আঙিনায় কেটে ফেলে দেওয়া হচ্ছে এই সমস্ত ঔষধি দরকারি গাছগুলো।



IMG_20230224_115047_969.jpg



IMG_20230224_115327_957.jpg

চলুন যত্নবান হই এবং ঔষধি গাছগুলো বাড়ির আঙিনায় নার্সারিতে রোপন করি। এদের পরিসর বৃদ্ধি করি। যখন আমরা কোন রোগে আক্রান্ত হই তখন ঔষধের চাইতে বেশি কার্যকারিতা দিয়ে থাকে এই সমস্ত ঔষুধি গাছগুলো।

আর ঔষধ তৈরি করে এই সমস্ত গাছগুলো থেকেই। আল্লাহতালা প্রত্যেকটা জিনিস অহেতুক ভাবে তৈরি করেননি। কোন না কোন প্রয়োজন রয়েছে একটি সাথে আরেকটি। তাই মানুষ একে অপরের পরিপূরক এমনকি গাছ থেকেও মানুষ উপকৃত।



IMG_20230224_115330_425.jpg

উপকারিতা

রোগ প্রতিরোধে পাথরকুচি গাছ অতুলনীয়। পুরানো সর্দিতে এই পাতা রস করে খাওয়ালে সর্দি দূরীভূত হয়। ছোট কিংবা বড় মূত্র রোধে এই পাতা অতুলনীয়।মূত্রনালির যে কোন সংক্রমণে পেট ফাঁপায়, শিশুদের পেট ব্যথায়, রক্তপিত্তে, মৃগী রোগীদের পাথরকুচির রস খাওয়ানো হয়। এমনকি মূত্র নালী থেকে পাথর সরিয়ে দিতে এই পাতার রস ব্যাপক কার্যকারিতা বহন করে।



IMG_20230224_114958_042.jpg

এছাড়াও যে সমস্ত ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এগুলোর অনেক উপকার হয়েছে। তাই আমরা এর উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করি আমাদের ভালো হবে।

হারিয়ে যাচ্ছে এই সমস্ত ছোট ছোট গাছগুলো যেগুলোর অনেক বড় বড় উপকারিতা বিদ্যমান রয়েছে। এমনকি মরণঘাতিক রোগগুলো থেকেও আরোগ্য পাওয়া যায়। তাই আমরা ঔষধি গাছগুলোকে বেশি থেকে বেশি রোপন করি।



IMG_20230224_115006_514.jpg


IMG_20230224_115012_183.jpg


IMG_20230224_115020_895.jpg


TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 last year 

খুবই সুন্দর একটা পোস্ট আমাদেরকে উপহার দিলেন। সত্যি বলতে এরকম ফুলগুলো আর সচরাচর পাওয়া যায় না। সত্যি বলতে যে পাথরকুচি ফুলটা। আমি হয়তো কোথাও দেখেছিলাম কিন্তু খেয়াল নাই। বাট হয়তো ছোটবেলায় দেখেছিলাম।

আরো অনেক কিছুই ফুল আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সত্যি বলতে এইসব ফুল সত্যি বিলুপ্তির পথে। হারিয়ে যাচ্ছে এসব ফুলগুলো। যাইহোক ফুল সম্পর্কিত পোস্টটি করে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন।

 last year 

সচরাচর পাথরকুচি গাছের ফুল অনেকেই দেখে না আমি যেমন এই দ্বিতীয়বার দেখলাম। আমাদের বাড়িতেও এমন গাছ ছিল অনেক বড় হয়েছিল সেই গাছে ফুল এবং বিজ ও ধরেছিল। ধন্যবাদ পোস্ট করার জন্য এবং সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য

Loading...

পাথরকুচি গাছ দেখতে পেলাম অনেকদিন পরে।আর পাথরকুচি গাছের ফুলও এই প্রথম দেখতে পেলাম আপনার পোষ্টের মাধ্যমে।

পাথরকুচি গাছ যে কতোটা উপকারী তা আমি হাড়ে হাড়ে জানি।কারণ আমি যখন ক্লাস এইট এ পরতাম তখন একদিন রাতে আমার খুব পেট ব্যাথা শুরু হয়েছিলো।তখন রাত বাজে আনুমানিক ১১.৩০ এর বেশি।আমার বাবাও বাসায় ছিলো না, তাই ডাক্তারের কাছে নিয়ে যাবার মতোও কেউ ছিলো না।তখন আমার দাদি কোথা থেকে যেন এই পাথরকুচি গাছের পাতা নিয়ে এসে সেগুলো ভালো করে ধুয়ে তারসাথে কিছু লবন দিয়ে আমায় খেতে দেয়।বেশ কয়েকটি খাওয়ার পরে নিজ চোখে দেখতে পেলাম এর কার্যকারিতা।

মাত্র কিছু সময়ের মধ্যেই আমার পেট ব্যাথা সম্পুর্ণ সেরে না গেলেও কিছুটা কমে এলো।ফলে চমার চিৎকার চেচামেচিও কমে গেলো।

তারপর রাত সারে বারোটার পরে আমার বাবা বাসায় এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে।

সেদিন সত্যিই পাথরকুচি পাতা না খেতে পারলে আমার অবস্থা কি হতো ভাবতেও কেমন জনি গা শিওরে ওঠে।কারণ আমার পেট ফুলতে ফুলতে বেশ অনেকটা বড় হয়ে গেছিলো।

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা ঔষধী গাছ সম্পর্কে আমাদের মাঝে একটা উপস্থাপনা তুলে ধরার জন্য।

 last year 

হ্যাঁ ভাই এটা অনেক উপকারী একটা গাছ।আপনি নিজেও প্রমাণিত হয়েছেন এই পাথরকুচি গাছের উপকারিতা সম্পর্কে। জেনে খুশি হলাম যে আপনি এই পাথরকুচি গাছ দ্বারা রীতিমত উপকৃত। ধন্যবাদ জানাই আপনার উপকৃত হওয়ার তথ্য শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাই আপনি ঠিক হয়ে বলেছেন পাথরকুচি ফুল এখন প্রায় বিলুপ্তের পথে সচরাচর একদমই দেখা যায় না এবং অনেক দিন পর আপনার প্রশ্নের মাধ্যমে ফুলটি দেখছি।

আমি আগে থেকেই জানি ফুলটি অনেক উপকারিতা আছে ফুলটি এক কথায় ঔষধি গাছ ফুলটির কোন তুলনা হয় না।

ফুলটি শেষবার দেখেছিলাম ঢাকায় আম্মুর বাসার ছাদের উপরে এটাই আমার দ্বিতীয়বার দেখা ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে অনেক উপকারিতা পোস্ট ভাগ করে নেওয়ার জন্য।

ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য উপস্থাপন করার জন্য। শুধুমাত্র ফুলের মধ্যেই সীমাবদ্ধ নয় এর পাতারও অনেক গুণ রয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60788.02
ETH 2632.71
USDT 1.00
SBD 2.63