ঘাস ফুলের কিছু ফটোগ্রাফি

in Incredible Indialast year

প্রিয় স্টিমিয়াম,
আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে উপস্থাপন করব রেনডম ফটোগ্রাফি।

20230329_162612_0000.png

এখানে যদিও খুব ভালো ফুলগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি তারপরও যে ছবিগুলো এখানে নিয়ে এসেছি ভালো লাগবে আশা করি।

IMG_20230324_180815_051.jpg

এই ফুলগুলো সাধারণত কৃষি জমিতে পাওয়া যায়। কেননা আমরা যখন কৃষি জমি কিংবা যে কোন জমিতেই ঘাস চাষাবাদ করে থাকি তখন এই ঘাসগুলো দেখা যায় এবং দীর্ঘদিন থাকার ফলে সেই ঘাট গুলোতে এই ফুলগুলো হয়ে থাকে।

যখন এই ফুলগুলো বড় হয় তখন আমরা ছোটবেলায় এই ফুলগুলো দিয়ে অন্যকে সুড়সুড়ি দিতাম। কেননা এই ফুলের পাশ দিয়ে দেখা যাচ্ছে চিকন চিকন প্রাপ্তির মত শাল রয়েছে যেগুলো দ্বারা এই অনুভূতি জাগ্রত করে।

বন্ধুদের মাঝে খুবই মজা হতো এই ঘাস এর ফুল দ্বারা। বিশেষ করে যখন স্কুলে পড়তাম তখন এই ফুলগুলো নিয়ে যেতাম ক্লাসে। খুবই সুন্দর দেখা যেত এই ঘাস ফুলগুলো।



IMG_20230324_180809_727.jpg

ফুল আসলে প্রত্যেকটা গাছেই ধরে না আবার কিছু কিছু ফুলের গাছ রয়েছে সেগুলোতে ধরলে সেই গাছ হয়ে যায় ফুল গাছ আবার কিছু গাছ রয়েছে যেগুলোতে ফুল ধরলেও ফুল গাছ বলা হয় না যেমন তার মধ্যে এই একটি।

যদিও সঠিক নাম আমার মনে নাই এই গাছটির তবুও বলছি এই গাছটি তে যখন ফুল ধরে ফুল ধরার পর এটাতে ছোট ছোট গোল গোল ফল ধরে এই ফলগুলো আবার সবুজ রঙের হয়ে থাকে।

আবার কিছুদিন যাওয়ার পর লালবর্ণ ধারণ করে অর্থাৎ এই ফলটি পেকে যায়। এরমধ্যে দানা দানা অনেক থাকে। এই ঘাসগুলো মূলত গরুকে খাওয়ানো হয়।

যদিও সব গরুকে বর্তমান এই খাবারগুলো খাওয়ানো হয় না কেননা বর্তমানে আধুনিক ওষুধ নিয়ে এসেছে বিশ্ব। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি এই গাছগুলোর নাম বলেছিল কাটা খুইরা।

যাই হোক গরু যখন ঘাস খেত না তখন এই কাটা খুইরা তুলে নিয়ে এসে গরুকে কেটে কেটে সিদ্ধ করে খাওয়ানো হতো তাহলে গরুর রুচি বৃদ্ধি পেত তখন সকল প্রকার ঘাস খেত খর খেত।



IMG_20230324_180746_013.jpg

অনেকেই এই গাছটিকে কান খইরি বলে থাকে। যদিও এই গাছটির নাম আমার সঠিক মনে পড়তেছে না।

দেখতে পারতেছেন এই গাছেও কিন্তু ফুল ধরেছে। কিন্তু এই গাছটি কিন্তু কেউ ফুল গাছ বলে সম্বোধন করবে না। এটা কে ঘাস বলেই সম্বোধন করে থাকে আবার যখন কোন কবিরাজ ঔষধ বানানোর জন্য এই গাছটিকে খুজে থাকে তখন এই গাছটির নাম তাদের কাছ থেকেই বেশিরভাগ শোনা যায়।

আবার এই গাছটিকে আয়ুর্বেদিক ব্যক্তিরা ভালো বলতে পারে এই গাছের উপকারিতা সম্পর্কে। কেননা প্রত্যেকটি গাছেরই উপকারিতা রয়েছে তার মধ্যে এই সমস্ত বিলীন হয়ে যাওয়া গাছগুলোর আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যাপক ব্যবহৃত হয়।



IMG_20230324_180323_202.jpg

তবে এই ফুলটি বেশ সুন্দর দেখাচ্ছে। আমার কাছে বেশ ভালই লাগতেছিল এই ফুল। রাস্তার পাশ দিয়ে এই ফুলগুলো বেশ দেখা যায় তবে এই গাছ কেউ ফুলগাছ বলে সম্বোধন করে না।

সচরাচর এই সমস্ত গাছগুলোকে ঘাস বলে সম্বোধন করে থাকে। তবে নাম না জানায় কিছু কিছু ক্ষেত্রে বলে থাকি ওই দেখো ফুল গাছ। এভাবে বলাই হয়ে থাকে মাঝে মাঝে।

তবে এই ফুল গাছগুলোতেও বেশ উপকারিতা রয়েছে। এগুলোও ভালো বলতে পারবে আয়ুর্বেদিক দিয়ে যারা রিচার্জ করে তবে চাইলে আমরা যদি রিচার্জ করি তাহলে অবশ্যই এই গাছগুলো সম্পর্কে জানতে পারবো জানতে পারবো অনেক কার্যকারিতা।



এই ছিল আপনাদের মাঝে রেন্ডম ফটোগ্রাফি উপস্থাপন করা। আশা করি এই ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে আপনাদের।

আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী পড়বে।



TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

20230308_075447_0000.png

Sort:  
 last year 

Muy hermosa las flores silvestres que nos has mostrado, la primera flor que nos mostraste llamo mucho mi atención por su forma, me gustan mucho las flores que marcan la diferencia entre otras y esta es una.

Bonita publicación amigo. Éxitos!

 last year 

Me gusta mucho esa flor porque hemos pasado tantos momentos felices con amigos a través de esa flor y hemos hecho travesuras.

Gracias por visitar mi publicación y dejar un lindo comentario.

 last year (edited)

ছোট ভাই তোমার পোস্টটা পড়ে আমার খুব ভালো লাগলো। আমি তোমার পোস্টটা পড়ে বিভিন্ন অজানা গাছ এবং বিভিন্ন অজানা ফুল সম্পর্কে ধারণা পেলাম এবং ছোট ভাই তোমার পোস্টে কাঁটা খুইরা গাছের কথা বলছো আসলে এই কাটা খুইরা গাছটা খুবই উপকারী এটা বিভিন্ন রোগের ওষুধ হিসাবে কাজ করে থাকে। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য।ভালো থাকবে

 last year 

একদমই তাই এই গাছটাকে কাঁটা খুইরা ই বলা হয় আমাদের গ্রাম্য ভাষায়। তবে বর্তমানে খুব একটা দেখা যায় না সচরাচর। ধন্যবাদ ভাই আমার পোস্টে ভিজিট করার জন্য।

 last year 

Welcome small brother

 last year 

আরে বাহ আপনি তো দেখছি বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার পোস্টের প্রত্যেকটা ফুল অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভাল থাকবেন।

 last year 

আরে বাহ! আপনি তো খুব সুন্দর কমেন্ট করেছেন। ধন্যবাদ।

 last year 

আপনার প্রত্যেক টি ফটোগ্রাফি অসাধারন আর প্রতিটি জিনিসের এক একটি ঔষুধি গুন রয়েছে ৷ আর যেগুলা আমাদের শরীরের জন্য খুবই উপকারি ৷ যাই হোক ভাই এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ৷

 last year 

ধন্যবাদ আমার পোস্ট ভিজিট করার জন্য এবং মন্তব্য উপস্থাপন করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

ধন্যবাদ আমার পোস্ট ভিজিট করার জন্য।

Loading...

আপনি যতগুলো ফুল সম্পর্কে আমাদের মাঝে উপস্থাপন করছে এই ফুলগুলো আমাদের গ্রামেও রয়েছে। আপনি যে গাছকে কান খইরি নামে আমাদের মাঝে তুলে ধরেছেন সেই গাছকে বলা হয় কান শিশে।
এইগাছ যখন ছোট থাকে তখন আমরা রান্না করে খেয়ে থাকি । পোস্টটি অনেক সুন্দর হয়েছে এভাবে সুন্দরভাবে পোষ্ট তৈরি করতে থাকুন। আরো ভালো কিছু করতে পারবেন আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

হ্যাঁ এটা অবশ্য ঠিক যখন একদম ছোট থাকে এই কাজগুলো অনেকেই চেয়ে থাকেন ভাজি করে।
আবার এই নামগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। ধন্যবাদ আমার পোস্টে ভিজিট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61020.40
ETH 2603.09
USDT 1.00
SBD 2.65