বৃষ্টির সময় অতিবাহিত কিছু আনন্দ মুহূর্ত।

in Incredible Indialast year (edited)

প্রিয় স্টিমিয়ান বন্ধুরা,
আজকের এই বিকেল খুবই ঠান্ডা। চারদিকে যেন ঠান্ডা বাতাস বইতেছে। বেশ ভালই লাগতেছিল।

তাই ভাবলাম এই ঠান্ডা আবহাওয়াকে আরও একটু মজিয়ে তোলার জন্য মাঠের মধ্যে বসে থাকলে বেশ ভালো লাগবে কয়েকজন বন্ধু-বান্ধব সাথে।

তাই একটু পর বিভিন্ন মসলা একত্রিত করে একটি সুস্বাদু ঝালা তৈরি করলাম। এতে করে টক আম বেশ সুস্বাদু লাগবে। পরিশেষে সবাই মিলে চলে যাচ্ছি সেই কলেজের মাঠ প্রাঙ্গনে নদীর ঘাটে।

IMG_20230521_181349_650.jpg

যেতে যেতে কলেজের আরও একটি গাছ থেকে মশিউর একটি আম পারলো। যাই হোক আমগুলো নিয়ে মাঠের মধ্য দিয়ে হেঁটে হেঁটে সেই নদীর পাড়ে চলে গেলাম। ওরে আল্লাহ একি দেখলাম, এর আগে যতবার গিয়েছি ততবার দেখেছি নৌকা ওপার ছিল!

আজকে হঠাৎ করেই দেখতে পেলাম নৌকা এই পার রয়েছে। দেখে তো আমরা বেশ আনন্দে আত্মহারা তবে আকাশের অবস্থা বেশ একটা ভালো না। যেকোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে।

IMG_20230521_181327_266.jpg

যখনই সজীব নৌকায় উঠল ওরে আল্লারে নৌকায় একদম পানি ভর্তি হয়ে আছে, ভয় পাচ্ছিলাম হয়তো ডুবে যাবে কেননা আমরা চারজন রয়েছি। যখনই সজিব নৌকায় উঠল তখনই নৌকার মধ্যে আরও একটু পানি ঢুকলো, যেহেতু কাঠের নৌকা। এরপর আবার শরিফুল উঠল তারপরে আমি উঠলাম, একটু একটু করে পানি উঠতে ছিল তবে ভেসে থাকার মত আছে সমস্যা হয়নি।

বসতে চাচ্ছি ঠিক সেই মুহূর্তে নৌকা মাঝি চলে আসলো বলতেছে আমাকে এখন ওপার চলে যেতে হবে তোমরা নামো। এরপর সেখানেও থাকতে পারলাম না, এছাড়াও তখন বৃষ্টির পানি পড়তে ছিল সে কারণেও থাকার মত পরিস্থিতি হলো না।

IMG_20230521_181400_582.jpg
সবকিছুর দিক বিবেচনা করে চলে আসলাম কলেজের সামনে দিয়ে হোস্টেলে। যেহেতু সেখানে বসে থেকে খাইতে চাইছিলাম ঝালা দিয়ে আম সেটা আর হলো না।

তাইতো হাইটা হাইটা আসতেছি এবং সেই আমগুলো ঝালা দিয়ে খাচ্ছি। আমি আবার টক বেশি খাইতে পারিনা তারপরেও বন্ধু-বান্ধবদের সাথে একটু খাওয়া দাওয়া।



রুমে চলে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। অল্পের জন্য বৃষ্টিতে ভেজি নাই। পরিশেষে হোস্টেল ডরমেটরি তে এসে পৌছালাম। তখন আম হাতে আরও এক দুইটি আম ছিল। সেই আমগুলো আবার রুমের মধ্যেই বিভিন্ন মসলা গুলো দিয়ে তার সাথে সরিষার তেল যুক্ত করে বেশ সুন্দরভাবে মাখানো হয়েছে।

IMG_20230521_181523_049.jpg

দেখতে যেমন মজা এবং খেতেও তেমন মজা। তবে একটু ঝাল হয়েছে। তবে তখন বেশ বৃষ্টি হচ্ছিল ঠান্ডা আবহাওয়া একটু শীতল অনুভূতি, এই সময় খেতে বেশ দারুন ঝাল দিয়ে আম। একেকজন খাচ্ছে উফ্ কি যে মজা।

একেকজনের চেহারা দেখলে কি অবস্থা আল্লাহ! আমারও অবস্থা খুব করুন। আম টক আছে এবং একটু ঝাল হয়েছে। যে কারণে কপাল গুচি লেগে যাচ্ছে। তবে এটা সকলের ক্ষেত্রেই সচরাচর হয় কেননা টক এমনই।

IMG_20230521_181520_198.jpg

তবে টক যেমনই হোক না কেন বেশ মজা দার একটি খাবার। তবে যাই বলোনা কেন জিহ্বায় জল আসার মত এত স্বাদ। এমন কোন ব্যক্তি নেই, যারা টকের নাম শুনলে খেতে ইচ্ছে করে না। তবে কিছুটা ব্যতিক্রম থাকে এটা স্বাভাবিক।

বন্ধুদের ছবি শেয়ার করার পূর্বে তাদেরকে বলেছি বন্ধু এই ছবিগুলো দিলে আরো একটু মজা হবে, বলল ঠিক আছে দিয়ে দে। এটার একটা বেশ মজাদার। খাবার সময় কি অনুভূতি সৃষ্টি হয় তা শেয়ার করা হয়েছে।

আমরা যখন ঝাল মুড়ি কিংবা আনারস মাখা এছাড়াও পেয়ারা মাখা খায় তখন কিন্তু এই সমস্ত বিভিন্ন মসলা ব্যবহার করে ঠিক ঐরকম মসলা তৈরি করা হয়েছিল এই আম বানিয়ে খাওয়ার জন্য।

ধন্যবাদ জানাই শেষ অব্দি আমার এই পোস্ট মনোযোগ সহকারে পড়ার জন্য। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী কোন একটি নতুন লেখনীতে।

TQ.png


About phone
Camera:- 16MP Dual camera
Android:- Tecno Spark 7
Location:- Bangladesh
Short by:- jakaria121


About Incredible India

20230521_180359_0000.png

Discord official server

20230521_163109_0000.png

Twitter official account

20230521_163942_0000.png

Instagram official account

20230522_005406_0000.png

Telegram official account

Htq.gif

20230308_075447_0000.png

Sort:  
 last year 

অনেক সুন্দর একটি পোস্ট বিশেষ করে আম মাখানো জানি খুব টেস্ট রয়েছে এতে অনেক সুন্দর

Loading...
 last year 

দারুন সুন্দর হয়েছে ভাই আপনাদের আম মাখা ৷ আপনারা সব বন্ধুরা মিলে আমের ঝাল মাখানো আচার বানিয়ে খাচ্ছেন সবাই মিলে ৷ খুবই ভালো লাগলো দেখে ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বৃষ্টির সময় বন্ধুরা মিলে আম প্রচুর পরিমাণে ঝাল দিয়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম! সেটা দেখলাম আজকে আপনারা আম বানিয়ে খেয়েছেন! তাও আবার আপনার বন্ধুদের সাথে।

আপনাদের আম বানিয়ে খাওয়ার দৃশ্যটা পড়ে এবং দেখে! আমার নিজেরও আম বানিয়ে খাওয়ার ইচ্ছে জাগলো! তাই দেরি না করে টকটকে লাল মরিচ দিয়ে,,, আম বানালাম এবং সবাই মিলে খেলাম।

বন্ধুদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা,,, এত সুন্দর করে আমাদের সাথে উপস্থাপন করার জন্য!আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন।

 last year 

হ্যাঁ মোটামুটি বৃষ্টির সময় সুন্দর মুহূর্ত কাটিয়েছি এই হালকা ঝাল দিয়ে টক আম খাওয়ার সময়।

 last year 

ধন্যবাদ প্রিয় ভাই অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন সে বিষয়ে নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে বন্ধু-বান্ধবের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে বেশি স্মৃতি হয়ে থাকবে।

আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনার ছাত্র জীবন অনেক মজার একটি জীবন পার করছেন। আপনাদের সবার জন্য শুভেচ্ছা রইল। ভবিষ্যতে ভালো ভালো ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন আশা করি।

ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপনার ছাত্র জীবন আরো অনেক সুখময় হোক এই প্রত্যাশা করি।

 last year 

সকলেরই প্রায় ছাত্র জীবন মনে পড়ে, যদিও এখনো অনেকেই আমরা ছাত্র। বিশেষ করে হোস্টেল কিংবা ম্যাচে কাটানো মুহূর্তগুলো।
আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন।

 last year 

Amigo se ve que pasaste un día muy divertido con tus amigos a pesar del frío por la lluvia y el mago se ve delicioso. Estos momentos son únicos y hay que disfrutarlo se ve que la pasaste chévere. Saludos y bendiciones.🤗

 last year 

Absolutamente. Los amigos se divirtieron mucho y comieron en el clima frío como la lluvia. Gracias por su atención.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65697.93
ETH 3342.39
USDT 1.00
SBD 2.63