পাইরোমেট্রিক কোন ইকুইভ্যালেন্ট সম্পর্কে ধারণা

in Incredible Indialast year

সক্রিয় স্টিমিয়ান,
সকলের আশীর্বাদ কামনা করে, আমি আমার লেখা আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি।

আমি আপনাদের মাঝে আজকে পাইরো মেট্রিক কোন ইকুইভ্যালেন্ট এর কিছু বিষয় নিয়ে তুলে ধরতে চলেছি।

20230518_012327_0000.png

Design by Canva

পাইরোমেট্রিক কোন ইকোভ্যালেন্ট এর সংকেত: P.C.E

প্রথমে বুঝতে হবে পাইরো মেট্রিক কোন ইকুইভ্যালেন্ট কি? এটা মূলত তাপমাত্রা নির্ণয়ের একটি মাধ্যম। যখন সিরামিক শিল্পের কাঁচামাল দ্বারা দ্রব্য তৈরি করা হয় তখন আমাদেরকে দেখতে হবে এই কাঁচামাল গুলো বা ম্যাটেরিয়ালস গুলো এর তাপমাত্রা কত!

ম্যাটেরিয়ালস এর গলন তাপমাত্রা নির্ণয়ের সঠিক পদ্ধতি হচ্ছে পাইরো মেট্রিক কোন ইকুইভ্যালেন্ট।

যখন আমরা এই ম্যাটেরিয়ালস দ্বারা কোন ব্রিক উৎপাদন করব তখন এই ব্রিক কোন ফার্নিস অর্থাৎ বয়লার বা উচ্চ তাপমাত্রা যুক্ত জায়গায় ব্যবহার করার ক্ষেত্রে এই পাইরো মেট্রিক কোন ইকুইভ্যালেন্ট চেক করা অত্যন্ত প্রয়োজন।

png_20230518_013009_0000.png

Design by Canva

রিফ্রাক্টরি ব্রিক এর গলন তাপমাত্রা নির্ভর করে কাঁচামাল বা ম্যাটেরিয়ালস এর উপর। যে মেটেরিয়ালস এর গরম তাপমাত্রা যত বেশি হবে সেই ম্যাটেরিয়ালস দ্বারা তৈরিকৃত দ্রব্য বা ব্রিক এর তাপমাত্রা কত বেশি হবে।

যখন উৎপাদনকৃত রিফ্রাক্টরি ব্রিক দ্বারা কোন বয়লার কিংবা আগুনের চুল্লিতে কোন কিছু পোড়ানো হবে তখন খেয়াল রাখতে হবে যেন সেখানে যেই দ্রব্য পোড়ানো হচ্ছে সেই দ্রব্যের তাপমাত্রা ওই রিফ্রাক্টরি দিকের তাপমাত্রা অতিক্রম না করে। এমন ধরনের দ্রব্যাদি পোড়ানোর জন্যই সেই চুল্লি বা বয়লার উপযুক্ত করে নিতে হবে এবং দ্রব্যাদি নিয়ে আসতে হবে।

যখন কোন ইন্ডাস্ট্রির মালিক এ বিষয়গুলো খেয়াল করে এই সমস্ত আগুনের চুল্লি কিংবা বয়লার প্রস্তুত করবে তখন অবশ্যই ভালো মানের দ্রব্যাদি সেখান থেকে এক্সপোর্ট এর আশা করবে।

IMG_20230517_005825_429.jpg

কেননা তার জানা আছে তার ইন্ডাস্ট্রি কিভাবে পরিচালিত হচ্ছে এবং আমি কি ধরনের ইনপুট দিয়েছিলাম। কেননা যেমন ধরনের ইনপুট দেওয়া হয় ঠিক তেমনি আউটপুট পাওয়া যায়।

তাহলে আমরা যখন ভালো দ্রব্যাদি তৈরি করতে চাই তখন অবশ্যই সেই দ্রব্যের ম্যাটেরিয়ালস কি ব্যবহার করি তার ওপর ডিপেন্ড করে এবং আমি কোন ধরনের বয়লার কিংবা আগুনের চুল্লিতে সেই দ্রব্যাদি স্থায়িত্ব প্রদান করি।

কেননা আগুনের চুল্লিতে তার স্থায়িত্ব দেওয়ার সক্ষমতা সেখান থেকেই সৃষ্টি হয়। যত তাপ দেওয়া যাবে সে দ্রব্য তত স্থায়িত্বশীল হবে অবশ্যই ম্যাটেরিয়ালস ভালো হতে হবে এবং তাপ সহনীয় হতে হবে।

যে যেমন মান উন্নয়ন করতে চাই সে ঠিক তেমনি পরিশ্রম করবে এবং সেই সেই ধরনের ফল গ্রহণ করবে। তাইতো পাইরোমাট্রিক কোন ইকুইভ্যালেন্ট এই কোণের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা যায় যে কত তাপমাত্রা দেওয়া যাবে এবং তা সহনশীল।

পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এ পর্যন্তই আমার লেখা ব্যক্ত করছি। ভালো থাকুন সুস্থ থাকুন।

TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16MP Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

20230308_075447_0000.png

Sort:  
Loading...

Congratulations...


Your quality content follows the Team 4 curation guidelines.

BRINGING MUSIC TO YOUR EARS.gif

Curated by : @radjasalman

 last year 

Thank you for rating my article.@ radjasalman

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66049.89
ETH 3374.89
USDT 1.00
SBD 2.63