সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শুধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না।

in Incredible Indialast year

প্রিয় শুভাকাঙ্ক্ষী,
আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন।

dream-big-work-hard-5556539_1280.webp

source

কঠোর পরিশ্রম মানুষের সফলতা বয়ে আনে। উদাহরণস্বরূপ যখন কৃষক তার মাঠে ফসল ফলায় তখন তাকে অনেক কঠোর পরিশ্রম করত। কেননা কঠোর পরিশ্রম ছাড়া ফসল উৎপাদন করা সম্ভব নয়।

একজন কৃষক যখন মাঠে ফসল ফলাতে যায় তখন তাকে ফসল উৎপাদন করার জন্য মাঠকে পরিচর্যা করতে হয়। এরপর ফসল অনুযায়ী মাঠকে নিরানীর মাধ্যমে উর্বর করে নিতে হয়।

এরপর সেই মাঠের মধ্যে নির্ধারিত ফসল রোপন করতে হয় বা বীজ বপন করতে হয়। এরপরেই ক্রম ধারায় মাঠ থেকে ফসলের গাছ গজিয়ে ওঠে। এরপরেই কিন্তু ফসল হয় না! সেই গাছ কে আরো পরিচর্যা করতে হয় পানি দিতে হয় সার প্রয়োগ করতে হয় কীটনাশক দিতে হয় পোকা মাকড় দমন করার জন্য।

tree-5725540_1280.jpg

source

এভাবে একটি মাঠ থেকে উৎপাদিত ফসল পরিপূর্ণতা লাভ করে কৃষকের কঠোর পরিশ্রমে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে।

এতকিছু করার পরেও যখন ভালো ফলন না হয় তাহলে বুঝতে হবে হয়তো বা আমার পরিশ্রমের কোথাও ঘাটতি ছিল।

এটি একটি ব্যর্থতা। আমি সঠিকভাবে মাঠকে পরিচর্যা করতে পারিনি ফসল উৎপাদনের ক্ষেত্রে। তবে হাল ছেড়ে দিলে সেখানেই সমাপ্তি।

missing-7072170_1280.png

source

হাল ছেড়ে নয় বরং কেন উৎপাদন কম হল এগুলো খুঁজে বের করা এবং পরবর্তীতে যেন দ্বিগুণ ফলন উৎপাদন হয় সেই লক্ষ্যের কাজ করা। হাল ছেড়ে দেওয়া যাবে না বরং পরিশ্রম করতে হবে তবেই ভালো ফলন উৎপাদন সম্ভব।

কনরাড হিলটন বলেন,
সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শুধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না।

ঠিক তদ্রূপ একজন ব্যক্তি যখন লেখাপড়া করে তখন তাকে মেধা শক্তি দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে হয়। এখানে শরীরের শক্তি কিংবা গরম দেখে কখনো লেখাপড়ার মান যাচাই করা যায় না।

books-1204029_1280.jpg
source

যখন একজন শিক্ষার্থে তার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত লেখাপড়া করে যায় একদিন দেখা যাবে শেষ সফল হবে।

সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে পরিশ্রম বা মেধা শক্তি কাজে লাগানো হচ্ছে তা বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করা হয় অর্থাৎ ক্লাস টেস্ট বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা।

তখন যদি ব্যর্থ হয়ে যায় সেই ব্যক্তি তাকে বুঝতে হবে আমাকে আরো পড়তে হবে বা পরিশ্রম করতে হবে। কেননা আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আরো কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যা এই ক্লাস টেস্ট বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমি বুঝতে পারি।

পড়াশোনার মধ্যেও অনেক সময় ব্যর্থতা দেখা যায় তবে সেই ব্যর্থতাকে দূরে সরাতে হবে এজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে মেধা শক্তি দিয়ে।

book-1835799_1280.jpg
source

কিন্তু কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। যখনই ব্যর্থতা আসবে তখন যদি কেউ হাল ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে সে নিজের উপর আত্মবিশ্বাসী নয়। নিজেকে আত্মবিশ্বাসী ভাবে গড়ে তুলতে হবে এবং ভুলগুলোকে ধরতে হবে।

যে ব্যক্তি নিজের ভুলগুলো ধরতে পারে এবং সেই ভুলগুলোকে শুধরে নিতে পারে কেবলমাত্র সেই পারবে তার জীবনের লক্ষ্য অর্জন করতে।

ব্লগটি ভিজিট করার জন্য ধন্যবাদ

TQ.png


About Incredible India

20230521_180359_0000.png

Discord official server

20230521_163109_0000.png

Twitter official account

20230521_163942_0000.png

Instagram official account

20230522_005406_0000.png

Telegram official account

Htq.gif

20230308_075447_0000.png

Sort:  
 last year 

সফল মানুষ কাজ করে এগিয়ে যায়। ভুল করে ভুল শুধরায় ঠিক কথা বলেছো ছোট ভাই। কারন জিবনে ব্যর্থ হলে হাল ছাড়া যাবে না। কঠোর চেষ্টা করতে হবে তাহলে ইনশাআল্লাহ সফল হওয়া যাবে। কারন এই জীবনে কিছু পেতে হলে কিছু তো হারাতে হবে? তাই যদি কিছু না করে মনে মনে চিন্তা করতে থাকি আমি সফল হব এটা কখনোই সম্ভব না।তার জন্য অবশ্যই পরিশ্রমের প্রয়োজন আছে যদি পরিশ্রম না করি তাহলে কিভাবে পাব সফলতা।সেই ব্যক্তি সফল ব্যক্তি যে কঠোর পরিশ্রম করে সফল হয়েছে। বিনা কষ্টে কিছু পাওয়া যায় না। কথায় আছে না কষ্টে করলে কেষ্ট মেলে। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

Loading...
 last year 

Amigo tienes toda la razón la persona exitosa comete muchos errores pero también aprende de ellos y nunca se rinde si fracasa al contrario sigue adelante para poder alcanzar los objetivos. Saludos y bendiciones.🤗

 last year 

Gracias por notar mi publicación y dejar buenos comentarios.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 63049.68
ETH 3022.53
USDT 1.00
SBD 2.50