পরীক্ষার শেষ মুহূর্তে চলে এসেছি।

in Incredible India10 months ago
20230809_193111_0000.png
Design by Canva

দেখতে দেখতে প্রাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে গেল। বিভিন্ন কারণবশত পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে। যদি সময়গুলো পরিবর্তন না হতো তাহলে হয়তো বা পরীক্ষা শেষ হয়ে যেত।

যাইহোক বিভিন্ন রাজনৈতিক পরিবেশ বা বিভিন্ন কারণবশত পরীক্ষার সময় বা রুটিন পরিবর্তন করা হয়েছে। সৃষ্টিকর্তা আল্লাহতালা যা করেন সবকিছুই মঙ্গলের জন্য করেন। দেখতে দেখতে পরীক্ষা শুরু হয়ে গেছে, আজ প্রায় শেষের দিকে।

IMG_20230809_090221_408.jpg

প্রাকটিক্যাল পরীক্ষা মানে কি? অর্থাৎ আমরা বর্তমান যেই পর্বে রয়েছি, সেই পর্বে আমরা কি শিক্ষা অর্জন করেছি, সেই শিক্ষার উপর ভাইবা হবে এবং প্রাকটিক্যাল কাজগুলো যে করেছি সেগুলোর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।

দেখা যাচ্ছে আমরা সপ্তম সেমিস্টারের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থী এছাড়াও রয়েছে প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার পঞ্চম সেমিস্টার। সকল ডিপার্টমেন্টেরই প্রাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে গেছে।

সকালবেলায় আমরা ক্যান্টিন থেকে খাবার গ্রহণ করার পর কিছু সময় বসে রয়েছি কলেজ বাস কখন নিয়ে যাবে আমাদের সেই পরীক্ষার হলে অর্থাৎ যেখানে আমাদের হল নির্ধারণ করা হয়েছে বগুড়া পলিটেকনিক।

IMG_20230809_110159_690.jpg

বসে থেকে বন্ধুদের সাথে আলোচনা করতেছি, এইতো আমাদের পরীক্ষা শেষের দিকে, কে কোথায় চলে যাবে আর দেখা হবে না এমন হবে একসাথে গল্প করার মত সময় হবে না হয়তোবা। সবাই চলে যাবে কর্মজীবনে।

যাই হোক সবকিছু পরিস্থিতি মানিয়ে নিতে হয়। ছেড়ে যেতে ইচ্ছে করবে না তার পরেও কোন কিছুই করার নেই। যোগাযোগ হবে কথা হবে কোন সমস্যা নেই।

পরিশেষে কলেজ বাসে করে চলে গেলাম বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এ। সেখানে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম শিক্ষার্থী দিয়ে ভরপুর। প্রতিষ্ঠান বিশাল বড়।

IMG_20230809_090222_981.jpg

যেহেতু প্রাকটিক্যাল পরীক্ষা সে ক্ষেত্রে মোবাইল নিয়ে যাওয়ার অপশন রয়েছে তাই আপনাদের সাথে এই ছবিগুলো শেয়ার করতে পারতেছি। এরপরেও অনেক সাবধানতার সহিত রাখতে হয় মোবাইল।

শরিফুল কে বললাম তুই একটু সেলফি উঠা সবাই মিলে। শরিফুল সেলফি নিলো। এখানে বেশ কয়েকজন বন্ধু রয়েছি এবং ম্যাম রয়েছে।

যাইহোক আমাদের কিছুক্ষণের মধ্যেই ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে এবং আমাদের যে প্রাকটিক্যাল কাজ করা হয়েছে সেগুলো এসাইনমেন্ট স্যারদের কাছে জমা দিলাম স্যারেরা দেখল।

IMG_20230809_090233_249.jpg

এভাবে সকাল দশটা থেকে দুপুর বারোটা অব্দি আমাদের বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে অবস্থান করতে হয়েছে। কেননা অনেক শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে এসেছে। এ কারণেই অনেক সময়ের ব্যাপার।

আমাদের আগামী কালকেও পরীক্ষা রয়েছে। আমাদের সাথে সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী অর্থাৎ সজীব, মশিউর, আশিক, কিরণ, সালাম, বকুল, ইমন, তৌকির, এছাড়াও আরো বন্ধুরা ছিল। এরা সকলেই মিলেই একসাথে কলেজ বাসে করে গিয়েছি। এছাড়াও আরো ছোট শিক্ষার্থীরাও রয়েছে।

যাই হোক প্রাকটিক্যাল পরীক্ষার জন্য যে পূর্ব প্রস্তুতি নিতে হয় সেগুলো আমরা অবশ্যই নিয়েছি। এরপর আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করেছি সেগুলো ভালোভাবে লিখেছি এবং চেক করেছি। এরপর ফাইল ক্রয় করে নিয়ে এসে তার মধ্যে করে নিয়ে যেতে হয়েছে।

IMG_20230808_211636_102.jpg
IMG_20230808_211708_227.jpg
IMG_20230808_211650_312.jpg

কেননা সব কিছুরই একটি সিস্টেম রয়েছে সৌন্দর্য রয়েছে। সেই ফাইলের দ্বারা উপকৃত হওয়া যায় যে, কোনভাবেই সেই এসাইনমেন্ট লেখার কাগজ ছিড়ে না যায় বা কোন প্রকার নষ্ট না হয়।

সবাই এসাইনমেন্ট লেখায় ব্যস্ত হয়ে পড়েছে। এরপর সেই কোট ফাইল ক্রয় করার জন্য দোকানে যেতে হয়েছে এবং ক্রয় করা হয়েছে। অনেক কোট ফাইল দরকার।

IMG_20230808_211613_544.jpg
IMG_20230808_211643_229.jpg

সিরামিক ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের ছয়টি প্রাকটিক্যাল পরীক্ষা ছয়টি করে দরকার কোট ফাইল এর। এভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং প্রথম থেকে সপ্তম পর্ব অবধি সকলেরই দরকার।

সবাই দোকানে গিয়ে কিনে নিয়ে এসেছে। যাই হোক পরিশেষে এটাই বলব পরীক্ষার এই কয়েকটি দিন বেশ ব্যস্ততার মধ্যে ছিলাম। যত সুদূর সম্ভব আগামীকাল আমাদের সিরামিক ডিপার্টমেন্টের প্রাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে যাবে।

ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে আমার এই লেখাটি অনুধাবন করার জন্য।

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Sort:  
Loading...

দেখতে দেখতে প্রাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে গেল


করোনার পরবর্তী সময়গুলোতে ভাই প্রত্যেকটি ছাত্র কে একই ভোগান্তিতে পড়তে হচ্ছে পরীক্ষা শুধু পিছিয়ে যাচ্ছে তো পিছিয়ে যাচ্ছে।
আবার পরীক্ষা শুরু হলে দেখতে দেখতে শেষ হয়ে যায়। আপনার পরীক্ষার ভালো ফলের কামনা করছি এবং আপনার জন্য শুভকামনা রইল।

 10 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 10 months ago 

অনেক সুন্দর পোস্ট। স্কুল জীবনের সৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

 10 months ago 

আপনার পরীক্ষার ভালো ফলের কামনা করছি ।শুভকামনা রইল আপনার জন্য ।

 10 months ago 

ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

শুনে ভালো লাগলো আপনার পরীক্ষা প্রায় শেষের দিকে। আসলে জীবনে যেটা শুরু আছে সেটার শেষও আছে, এটাই সবচাইতে বাস্তব কথা।

অনেক কারণেই আপনাদের পরীক্ষা পিছিয়ে গেছে ,কিন্তু পরীক্ষা হয়েছে। যদি আরো পিছিয়ে যাইতো পরীক্ষা কিন্তু হইতো, কারণ সময় কখনো বসে থাকে না, সময় সময়ের মতোই চলতেছে। দেখতে দেখতে পরীক্ষা শুরু হয়েছে, আবার দেখতে দেখতে পরীক্ষা শেষ খুব আনন্দ শেষ কথাটা শুনে।

আপনার জীবনের আনন্দ মুহূর্ত, আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

Amigo se ve que fue un día de muchos examen y un poco ajetreado, te deseo muchas suerte en el resultado. Saludos y bendiciones.🤗

 10 months ago 

Gracias por los buenos deseos y bendiciones.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64354.36
ETH 3507.50
USDT 1.00
SBD 2.54