এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবো না || আর হবেনা খাদ্যের সংকট।

in Incredible Indialast year (edited)
আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন এবং সুস্থ আছেন
pexels-joão-jesus-1084542.jpgimage source
আপনাদেরকে আরো একটু সুস্থ এবং সাবলীল রাখার জন্যই এই পরিকল্পনা। চলুন দেখি কি পরিকল্পনা আমাদের।
IMG_20221228_143227_784.jpg
কাজের সময়

প্রথমেই বলবো যে সমস্ত জায়গা ফাকা রয়েছে অর্থাৎ অনাবাদি জমি, সেখানে আমাদের চাষাবাদ করতে হবে। তাহলে দেখতে হবে আমাদের বাড়ির আশেপাশে কোথায় কোথায় ফাকা জায়গা রয়েছে। সেই জায়গাগুলো শনাক্ত করতে হবে এবং চাষাবাদের জন্য উপযুক্ত করে নিতে হবে।

IMG_20221228_143341_587.jpg
রঙিন পাতাকপি
IMG_20221228_143217_447.jpg

হয়তোবা সেই জায়গাগুলো উপযুক্ত নয়। তাহলে আমাদেরকে সেই জায়গাগুলোকে পরিচর্যা করতে হবে। যথেষ্ট পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে অর্থাৎ উপযুক্ত করার জন্য যত কিছু প্রয়োজন সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে সঠিক পন্থায়।

IMG_20221228_143329_565.jpgপাতা কপি
IMG_20221228_143314_300.jpg ফুল কপি

এখন আমাদেরকে দেখতে হবে সেই জায়গায় আমরা কোন ধরনের সবজি কিংবা দৈনন্দিন খাবারের তালিকায় যে সমস্ত খাবার গুলো রাখি; এগুলোর মধ্যে চাষাবাদ করা যায় কিনা। এগুলো পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অনুপাতে জমির পরিচর্যা করে উপযুক্ত করার পরে বীজ বপন করতে হবে। আমাদের উপযুক্ত তালিকাভুক্ত সবজিগুলো যেন সেখান থেকে পেতে পারি।

IMG_20221228_143223_311.jpg ফুল কপি কপি
IMG_20221228_143235_500.jpgপাতা কপি

এই জমিগুলো হতে পারে আপনার বাড়ির আঙ্গিনা, হতে পারে আপনার অফিস, আদালতের পাশে যে সমস্ত জায়গাগুলো ফাঁকা থাকে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও। এটি লজ্জা পাওয়া যাবে না। আমাদেরকে মুক্ত খাবার ভক্ষণ করতে হবে।

IMG_20221228_143400_527.jpg
ফুল কপি
IMG_20221228_143333_583.jpg
ফুল কপি

বাজারে যেখানেই চোখ রাখেন না কেন সেখানেই দেখা যায় ফরমালিন আর ফরমালিন। খাবারের মধ্যে সবচাইতে বেশি ফরমালিন যুক্ত থাকে। এজন্যই বর্তমানে প্রত্যেকটা মানুষ অসুস্থতায় ভুগতেছে। আর এই অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য ফরমালিন মুক্ত খাবার খেতে হবে। এখন বাজারে আর ফরমালিন মুক্ত খাবার পাওয়া যায় না। তাই আপনাকে নিজেকেই চাষ করে নিতে হবে। তাই বললাম লজ্জা নয় সুস্থ থাকুন।

আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের কোন জায়গা ফাঁকা রাখিনি। আপনাদের সাথে সমস্ত ছবিগুলোই শেয়ার করা হয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় এই সমস্ত সবজিগুলো চাষাবাদ করা হয়। তাই নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ থাকার সাহস দিন। অন্যকে সুস্থ থাকার সাহস দিন অর্থাৎ নিজেই যেন নিজের পরিবারের দৈনন্দিন খাবারের তালিকাভুক্ত সবজি গুলো নিজেদের আঙ্গিনা থেকেই পেতে পারি।

IMG_20221228_143249_349.jpg আমি সহ

উপরোক্ত কথা থেকে আমরা আমাদের দৈনন্দিন শাকসবজি আমরা নিজেরাই যেন আমাদের জমি থেকে কিংবা বাসা বাড়ির আঙ্গিনা থেকে চাষাবাদ করতে পারি। শরীরকে সুস্থ রাখার জন্য ফরমালিন মুক্ত খাবার অপরিহার্য। উপরোক্ত নিয়ম-কানুন যদি আমরা নিজেরাই তৈরি করি। যদি নিজেদের পরিবারে এই পদক্ষেপ নিতে পারি তাহলে যেমন শরীর সুস্থ থাকবে তেমনি অর্থের সংকট দূর হবে। সবাইকে বুঝার তৌফিক দিয়ে দাও সৃষ্টিকর্তা (আল্লাহ তাআলা)। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকুন এই বলে বিদায় নিচ্ছি অন্য কোন একদিন আবার দেখা হবে।

butterfly.gif

20221224_113904.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh
Short by@jakaria121

এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবো না

writing.gif

Sort:  

TEAM 5 CURATORS

This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags.
Curated by: @shohana1

BRINGING_MUSIC_TO_YOUR_EARS.gif

 last year 

Thank you for your support.

Loading...
 last year 

খুব ভালো এবং প্রয়োজনীয় একটি বিষয় তুলে ধরেছেন আপনি আপনার লেখার মধ্যে দিয়ে। প্রথমত আমি আপনাকে আপনার এই ভাবনার জন্য কুর্নিশ জানাই। আমাদের আশেপাশে যেকোনো ফাঁকা জায়গা যদি আমরা এইভাবে কাজে লাগাতে পারি তাহলে,আমরা যেমন বিনা ক্যামিকেলে উৎপাদিত সবজি খেয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো। তেমনি আবার আমাদের অর্থ ও কম ব্যয় হবে।
আপনার কলেজে উৎপাদিত ফুলকপি ও পাতাকপি গুলো দেখেই ভীষন ফ্রেশ মনে হচ্ছে। ভালো থাকবেন।

 last year 

আপনাকে ধন্যবাদ আমার পোস্ট অনুযায়ী খুব সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 69121.30
ETH 3739.33
USDT 1.00
SBD 3.75