একজন ঘটকের দৃশ্য অঙ্কন করা হলো।

in Incredible India2 years ago
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একজন ঘটকের দৃশ্য অংকন করে।

আসসালামু আলাইকুম সম্মানিত লেখক লেখিকা বৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি।

ঘটকের কাজ হচ্ছে পাত্র এবং পাত্রী খুঁজে দেওয়া। প্রত্যেক দিনের মতো এই ঘটক তার কাজ করে যাচ্ছে। একজন পাত্র এবং একজন পাত্রীকে একত্রিত করে বিবাহবন্ধনে আবদ্ধ করিয়ে দিচ্ছে সামাজিকতা বজায় রেখে।

IMG_20230120_183033_238.jpg

ঘটক একজন পাত্রীকে পাত্রের খোঁজ দিতে বেরিয়ে পড়েছে। কাল্পনিকভাবে প্রতি মধ্যে একটি ছবি অংকন করে আপনাদের সাথে উপস্থাপন করা।

সাধারণত ঘটক সাদা লুঙ্গি কালো জুতা একই সাথে একটি সাদা পাঞ্জাবী পড়বে। উপরে একটি ছাতা নিয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করেই সে ছাতা নিয়ে বেরিয়ে পড়ে।

মুখে পান চোখে চশমা ঘটকের থাকবেই তা না হলে মনে হয় ঘটক মানায় না। তাইতো ঘটকের দৃশ্য অংকন করা।

first step
IMG_20230120_182038_133.jpg
second step
IMG_20230120_182243_315.jpg
third step
IMG_20230120_182409_275.jpg
4th step
IMG_20230120_182548_371.jpg
fifth step
IMG_20230120_182628_752.jpg
six step
IMG_20230120_182701_891.jpg
7 step
IMG_20230120_182752_871.jpg
eight step
IMG_20230120_182928_252.jpg
successfully complete ✅
IMG_20230120_183105_840.jpg

শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েই গেল একজন ঘটকের দৃশ্য অংকন করা।

অবশ্যই আপনার মতামত ব্যক্ত করবেন। একজন ঘটকের দৃশ্য এবং সামান্য কিছু কথা উপস্থাপন করেছি। যদিও বর্তমান প্রেক্ষাপটে একজন ঘটকের অবস্থান পরিবর্তন হয়েছে।

কিন্তু বিগত দিনগুলোতে অর্থাৎ আজ থেকে প্রায় ৮-১০ বছর আগে ঘটকের অবস্থা এমনই ছিল প্রায়। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে।



DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121
 (1).gif
Sort:  
 2 years ago 
  • ঘটকের দৃশ্য অংকন করা অসম্ভব সুন্দর হয়েছে। সত্যি বলতে এরকম ঘটক বর্তমানে পরিবর্তন হয়েছে কিছুটা। বাট গ্রাম গঞ্জে এখনো অনেক এমন আছে। ঘটকের দৃশ্য অংকন করে দেখিয়ে দিয়েছেন যে আপনি একজন ভালো আর্টিস্ট ম্যান।

  • ইদানীং দেখাই যাচ্ছে আপনি আর্ট অংকন নিয়ে বর্তমান ব্যাস্ত। আর ব্যস্তকেই কাজে লাগাচ্ছেন আমাদের কমিউনিটির সদস্যদের কাছে ভাগ করে।অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

 2 years ago 

thank you brother

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.033
BTC 95942.98
ETH 2636.89
USDT 1.00
SBD 0.43