বড়ভাই ও বন্ধুরা মিলে প্রকৃতির সৌন্দর্যের মাঝে এবং খেলাধুলার আয়োজনের মধ্য বিনোদন।

in Incredible India4 months ago

A team of Sub Assistant Engineers,
All elder brothers including my friend present here. Here we are all gathered in this field to play football.

20240712_223535799.jpg

আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত ফুটবল খেলার জন্যই। নোয়াপাড়া মাঠে আমরা উপস্থিত হয়েছি। আমি, শরিফুল, আল আমিন ভাই, জাহিদ ভাই এবং শফিক ভাই আমরা এই কয়েকজন Star Porcelain Ltd থেকে ফুটবল খেলার জন্য এসেছি এবং অপরপ্রান্ত অর্থাৎ BHL Ceramic LTD থেকে আমাদের সহপাঠী এবং বড় ভাইয়েরা উপস্থিত এই ফুটবল খেলার জন্য।

মূলত আমরা সকলেই এই জায়গায় এসেছি কর্মস্থলে একেকজনের বাসা একেক জায়গায় কেউ এই জায়গায় স্থায়ী নয়! মাঝেমধ্যে বিনোদনের প্রয়োজন রয়েছে কেননা সারাদিন অফিস করার পর রুমে গিয়ে রান্নাবান্না করতে হয় এছাড়াও অনেক কাজ থাকে এভাবে রেগুলার।

IMG-20240712-0003.jpg

তাই মাঝে মধ্যে আমরা এভাবে হ্যাংআউট করি এবং খেলাধুলার আয়োজন করি দেখা করি ভালো লাগে। যদিও জাহিদুল ভাই যাইতে চাইছিল না, বলতেছে আমার পেটে ব্যথা দিতে পারব না!

কিন্তু আমরা তো জানি জাহিদুল ভাই এই কথাটি বলতেছি সে যাইতে পারছে না এজন্য। মাত্র আমি অফিস থেকে বের হয়েছি এই সময়ে শরিফুল আমাকে কল দিচ্ছে বন্ধু চল যাই খেলাধুলা করতে হবে BHL Ceramic LTD থেকে আমাদের বন্ধুরা এবং বড় ভাইয়েরা আসতেছে নোয়াপাড়ায় আমরাও যাব সবাই মিলে খেলাধুলা করবো কথা হবে গল্প হবে।

IMG_20240707_184557_510.jpg

তুললাম সবাই মিলে রাস্তায় গিয়ে একটি অটো গাড়ি উঠলাম এবং 15 মিনিট পর আমরা কাঙ্খিত জায়গায় পৌঁছে গেলাম। সেই 15 মিনিট আমরা সবাই গল্প করতে করতে চললাম।

যার পর দেখি সেখানে বড় ভাইয়ের আয়োজন বন্ধুরা আছে। তো ফুটবল খেলার জন্য আমরা প্রস্তুত হইলাম সবাই। প্রথমেই আমরা সবাই মিলে প্লেয়ার ডিস্ট্রিবিউশন করে নিলাম।

IMG_20240707_185840_167.jpg

দুই বড় ভাই দুটি দলে এবং আমাদের সবাইকে একে একে টেনে নিল এবং খেলা শুরু করে দেব এখনই। গোলের বার দেয়া হলো 6 পা মেপে মেপে। কেননা আমরা খুব বেশি লোক নিয়ে খেলাধুলা করতেছি না অল্প কিছু সংখ্যক এবং মাঠ বড় ঠিক কিন্তু এই একটি মাঠের মধ্যে তিন-চারটি দল খেলাধুলা করতেছে।

প্রথম গোল আমি করেছি আমার পা দিয়ে। কিন্তু দুঃখের বিষয় খেলাধুলা করি না এ কারণে কিছুক্ষণ খেলার পরে আমি ইনজুরিতে বসে পড়লাম।

IMG_20240707_184605_254.jpg

খেলাধুলার শেষে বড় ভাই এবং বন্ধুরা সবাই মিলে গ্রুপ ছবি উঠালাম। এই সময় প্রচন্ড আনন্দ হয়েছে বিশেষ করে আবহাওয়া পরিবেশ খুবই সুন্দর ছিল চমৎকার। বাতাস বইতে ছিল ঠান্ডা হিমেল হাওয়া। খেলাধুলার পর শরীর খুবই ঘেমে গিয়েছিল কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাকৃতিক বাতাসে শরীর শীতল ঠান্ডা হয়ে গেল।

Sort:  
Loading...
 4 months ago 

প্রাকৃতির মাঝে খেলাধুলা করলে খুবই ভালো লাগে যদি হয় চা বাগানে তা তো কোন কথাই হয় না। কিন্তু আমার সেদিন শরীরে খুব ক্লান্ত লাগাই আমি না যাওয়ার ইচ্ছা পোষণ করি। যাওয়ার পরে বুঝলাম খুবই আনন্দ হয়েছে না গেলে মিস করতাম। তাই বড় ভাইদের কে ধন্যবাদ জানাই। বিশেষ করে শফিক ভাইকে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ

 4 months ago 

আপনাকেও ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য

TEAM 2

Congratulations! This post has been voted through steemcurator04. We support quality posts, good comments anywhere and any tags.

Post.jpg


Curated by : @chant

 4 months ago 

Sister @chant 💕
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই লেখাটি মূল্যায়ন করার জন্য 🤝

 4 months ago 

সবাই মিলে এক সাথে ফুটবল খেলার আনন্দটা অন্যরকম, সুন্দর পরিবেশ এবং সুন্দর আবহাওয়ার কারণে খেলাধূলা করতে ভাল লাগে। ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাল থাকবেন।

 4 months ago 

খেলাধুলা করার পর চমৎকার একটি আবহাওয়া উপভোগ করেছি যারা না খেলাধুলা করার পর আকাশ মেঘলা হয়েছিল এবং শীতল একটি আবহাওয়া হইতেছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 4 months ago 

আপনি আপনার বড় ভাই ও বন্ধুদের সাথে প্রকৃতির সৌন্দর্যের ভিতরে খেলাধুলা করেছেন সে সম্পর্কে আমাদের মাঝে অনেক সুন্দর করে পোস্টটি শেয়ার করেছেন যেটা পড়ে আমার কাছে অনেক ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট মাঝে মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

খেলাধুলা আমাদের একটা পার্ট প্রতিনিয়ত না খেললেও মাঝে মাঝে খেলতে বেশ ভালো লাগে।। আমারও ফুটবল খেলা অনেক ভালো লাগে অনেকদিন আগে খেলা হয় না।। আপনারা মাঝে মাঝে যদি সহপাঠী ও বড় ভাইদের সাথে এভাবে খেলেন নিশ্চয়ই অনেক ভালো লাগবে।

 4 months ago 

নোয়াপাড়া মাঠে আপনি এবং আপনার সহপাঠী ও ভাই বন্ধুরা মিলে একত্রিত হয়েছেন খানিটা সময় একসাথে কাটিয়ে নিজেদেরকে রিফ্রেশ করার জন্য । আপনারা নিজেদেরকে দুটো গ্ৰুপে ভাগ করে ফুটবল খেলেন। খেলার কারণে ক্লান্ত হয়ে পড়লেও প্রকৃতির ঠান্ডা বাতাসে নিদেরকে শীতল করেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.035
BTC 96827.97
ETH 3342.32
USDT 1.00
SBD 3.21