সুপরিচিত এই বাগধারার মর্মার্থ বুঝতে আজকের এই আর্টিকেল।

in Incredible Indialast year (edited)

প্রিয় শুভাকাঙ্ক্ষী ইস্টিমিয়ান
আজকে পরিচিত হব সেই বাগধারার মর্মার্থ অর্থের সাথে। সবজির বাগান এর মধ্যে অন্তর্ভুক্ত এই পটল।

png_20230507_102421_0000.png

Design by Canva

আশা করি এই বাগধারার মর্মার্থ অর্থের সাথে আপনাদের পরিচিত হয়ে ভালো লাগবে। কেননা আমরা ছোটবেলায় বাগধারাটি পড়েছি যে পটল তোলা মানে মরে যাওয়া।

20230506-190328.png

ছবিগুলোতে দেখতে পারতেছেন কত সুন্দর করে এই পটল গাছ চাষাবাদ করা হচ্ছে। কৃষকরা এই জমিগুলোতে এক শতক নয় দুই শতক নয় বিঘা থেকে বিঘা জমিতে এই পটল চাষাবাদ করতেছে।

কেননা এর থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জন সম্ভব। তাহলে কিভাবে এই পটল তোলা মানে মারা যাওয়া, বুঝে আসতেছে না আমার।

20230506-190315.png

যে ফসল উৎপাদন করে অর্থ উপার্জন করতেছে। সেই ফসল নিয়েই একটি বাগধারা এসেছে মরে যাওয়া।

এই ফসল উৎপাদন করার জন্য কৃষক অনেক কঠোর পরিশ্রম করতেছে। যাতে করে এই পটল মরে না যায়। এজন্য মাটির সাথে গাছগুলোকে না রেখে মাটি থেকে প্রায় তিন থেকে চার ফুট কিছুতে জাংলা দিয়ে এই পটল চাষাবাদ করতেছে।

নিয়মিত পরিচর্যা করা হচ্ছে এই পটল চাষাবাদ এর জন্য। নিচ দিয়ে দেখা যাচ্ছে অনেক আগাছা জন্মায় সেগুলো প্রত্যেক সপ্তাহে কেটে ফেলা হচ্ছে। এতে করে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সংরক্ষণ করতে পারবে এই পটল গাছ।

20230506-190242.png

তাইতো প্রতিনিয়ত এই কৃষি জমিগুলো পরিচর্যা এবং গাছগুলোকে সতেজ রাখার জন্য প্রয়োজনীয় উপকরণ এবং ভালো ফলনের জন্য জৈব সার এবং পোকামাকড় কে দমন করার জন্য কীটনাশক ব্যবহার করা হয়।

এত কিছু পদক্ষেপ নেওয়ার পরেও যখন এই পটলগুলো মরে যায় তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। যখন এই পটলগুলো মরে যায় তখন এই পটল গুলোকে কেটে কেটে ফেলে দেওয়া হয় গাছ থেকে কর্তন করে।

এভাবে মরে যাওয়া পাতা এবং গাছগুলোকে একই সাথে মরে যাওয়া পটলগুলোকে গাছ থেকে বিচ্ছিন্ন করে জমির বাহিরে ফেলে দেওয়া হয় যাতে করে সেই পোকামাকড় গুলো অন্য গাছ এবং ফলগুলোকে ক্ষতি না করতে পারে

20230506-190304.png

দেখতেই পারতেছেন কত সুন্দর ফলন হয়েছে। পটলগুলো অনেক সুন্দর কালার এসেছে সবুজ এবং হালকা হলুদ বর্ণ মাঝখান দিয়ে কি সুন্দর দেখাচ্ছে। যেমনটি কিভাবে জিব্রার শরীরে খাঁচ কাটা দাগ থাকে তার শরীরের লোম দিয়ে। ঠিক তেমনি যেন এই পটলের মধ্যেও তার উপরের খোলস দিয়ে সৌন্দর্য করে আবরণ দিয়ে রেখেছে।

কৃষকের মন ভরে যায় এই পটল গুলোকে দেখে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের এই ফসলগুলো উপার্জিত হয় এবং সকলের মাঝে বিক্রি করে উপার্জন করে।

20230506-190652.png

তাহলে এখন আমরা জানবো কেন এই বাগধারাটি কিভাবে আসলো আমাদের মাঝে এমনকি বই এর মধ্যেও লিপিবদ্ধ হয়েছে।

যখন কোন পটল গাছ থেকে সমস্ত পটল একত্রে তুলে ফেলা হয় তখন সেই পটল গাছ মরে যায়। তাইতো বলা হয়েছে পটল তোলা মানে মৃত্যুবরণ করা।

এভাবেই আমাদের মাঝে এই তথ্যটি ছড়িয়ে পড়ে এবং বই এর মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় বাগধারা হিসেবে।

TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16MP Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

20230308_075447_0000.png

Sort:  
 last year 

অসম্ভব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন,, পটল তোলা মানেই মারা যাওয়ার বিষয়টা। আসলে আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অসম্ভব সুন্দর লাগছিল। তার সাথে আপনি পটল সম্পর্কে বিস্তারিত আমাদের সাথে আলোচনা করেছেন।

পটল গাছ রোপন এবং এর পরিচর্যা সম্পর্কে অনেকটাই আলোচনা করেছেন। আমাদের সাথে। এবং শেষে আপনি বুঝিয়ে দিয়েছেন,, কেন বলা হয়ে থাকে পটল তোলা মানেই মারা যাওয়া,, আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। তার সাথে ফটোগ্রাফি গুলো ছিল অসাধারণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। সেই কামনাটাই করছি,,,,, ভাল থাকবেন।

 last year 

ধন্যবাদ জানাই আমার এই পোস্টটি সুন্দরভাবে পড়ে সঠিক মতামত উপস্থাপনের জন্য।

 last year 

আমরাও পোটল রোপন করেছি বেশ সুন্দর ভাবে আপনিও আপনার বাগানের পটল আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ আর পটল ও ভালো ধরেছে ৷ সেই সাথে পটলের অনেক বর্ণনা দিয়েছেন ৷ তাছাড়াও পটম শকসবজী হিসেবে অনেক সুস্বাদু ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই

 last year 

ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য।

 last year 

যখন কোন পটল গাছ থেকে সমস্ত পটল একত্রে তুলে ফেলা হয় তখন সেই পটল গাছ মরে যায়। তাইতো বলা হয়েছে পটল তোলা মানে মৃত্যুবরণ করা।

পটল তোলা মানে চাষীর মৃত নয় এর মানে সমস্ত পটল উঠিয়ে নিলে গাছ মরে যায় অর্থাৎ পটল গাছের মরণ।
সুন্দর একটি কঠিন প্রশ্নের সঠিক বিশ্লেষণ।
যাহা আমারও কোন সময় জানা ছিল না। আজকে প্রথম জানলাম। সুন্দর বর্ণনায় সবার বুঝে আসার মত লেখনি। ভালো কিছু।

 last year 

হ্যাঁ আমিও সেই পটল গাছকেই মিন করেছি হয়তো বা লিখতে ভুলে গিয়েছিলাম 🙃। ধন্যবাদ জানাই আমার এই পোস্ট করার জন্য।

Loading...
 last year 

পটল তোলা মানে মরে যাওয়া এটা তো কখনো ভাবি নি কোনদিন কেন এর মানে এইটা হয়। আপনার লেখনীর মাধ্যমে আজ পুরো বিষয়টি পরিষ্কার হলা। ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
সাথে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ভালো থাকবেন সব সময় প্রিয় ভাই।

 last year 

এই বাগধারা গুলো ছোটবেলায় পড়ানো হয়েছে। তবে আমরা এর সঠিক মর্মার্থ জানতাম না। যখন এর সঠিক মর্মার্থ জানতে পারলাম তখন আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61438.76
ETH 2384.57
USDT 1.00
SBD 2.58