Better life with steem || The Diary Game || 14 jun 2024 ||

in Incredible Indialast month (edited)

1718426975167.jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ,কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আমি আবার আপনাদের মাঝে নতুন একটি ডায়েরি গেম নিয়ে চলে আসলাম।

সকাল বেলা

প্রতিদিনের মতোই আজকে সকালবেলা এলামের শব্দেই ঘুম ভেঙ্গে ৫ থেকে ৬ মিনিট শুয়ে থাকার পরে বাইরে বের হলাম। বাহিরে সকাল বেলার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে, ১০ থেকে ১৫ মিনিটের মত হাঁটাহাঁটি করলাম। রুমে এসে গোসল করার জন্য প্রস্তুতি নিলাম।

ওয়াশরুমে গোসল করার জন্য চলে আসলাম এবং গোসল শেষ করে প্রতিদিনের মতোই অফিসে আসার জন্য প্রস্তুত হই। সকালে খাবার খাওয়ার জন্য ভাবি রুমে চলে আসি। এবং সকালে খাবারটা খাওয়া শেষ করে আমার রুমে চলে আসি।

প্রতিদিনের মতোই আজকেও অফিসের কিছু উপকরণ নিয়ে অফিসে আসার জন্য যাত্রা শুরু করি, ১০ মিনিটের মধ্যে অফিসে পৌঁছায় এবং প্রতিদিনের মতোই মেইন গেটে পাঞ্চ করে অফিসে রুমে চলে আসি।

ঈদের ছুটিতে বাড়ি যাবে তাই শরিফুল আর আরেক বড় ভাই সকাল ছয়টায় চলে এসেছে। আমি একাই আটটা থেকে পাঁচটা পর্যন্ত আছি । রুমে কিছুক্ষণ বসে কাজ বিষয়ে আলোচনা করে আমি ফায়ারিং এ চলে আসি । ওইখান থেকে মূলত টেস্ট এবং টেস্টের সেম্পল গুলো নিয়ে রুমে চলে আসি।

প্রতিদিনের মতোই একই কাজ আজকেও এগুলোর গ্রেড প্রদান করা ।এবং টেস্টের স্যাম্পল গুলোর আজকের টেস্ট ছিল কি পরিমান আয়রন স্পট মানে লোহার দানা আছে। আমরা যারা সিরামিক সে কাজ করি আমাদের সিরামিকসের ভাষা বলতে গেলে প্রধান শত্রু হলো লোহার দানা যা একটি প্রোডাক্টে নষ্ট করে দিতে পারে।

তাই ওদিকে সতর্ক রাখার জন্য তিন থেকে চার দিন পর এগুলো টেস্ট করি ।এর সাথে পানি টেস্ট করা হয়। ওই প্রোডাক্টের ফলাফল প্রকাশ করে রিপোর্ট লেখে এগুলো একটি হেড গ্রুপের সাবমিট করি।

ডেকোরেশনে চলে আসি এখানকার কি অবস্থা তা দেখার জন্য প্রতিটা টেবিলেই লোকালের প্রোডাক্ট চলতেছিল ।আমাদের কোম্পানিতে একটি প্রোডাক্টের অনেক মান দেওয়া হয়, তাই একটিও প্রোডাক্ট না নষ্ট করে ওয়ার্কারদেরকে ডিকেলস লাগাতে বলি।

IMG20240614090526.jpg

IMG20240614090435.jpg

এবং তাদের কাজগুলো দেখে শরিফুলকে বলে আমি লোকাল প্যাকিং চলে আসি ।এখানে এসে প্রতিটা টেবিলে কিছু ডিফেক্ট মাল বা তাদের বাদ দেওয়া মাল রেখে দেওয়া আছে সেগুলো দেখে। ওইগুলো থেকে ভালো খারাপ বাছাই করে ভালো গুলো দিয়ে খারাপ গুলো ভাঙ্গার জন্য বলে দেই।

মোটামুটি লোকালে অনেক কাজ করলাম এখন ডেকোরেশনে আসি এসে কিছুক্ষণ সুপারভাইজারদের সাথে গল্প করি। এবং গল্প করার মাঝেই খাবারের কথা চলে আসে এবং একটি সুপারভাইজার কিছু খাওনের জন্য রাজি হয়ে যাই তাই তাদের সাথে আমি আর শরিফুল ক্যান্টিনে চলে আসি খাওয়ার জন্য।

IMG20240614094605.jpg

IMG20240614100839.jpg

IMG20240614100757.jpg

খাওয়া দাওয়া করি আর অনেক গল্প করি হাসি ঠাট্টা করি ।খাওয়া-দাওয়া শেষ করে ঘরিতে তাকিয়ে দেখি মিটিং এর টাইম দুই মিনিট ওভার হয়ে গেছে তাই তাদেরকে বলে তাড়াতাড়ি করে মিটিংয়ে জয়েন করি।

IMG20240614112358.jpg

IMG20240614112110.jpg

মিটিং শেষ করে একটু কোম্পানির বাহিরে আসি বাহিরে এসে দেখি আকাশ অন্ধকার মেঘ আসবে তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রাকৃতিক বাতাস উপভোগ করলাম এবং বৃষ্টি নামাজ শুরু করল কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম বেশ ভালই লাগলো বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে।

IMG20240614114658.jpg

দুপুর বেলা

প্রায় অনেক কাজ বাকি পড়ে আছে তাই আর বৃষ্টি না দেখে কাজে লেগে পড়ি মোটামুটি অনেকগুলো কাজ শেষ করলাম। শুক্রবার থাকায়

সাড়ে বারোটার দিকে ছুটি হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে বাকি কাজগুলো শেষ করলাম তাই ভাবলাম কিভাবে বাসায় যাব বৃষ্টি থাকলে। সাড়ে বারোটার দিকে আল্লার রহমতে বৃষ্টি একদমই কমে গেল।

তা সবাই ভালো ভাবে বাসায় যাইতে পাড়ছে আলহামদুলিল্লাহ, বাসায় গিয়ে রুমে গিয়ে প্রথমে গোসল করলাম তারপর নামাজ পড়তে চলে গেলাম নামাজ পড় শেষ করেন টাইম না থাকাই ভাবি রুমে এসে বসে খাবার খেয়ে নেয়।

সময় না থাকলে তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে চলে আসি অফিসে এসে একা একা বসে থাকি কিছুক্ষণ আমার কাজগুলো টেস্ট করতে হবে তাই টেস্ট করার জন্য বডি সেকশনে চলে আসি।

টেস্ট গুলো শেষ করতে অনেকটা সময় লেগে যায় তাই প্লিজ সেকশনে আরো কিছুক্ষণ কাজ করে রুমে আসি রিপোর্ট তৈরি করার জন্য এবং আজকের রিপোর্টগুলো রেডি করে পাঁচটা বাজার সাথে সাথে আজকে চলে আসি একা একা আর ভালো লাগছিল না।

বিকাল বেলা+সন্ধ্যা বেলা

IMG20240614175852.jpg

IMG20240614175635.jpg

বাসায় এসে দেখি এক বড় ভাই আসছে কারো সাথে কিছু সময় পার করি এবং একই দোকানে গিয়ে একটু খাবার খাই এবং একটি ছাতা কিনি।
ওর সাথে গল্প করতে করতে রাত আটটার উপর বেজে যায়।

IMG20240614175823.jpg

বড় ভাই রাত্রের খাবার খেতে চলে যাই এবং আমিও রাত্রে খাবার খাওয়ার জন্য রুম থেকে খাবার নিয়ে এসে রেখে দেই।

আজকের পোস্টটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 last month 

প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়েছেন। পরে সুস্থ ভাবে অফিসে পৌঁছে নিজের কাজকর্ম শুরু করেছেন। ঈদের ছুটিতে সবাই বাসায় যাবে এজন্য অনেকেই সকালে ডিউটি শুরু করেছে। আপনাদের কোম্পানির সিরামিকস তৈরির সম্পর্কে তেমন কোন ধারণা নেই। তবে আপনার পোস্ট পড়ে আজকে একটি বিষয় জানতে পারলাম সিরামিকস তৈরির প্রধান শত্রু হলো লোহার দানা। যেটি মুহূর্তেই একটি প্রোডাক্ট নষ্ট করে দিতে পারে।

যাইহোক, সারাদিনের খানিক মুহূর্ত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

প্রতিদিনের মতন আজও ঘুম থেকে উঠে কিছুক্ষণ শুয়ে ছিলেন। আজকেও অফিসে যেতে হয়েছে। শুক্রবারেও আপনাদের অফিস খোলা থাকে? ঈদ প্রায় চলে এসেছে স্তাই সবারই বাড়ি যাওয়ার তাড়া আছে। আসলে বছরের এই দুই ঈদেই তো বাড়ির মানুষের কাছে কয়দিন থাকার সুযোগ হয়। তাই সবাই উদগ্রীব হয়ে থাকে।
আমিও সিরমিক্স এর বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি। কিন্তু এর পেছনের গল্প আমার জানা নেই। মানে কীভাবে তৈরী হয় সে সম্পর্কে তেমন কিছু জানিনা। তবে আপনার পোস্ট থেকে অনেক কিছুই নতুন জানতে পেরেছি। ধন্যবাদ ভাই আপনার একটি দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

Hello,
@jahidul21,

ভাই, দেখলাম আপনি কমিউনিটিতে বেনিফিসিয়ারি সেট করতে ভুলে গিয়েছেন। অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে নিবেন ভাই তাহলে আর মিস হবে না।

 last month 

প্রতিদিন এর মত আজকাল সকালে উঠে রুটিন মাফিক কাজ করেছেন আর খাওয়া-দাওয়া করে অফিসে গিয়েছেন।। আর হ্যাঁ যারা বাইরে থাকে সবাই ঈদের ছুটিতে বাসায় আসবে আর আপনারাও আসবেন জেনে ভালো লাগলো।।

 last month 

আপনার পোস্ট থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলাম যে, আপনাদের সিরামিকের কাজে লোহার দানা অনেক বড় বাধার সৃষ্টি করে আর এই লোহার দানা পন্য নষ্ট করে ফেলে দ্রুত। আজ সুপারভাইজারকে নিয়ে গল্প করতে করতে হালকা খাওয়া দাওয়াও করেছিলেন।ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

 29 days ago 

হ্যাঁ ভাই আমাদের সিরামিক্স এ প্রধান শত্রু হিসেবে আয়রনের স্পট এই স্পটটি থাকার কারণে প্রোডাক্টের গুণগতমান নষ্ট হয়ে যায় এবং ক্রয় করা খুব কষ্ট হয়।

আমরা যে সাইডে কাজ করি ওই সাইডে সুপারভাইজারদেরকে হাতে রাখতে হয় না হলে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51