Better life with steem || The Diary Game || 03 jun 2024 ||

in Incredible India2 months ago (edited)

হ্যালো বন্ধুরা।

1717469943462.jpg

সকাল বেলা


প্রতিদিনের মতোই আজকে সকাল বেলা ঘুম ভাঙ্গে এলামের শব্দে। এলাম অফ করে আরো কিছুক্ষণ শুয়ে থাকি। ৫ থেকে ৭ মিনিট মোবাইল চাপাচাপি করার পরে উঠি উঠে বিছানা গুছিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল শেষ করে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়।

প্রতিদিনের মতোই সকালের খাবার খাওয়ার জন্য ভাবীর রুমে চলে আসি, সকালের খাবার খাওয়া শেষ করে রুমে এসে অফিসে সরঞ্জাম নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেই।

৫থেকে ৭ মিনিট হাঁটার পর অফিসে পৌঁছায় অফিসের মেন গেটে পাঞ্চ করে অফিসে রুমে ঢুকি। ঢুকে দেখি কেউ আসে নাই তাই লাইট অন করে এসি দিয়ে কিছুক্ষণ বসে থাকি। থেকে ১০ থেকে ১২ মিনিট এর মধ্যে সবাই চলে আসে।

এবং প্রতিদিনের মতোই কাজের আলাপ আলোচনা করে এবং তা শেষ করে যার যার কাজে লেগে পড়ি। আমি প্রতিদিনের মতোই প্রতিটা সেকশন ঘুরে ঘুরে আসতে এক সেকশন সমস্যা থাকাই তা সমাধান করে চলে আসি ফায়রিং সেকশনে ওইখান থেকে স্যাম্পল আর টেস্ট । নিয়ে আমাদের রুমে চলে আসি।

প্রতিদিনের মতো স্যাম্পল গুলো থেকে ডিফেক্ট গুলো মার্ক করি ,এবং টেস্ট গুলো দেখে এগুলো গ্রেট নির্ধারণ করে এবং এগুলো রিপোর্ট তৈরি করে এবং ওই রিপোর্টটা আমাদের কোম্পানির কয়েকটি হেড গ্রুপে সাবমিট করি।

ডেকোরেশন চলে আসি আজকে শরিফুল ডেকোরেশন থাকায় আমার ডেকোরেশন এর কাজটা অনেকটাই কমে যায়। তাই আমি লোকাল প্যাকিং।। এ চলে আসি , ওইখানে কিছুক্ষণ কাজ করে

বড় ভাই আর আমি ক্যান্টিনে চলে আসি ওইখানে চা খাই আর কিছুক্ষণ গল্প করি চা শেষ করে ক্যান্টিনতে বের হতেই দেখি হালকা বৃষ্টি পড়ছে তাই তাড়াতাড়ি হেঁটে কোম্পানি ভিতরের চলে আসি।

IMG20240603094014.jpg

ভিতরে আসতে অনেক জুড়ে বৃষ্টি হওয়া শুরু করছে এই গরমে বৃষ্টিটা কত দরকার ছিল তা বলে বোঝাতে পারবো না। প্রচন্ড গরম থাকাই বৃষ্টি অনেকটা ভালো লাগলো কিছুক্ষণ কোম্পানির গেটে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলাম বৃষ্টি থেকে প্রাকৃতিক বাতাসটা আরো ভালো লাগছে।

IMG20240603114221.jpg

কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ডেকোরেশনে চলে আসি ওইখানে লোকাল মগ কাজ করতেছিল এবং শরিফুল থাকায় মোটামুটি ঐখানকার কাজ সঠিক থাকায় আমি আর চলে আসি।

IMG20240603161942.jpg

রুমে এসে কিছুক্ষণ রেস্ট নেই, এবং সকালের মিটিং এ জয়েন করি মিটিং শেষ করে ।আমি আবার রুমে চলে আসি কিছুক্ষণ রেস্ট নিতে ,
বিস্কিট ফায়ারিং হতে খবর আসে অনেকগুলো ভাঙ্গা মাল ফায়ারিং হতে বের হয়েছে।

দুপুরবেলা


এগুলো ভাঙ্গার কারণ বের করে দেখি দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে রুম থেকে ছাতা নিয়ে বাহিরে দেখি এখনো অনেক জোরে বৃষ্টি পড়ছে তাই আজকে একা বাসায় চলে আসি।

IMG20240603130123.jpg

বাসায় এসে রুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার ভাবি রুম থেকে নিয়ে আসি এবং খাওয়া-দাওয়া শেষ করি কিছুক্ষণ রেস্ট নেই।

IMG20240603140054.jpg

দুইটার দিকে অফিসের আমি আর জাকারিয়া দুজন মিলে একসাথে এক ছাতা ☔ দিয়ে অফিসে আসার পথে বৃষ্টির বাতাসে মাথা বাদে সমস্ত শরীর ভিজে যায়।

IMG20240603130425.jpg

অফিসে এসে রুমে ঢুকে শরীর থেকে পানি পড়ছে যে জায়গায় দাঁড়াচ্ছি ওই জায়গাটা ভিজে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে ল্যাবে গিয়ে হাওয়া দিয়ে কাপড়টা হালকা শুকায়।

ফায়ারিং শেখ চলে আসি ঔখানে দাঁড়িয়ে মোটামুটি কাপড় শুকিয়ে কাজে লেগে পড়ি। প্রথমে

IMG20240603161951.jpg

ডেকোরেশনে চলে আসি এখানে মোটামুটি অনেক কাজ করে। রিপোর্ট লেখার আগে লোকাল প্যাকিং এ চলে আসি কিছু ডিফেক্ট দেখানোর জন্য প্রোডাক্টগুলো রেখে দিয়েছিল।

বিকেল বেলা+সন্ধ্যাবেলা

আমি যাওয়াই আমাকে ডাক দেয় এবং আমি ওইখানে গিয়ে ডিটেক্টর প্রোডাক্টগুলো দেখে ডিফেক্ট প্রোডাক্ট বাতিল করে দেই এবং এগুলো ফেলে দিতে বলি।

এবং রিপোর্ট লেখার জন্য রুমে চলে আসি রিপোর্টগুলো রেডি করে বসের সিগনেচার নিয়ে ফাইল ক্লোজ করে। বাহিরে দেখি বৃষ্টি একদমই কমে গেছে আমরা তিনজন মিলে বাসায় চলে আসি

এবং আমি রুমে এসে গোসল করে শুয়ে কিছুক্ষণ রেস্ট হঠাৎ করে ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠি জাকারিয়া ডাকে , খাবার খাওয়ার জন্য।
তাই ঘুম থেকে উঠে খাবার খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 2 months ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনের কার্যক্রম আমাদের সাথে ভাগ করার জন্য। দিনটি আপনি কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছেন। প্রতিদিনের ন্যায় সকালে উঠে হাতের কাজগুলো সেড়ে অফিসে গিয়েছিলেন। অফিসে গিয়েই কাজ আরম্ভ করে দিয়েছিলেন। আপনার লিখা পড়ে বুজলাম আপনি বেশ পরিশ্রমী একজন মানুষ। আপনার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি ভাই।

এই গরমে বৃষ্টি আমাদের সকলের জন্য রহমত এবং বরকত স্বরুপ। আপনি বৃষ্টির দেখা পেয়ে বেশ আনন্দিত এবং বাইরের প্রকৃতি আজ দারুনভাবে উপভোগ করেছেন। দুপুরে খাওয়া দাওয়া করে আবারো অফিসে এসে কাজ শুরু করে দিয়েছিলেন। যদিও আজ আপনার কাজের চাপ কিছুটা কম ছিলো।

ভালো থাকবেন ভাই। শুভ কামনা রইলো।

 2 months ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে সুন্দরভাবে একটি কমেন্ট করেছে

 2 months ago (edited)

প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছেন। পরে সঠিক সময়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে। সত্যি গতকালকে যে পরিমাণ গরমের তাপমাত্রা ছিল যা বলার মত নাই। তবে আপনাদের ওখানে সকালে বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে রাতে হইছে। অফিসে নিজের কাজ নিয়ে বেশ ব্যস্তই ছিলেন। দুপুরের দিকে আবারো বাসায় এসে খেয়ে একটু রেস্ট করে জাকারিয়া ভাইসহ ছাতা নিয়ে আবার অফিসে গিয়েছেন।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 2 months ago 

আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে সুন্দর একটি কমেন্ট করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন

 2 months ago (edited)

একবার ডিফেক্ট চেক করা, একবার ডেকোরেশন আবার সেখান থেকে প্যাকিং সব মিলিয়ে সারাদিন খুব বয়স্ততার মধ্যে দিন পার করেন প্রতিদিন। কাজের কোনো শেষ নেই একটা রেখে একটা।

বৃষ্টির সময় জাকারিয়া ভাই আর আপনি এক ছাতা নিয়ে অফিসে গিয়েছিলেন। বাতাসে আপনাদের ছাতা উল্টে যায়নি তো আবার? শেষ পর্যন্ত ছাতা নিয়েও তো কোনো লাভ হয়নি কারন ভিজে গিয়েছিলেন আপনারা। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

সকালে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠেই অফিসে পৌঁছানো, ওখানে গিয়ে সমস্ত কাজ সম্পন্ন করা। আসলে আপনাদের তৈরি করা সিরামিক্স এর জিনিস পত্রগুলো অসাধারণ। যেগুলো দেখলে মাঝে মাঝে ইচ্ছে করে নিয়ে আসি। কর্মব্যস্ত জীবনের খানিকটা অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ ভালো থাকবেন

 2 months ago 

সত্যি আপু সিরামিক শিল্প অনেক সুন্দর এগুলো যে জিনিস দেখবেন সেটা নেওয়ার ইচ্ছা করবে আপনার। তাইলে চলে আসেন সিলেটে তারপরে নিয়ে যান আমাদের সিরামিক কোম্পানি থেকে প্রোডাক্টগুলো। ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য 🌹🌹

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57529.75
ETH 2571.57
USDT 1.00
SBD 2.44