Better life with steem || The Diary Game || 28 October 2024 ||

in Incredible India10 months ago (edited)
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

InCollage_20241029_090957294.jpg

সকাল বেলা


ফজরের নামাজ পড়ার জন্য একটি সকাল সকাল উঠে পড়ি কিন্তু উঠতে দেখি নামাজের ৪ মিনিট ফ্রেশ হয়ে ওযু করে রুমে এসে দেখি নামাজের সময় চলে গেছে। তাই আর মসজিদে না গিয়ে রুমেই নামাজ পড়লাম।

IMG20241028065638.jpg

নামাজ পড়া শেষ করে সকালে হাঁটার জন্য বেরিয়ে পড়ি আজকে একটু সকাল সকাল উঠতে বের হই।
ঘন্টাখানেকের কাছাকাছি হাটাহাটি করে বাড়িতে এসে প্রতিদিনের মতোই ডাক্তারের পরামর্শের কিছু ব্যায়াম করে।

ফ্রেশ হয়ে সকালের কিছু খাবার খাই, আজকে আর পোল্ট্রি ফার্মে না গিয়ে শুয়ে থাকি মোবাইল চালাই। হঠাৎ করে কখন ঘুমিয়ে পড়ি নিজেই জানিনা সকালের খাবার তৈরি করে আম্মু আমাকে ডাক দেয়।
ফ্রেশ হয়ে সকালের খাবার শেষ করে।

কাকিদের বাড়িতে এসে ভাতিজার সাথে কিছু সময় কাটাই। আব্বু কল দিয়ে বলে একজন মটর করার মিস্ত্রি পাঠিয়েছি ওকে দিয়ে মোটর টা ঠিক করো। মিস্ত্রিকে বল কিছু যদি লাগে সেটা বলতে।

মিস্ত্রি কতক্ষণ চেষ্টা করে অবশেষে মোটরের সুইচ বক্স সমস্যা খুঁজে পাই ওইটা কোনরকম জোড়া দিয়ে আবার লাগাই কিন্তু পানি উঠে না তাই মোটরের সুইচ বক্স পাল্টাতে হবে।

IMG20241028121027.jpg

আব্বু ভালুকা থেকে একটি সুইচ বক্স নিয়ে আসে মিস্ত্রি সেটা কি লাগিয়ে দেখে এখন পানি উঠতেছে সেটা ভালো করে সেট করে মিস্ত্রি চলে যায় আমি পোল্ট্রি ফার্মে চাবি নিয়ে ডিম তুলতে পোল্ট্রি ফার্মে চলে আসি ডিম তুলা শেষ পর্যায়ে তখন আম্মু আসে দেখে আমি ডিম তোলা শেষ।

দুপুরবেলা +বিকেল বেলা

আমি আর আম্মুর ডিম গুলো একত্রে জড়ো করে একটি সিরিয়াল দিলে রাখি। কাজ শেষ করে আমি আর আম্মু বাড়িতে চলে আসি আমি গোসল করে নামাজে চলে যাই নামাজ থেকে এসে রুমে কিছুক্ষণ শুয়ে থাকি।

IMG20241028171042.jpg

দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আম্মু ডাক দেই খাওয়া দাওয়া করে হালকা ছোটখাটো একটি কম ঘুম দেই আশ্রয়ের নামাজ পড়ার জন্য একটি অ্যালার্ম দিয়ে রাখি আসরের আজান দিলে এলামের শব্দে ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে চলে আসে নামাজ পড়ার জন্য নামাজ পড়া শেষ করে বাড়িতে এসে।।

IMG20241028171623.jpg

আজকের হাঁটতে যাব না নৌকা চালাইতে খুব ইচ্ছে করছে তাই আমাকে দে একজনকে নিয়ে নৌকা চালাই এক ঘণ্টার মতো নৌকা চালাই যখন একটু গাছের নিচে সাইটে যাই তখনই মাছগুলো লাফালাফি থাকে। একটি মাছ লাফ দিয়ে আমার পিঠের মধ্যে স্পর্শ করে চলে যায়।

IMG20241028170024.jpg

সন্ধ্যা বেলা+রাত্রিবেলা

মাগরিবের আজান দিয়ে দিলে অন্ধকার নেমে আসে তাই আর নৌকা থেকে উঠে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসি নামাজ পড়ে বাড়িতে চলে আসি। যখন শুয়ে থাকি মোবাইল চালাই এশারের আযান দিলে নামাজ পড়তে যায় মসজিদে নামাজ পড়ে বাড়িতে এসে আম্মুর সাথে একটু কথা বলে আমি একটু বাহিরে যাচ্ছি।

কিন্তু রাত্রে আর বাইরে যেতে দিল না বকাঝকা করেই রুমে থাকতে বলল। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে মোবাইল চালিয়ে ঘুমিয়ে পড়ি আরেকটি দিনের আশায় ।

আজকে এখানে লেখা শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।।

আল্লাহ হাফেজ

Sort:  
 10 months ago 

ফরজের নামাজের পর খুব সকালে হাঁটতে আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে সকালের মৃত ঠান্ডা বাতাস প্রাণ ঝুরিয়ে আসে।

আপনার একটি দিনের কার্যক্রম করতে পেরে বেশ ভালো লাগলো আপনার পরবর্তী দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকতেন সুস্থ থাকবেন।

Loading...
 10 months ago 

সকাল বেলায় ঘুম থেকে উঠে হাটা খুব ভালো একটা কাজ ।এখন প্রত্যেক ডাক্তাররাই পরামর্শ দেন সকালবেলায় হাঁটার জন্য। সকালবেলায় পরিবেশটা একদম অন্যরকম লাগে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। শরীর মন একদম ভালো হয়ে যায়। ছবিতে আপনাদের আশেপাশের পরিবেশটাও সুন্দর লাগছে। আপনাদের পোল্ট্রি ফার্ম রয়েছে। আমাদেরও ছোট একটা পোল্টির ফার্ম ছিল। সেখান থেকে ডিম তুলতে সত্যিই খুব ভালো লাগে। দুপুরবেলায় দুপুরের খাবার সেরে বিশ্রাম নিয়ে বিকেল বেলায় নৌকা চালাতে গিয়েছিলেন। এরকম পুকুরে নৌকা চালানো দেখতে খুবই ভালো লাগে। আমাদের গ্রামের বাড়িতেও ছোট্ট একটা পুকুর রয়েছে। সেই পুকুরেও একটা ছোট্ট নৌকাও রয়েছে। পুকুরে এরকম নৌকা চালালে মাছগুলো খুবই হুটো পাটা করে। আমি নৌকা চড়তে ভীষণ ভালোবাসি। তবে আপনাদের নৌকাটা একটু অন্যরকম লাগছে। যাই হোক বাইরে সব কাজকর্ম সেরে রাত্রি বেলায় বাড়ি এসে খাওয়া-দাওয়া করে বিশ্রাম নিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111096.42
ETH 4298.17
USDT 1.00
SBD 0.83