Better life with steem || The Diary Game || 27 May 2024 ||

in Incredible India4 months ago

1716904420610.jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আমি আবার আপনাদের মাঝে নতুন একটি ডাইরি গেম নিয়ে হাজির হতে পেয়ে নিজেকে অনেক সৌভাগ্যবান ব্যক্তি মনে করছি। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

সকাল বেলা

প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠি এলার্ম শব্দে ঘুম থেকে উঠলেও ঠান্ডা দিন বলে বিছানা থেকে উঠতে মন চাইলো না। তাই কিছুক্ষণ লেট করে বিছানা থেকে উঠলাম। উঠতে উঠতে৭:২১ বাজে।

তাড়াতাড়ি উঠে বিছানা থেকে নেমে গোসল করে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয় ।এবং সকালের খাবার তাড়াহুড়া করে খেয়ে হালকা হালকা বৃষ্টি শুরু হয় তাই আমি আর জাকারিয়া এক ছাতা দিয়ে অফিসে চলে আসি।

IMG20240527075821.jpg

IMG20240527075248.jpg

আমি এসে দেখি শরিফুল রুমে বসে আছে এবং আমরা দুজন মিলে রুমে বসে থাকি। তারপর আমি আর শরিফুল রুমে কিছুক্ষণ বসে থেকে। বৃষ্টি আরো বেশি করে পড়তে শুরু করেছে। তাই সবার আসতে একটু লেট হচ্ছে। সাড়ে আটটার দিকে ২-৩ জন আসলে আমরা কাজে লেগে পড়ি।

কাজ শুরু করার কিছুক্ষণ পরে যারা বাকি ছিল সবাই চলে আসে এবং সাথে সাথে কাজে লেগে পড়ে। আমি প্রতিদিন মতোই ফায়ারিং হতে টেস্টার স্যাম্পল গুলো নিয়ে আসি এবং রুমে বসে এগুলোর গ্রেড নির্ধারণ করি।

কোম্পানির কিছু হেড গ্রুপে সাবমিট করি এবং প্রতিদিনের মতোই নিজের দায়িত্বে যেগুলো সেকশন আছে সেগুলোর ওয়ার্কারদের সাথে দেখা করি এবং কথা বলি কোন সমস্যা আছে কিনা।

ডেকোরেশনের হালকা সমস্যা সমাধান করে লোকাল প্যাকিং চলে আসি ওইখানে ডিনার সেট প্যাক করা হচ্ছিল এবং এর সাথে কর্পোরেট প্রোডাক্ট প্যাকেট করা হচ্ছিল সেগুলো দিকনির্দেশনা দেই এবং সমস্যা গুলো ওদের কাছ থেকে জেনে নিয়ে সমাধান করি।

আজকে কাজ করতে খুবই আরাম লাগছে কেননা শরীর গামছেনা অস্বস্তিকর হচ্ছে না আরামসে কাজ করতে পারছি ঠান্ডা কারণে। এগুলো কাজ করতে করতে প্রায় দুপুরের খাবারের টাইম হয়ে আসে

দুপুর বেলা

IMG20240527135918.jpg

বাহিরে ভারী আকারের বৃষ্টি হচ্ছে তাই আমি আর শরিফুল খুব কষ্ট করে বাসায় আছি হালকা ডিজে। বৃষ্টির কারণে খাবার রুমে না নিয়ে আসতে পারি নাই তাই ভাবি রুমে খাবার খেয়ে আমার রুমে আসি।

কিছুক্ষণ রেস্ট নিতে ই অফিসে যাওয়ার সময় হয়ে আসে ।তাই জাকারিয়া আগে চলে যাওয়াই আমি আর শরিফুল এক ছাতা দিয়ে অফিসে আসার সময় রাস্তা দিয়ে বাস গাড়ি যাওয়াই আমাদের দুজনকে ভিজিয়ে দেয়।

IMG20240527171905.jpg

IMG20240527135946.jpg

তাই আমরা এ নিয়ে হাসাহাসি করে বৃষ্টির পানিতে সম্পূর্ণ ডিজে অফিসে রুমে চলে আসি। আমি ছাতা রেখে ফায়ারিং চলে আসি হালকা কাপড় গুলো শুকিয়ে সেকশনে চলে আসি কাজ করতে।

বিকাল বেলা


কাজ শেষ করে রিপোর্টগুলো রেডি করে শেষ করতেই জাকারিয়া আমাদের রুমে হাজির । কেননা তখন পাঁচটা বাজে তাই বাসায় আসার জন্য আমরা বাহিরে বের হয়ে দেখি অনেক জোরে বৃষ্টি পড়ছে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে।

IMG20240527171942.jpg

বৃষ্টি একটু কমলে আমরা তিনজনে একসাথে দিয়ে বাজারে কাছাকাছি আসতে অনেক জোরে বৃষ্টি শুরু হয় এবং একটি দোকানে দাঁড়িয়ে যায়।

শরিফ দোকান থেকে পলিথিন নিয়ে মোবাইল মানিব্যাগ পলিথিনে ভরে। বিজে বাসায় চলে আসি তারপর আমি আর জাকারিয়া ছাতা দিয়ে বাড়িতে চলে আসি।

সন্ধ্যাবেলা


এসে দেখি কারেন্ট নেই মনে করছিলাম রাত্রে এসে যাবে অপেক্ষা করতে করতে অপেক্ষার শেষ হলো দশটার কাছাকাছি কারেন আসলো আসতে অনেক খুশি হয় সর্বোচ্চ তিন মিনিটের জন্য। তারপর কারেন্ট চলে যায় মোবাইলের চার্জ না থাকায় ঘুমিয়ে পড়ি।
আজকে পোস্টটি পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 4 months ago 

রাতে বৃষ্টি হলে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। যাইহোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে গিয়েছেন। বৃষ্টির কারণে অনেকেই একটু দেরিতে অফিসে গিয়েছে। পরে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলাম।
দুপুরবেলা দেখলাম বৃষ্টিতে ভিজেই রুমে খেতে এসেছেন। খাওয়া শেষ করে আবারো বৃষ্টিতে ভিজেই অফিসে গিয়েছেন।
বর্তমানে চারদিকে কারেন্টের সমস্যা হয়েছে।

সারাদিনের মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে সুন্দরভাবে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

আপনাকে আর জাকারিয়া ভাইকে একই ছাতার নিচে যেতে দেখে ছোটবেলায় স্কুলে যাওয়ার কথা মনে পড়লো, তখন একজন ছাতা নিয়ে গেলে সবাই তার ভিতর ডুকে যেতাম অতঃপর সবাই ভিজে একাকার।

গরমের কারনে কাজ করতে হয়ত বেশি কষ্ট হয় আর আবহাওয়া শীতল থাকলে বেশ মজা লাগে হয়ত। ভালো লাগলো আপনার কার্যক্রম পড়ে। ভালো থাকবেন।

 4 months ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করেছেন আমার পোস্ট পড়ে আপনার ছোটবেলার কথা মনে পড়ে গেছে কিন্তু আপনার কমেন্ট পড়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমরা চারজন যদি একসাথে যেতাম একজন সাথে নিয়ে গেলে তার সাথেও বন্ধ করার জন্য অনেক চেষ্টা করতাম উনি বন্ধ করলে চারজন ভিজে একসাথে বাড়িতে আসতাম।

এতে অনেক মজা হতো।
ঠিক বলেছেন ভাইয়া গরমের দিন কাজ করতে খুবই অস্বস্তিকর বোধ করি কেননা গাম বেবে পড়ে আর ঠান্ডা দিন অনেক আরামসে কাজ করা যায়। ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন

 4 months ago 

মোটামুটি দিনটা বৃষ্টিতে ভেজা এবং নিজের কার্যক্রম দিয়েই শেষ করেছেন। আসলে বৃষ্টির দিন বেশ ভালো লাগে কিন্তু কারেন্ট না, থাকলে আরো বেশি খারাপ লাগে। বৃষ্টির দিনে রাস্তা দিয়ে চলাচল করার সময় বিভিন্ন গাড়ি যখন যাওয়া আসা করে, তখন আমাদেরকে ভিজিয়ে দিয়ে যায়। আসলে কারেন্টের আশায় আমরা যখন বসে থাকি, তখন আসলে অনেক বেশি খুশি হই, আবার যখন চলে যায় তখন অনেক বেশি খারাপ লাগে। মোবাইলে চার্জ না থাকার কারণে রাত্রে আর বেশিক্ষণ না জেগে থেকে ঘুমিয়ে পড়েছেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

ধন্যবাদ আপু আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য 🌹

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60249.61
ETH 2321.35
USDT 1.00
SBD 2.51