Better life with steem || The Diary Game || 25 October 2024 ||
বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
সকাল
সকাল বেলা ঘুম ভাঙেন আব্বু ডাকে উঠে দেখি আব্বু নামাজ পড়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। আমাকে বলে দেয় আম্মুর সাথে একটু কাজ করতে পোল্ট্রি ফার্মে আর যদি না পারো তাহলে কর্মচারীকে একজনকে ডাক দিয়ে করতে বলছিল।
আব্বু মূলত বাজারে যাবে মাছ কিনতে সকাল সকাল গেলে ভালো ও টাটকা মাছ পাওয়া যায়। সকালবেলা উঠে আমার হাঁটার অভ্যাস আছে সে কারণে পাঁচ থেকে সাত মিনিটের মতন হাটাহাটি করে পোল্ট্রি ফার্মে চলে আসি আম্মুকে সাহায্য করার জন্য।
আমি এসে দেখি আম্মু অলরেডি মুরগিকে খাদ্য দেওয়া শুরু করে দিয়েছেন আমি এসে এর বিপরীত সাইডে খাদ্য দেয়।
খাদ্য দেওয়ার শেষ করে পানির পাইপ পরিষ্কার করে নতুন করে পানি দেই। কাজ শেষ করে দুজন মিলে বাড়িতে চলে আসি আমি ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করি।
আম্মু বাড়ির কাজগুলো শেষ করেন সকালের খাবার তৈরি করে আমাকে ডাক দেয় সকালে খাবার খেয়ে কাকিদের বাড়িতে চলে এসেছি আড্ডা দিতে। কথা বলা শেষ করে খেলাধুলা করি ।
আব্বু আমাকে বলে কর্মচারীদের দিয়ে মাছের ওজন নিতে। কর্মচারী ভাই আমাকে বলে আজকে তো শুক্রবার সময় খুবই অল্প আজ যদি না করে কাল করি তাহলে ভালো করে সময় নিয়ে করতে পারবো। এই কথাগুলো আব্বুকে বলি আব্বুর রাজি হয়ে বলে ঠিক আছে।
দুপুর -বিকেল
আজকে তোর ডিম নিতে আসবে তাই একটু তাড়াতাড়ি ডিম দিলাম প্রয়োজন তাই বারোটায় ডিম তুলতে চলে আসি আমি কিছুদূর তোলার পরই আম্মু চলে আসে তুলতে দুজনে তাড়াতাড়ি তুলে আমি বাড়িতে এসে গোসল করে মসজিদ যাওয়ার জন্য প্রস্তুত হই।
মসজিদে এসে নামাজ পড়ে বাড়িতে কিছুক্ষণ বসতেই ডিমের নেওয়ার জন্য গাড়ি চলে আসে তা ওদের সাথে চলে আসি। ডিমগুলো ভিতর থেকে বাহিরে বের করে দেই। ডিমগুলো দেওয়ার পর আমি বাড়িতে চলে আসি আব্বুকে ডিমের হিসাব দিয়ে।
দুপুরের খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ শুয়ে থাকি আব্বু আম্মু পোল্ট্রি ফার্ম থেকে আসলে আম্মু আমাকে বলে সকালে খাওয়ার মত বা অন্যকে দেওয়ার মতো কোন প্রকার খাবার নেই। তাই খাবারগুলো নিয়ে আসতে হবে।
আমার হাতে হাজার পনেরশো টাকা দেরি দিয়েন নিয়ে আসতে বলেন আমি রেডি হয়ে ভালুকার উদ্দেশ্যে চলে আসি। কিছু টোস্ট বিস্কিট, কিছু ফলমূল মূল ইত্যাদি আরো কিছু নিয়ে আসে। বাসস্ট্যান্ডে এসে দেখি আমাদের পারিবারিক দোকানে চাচাতো বোন বসে আছে বাড়িতে আসবে একা একা আসতে পারেনা ভয় লাগে।
সন্ধ্যা- রাত্রি
তাই কিছুক্ষণ গাড়ি জন্য অপেক্ষা করে গাড়ি না পেয়ে দুজন হাঁটতে শুরু করি আমার হাতে অনেকগুলো জিনিস থাকাই চাচাতো বোন কিছু নেই। দুজনের গল্প করতে করতে বাড়িতে চলে আসি।
আম্মুর হাতে দিয়ে ক্লান্ত তাই ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়ি । মোবাইল চালাই এশারের আজান দিলে আম্মু আমি দুজন মিলেই পোল্ট্রিতে আসি বাকি দিনগুলো তুলতে। বাড়িতে এসে কিছুক্ষণ মোবাইল দেখি আব্বু বাড়িতে আসলে সবাই একসাথে রাত্রে খাওয়া দাওয়া করে। বেশ কিছুক্ষণ মোবাইল
দেখি। মোবাইল ওয়াইফাই বন্ধ করে ঘুমিয়ে পড়ি।
আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন
সকাল সকাল বাজারে গেলে সব সময় তাজা সবজি পাওয়া যায়। এজন্য বাজারে যাওয়ার সব থেকে উপযুক্ত সময় হলো সকাল বেলা। মুরগির ফার্মে সারাদিন অনেক কাজ থাকে। সকালবেলা মুরগিকে খাবার দেওয়া তারপর ডিম তোলা। তার পাশাপাশি সব সময় মুরগির দিকে খেয়াল রাখা উচিত সব সময়। আপনার সারাদিনে কার্যক্রম সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ভালো থাকবেন।