Better life with steem || The Diary Game || 23 April 2024 ||
সকাল বেলা
আজকে ছুটির দিন তাই ঘুম থেকে দেরি করে উঠি ঘুম থেকে উঠতে উঠতে নয়টার দিকে উঠে ফ্রেশ হয়ে, খাবার জন্য ভাবির রুমে চলে যাই সকালের খাবার শেষ করে রুমে চলে আসি।
রুমে এসে ল্যাপটপ অন করে ইউটিউবে গিয়ে গজল চালু করে এক সপ্তার কাপড় গুলো দোয়ার জন্য ওয়াশরুম চলে যাই,এবং কাপড়গুলো ভিজিয়ে রাখি।
কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কাপড় গুলো কেচে রোদে শুকাতে দিয়ে দিই।
দুপুরবেলা
এই কাজগুলো করতে করতে সাড়ে দশটার উপরে বেজে যায়, তারপর কিছুক্ষণ ল্যাপটপে বসে বসে নাটক দেখি, একটা নাটক দেখা শেষ করে।
আজকে ছুটির দিন তাই রুমটা ভালোভাবে পরিষ্কার করি,গোসল করতে শেষ করে দুপুরে খাবার রুমে নিয়ে মোবাইল টিপতে দুপুরের খাবার খাওয়ার শেষ করি।
বিকেল বেলা
খাওয়া শেষ করে মোবাইল রেখে ল্যাপটপে একটি মুভি দেখি শেষ করে কিছু সময় বসে থাকি পাঁচটার কাছাকাছি হয় তার কিছুক্ষণ পরেই বাড়ি থেকে ফোন দেই কথা বলি পুকুরপাড়ে গিয়ে কথা বলি।
এবং জাকারিয়া অফিস থেকে চলে আসে তারপর কিছুক্ষণ কথা বলি দুজনই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়।
সন্ধ্যাবেলা
তার কিছুক্ষণ পরে ই এক বাসা থেকে আমাদের বাসায় এক বড় ভাই আছে ঘুরার জন্য। এসে রেডি হতে বলে ঘুরতে যাবে। তাই রেডি হয়ে আমরা পাঁচ ছয় জন পাহাড়ের দিকে হাঁটতে চলে যায় বাজারের গিয়ে তরমুজ দোকানদার সাথে ফাজলামি করে কথা বলি।
তরমুজ নেওয়ার জন্য ফাজলামি করতে করতে দোকানদার রাজি হয়ে যায়। তারপর আর কি করার একটি তরমুজ নিয়ে পাহাড়ের সাইডে মাঠে চলে যাই।
মাঠে গিয়ে এক সাইডে বসে তরমুজ কিভাবে কাটবো তা নিয়ে চিন্তা করি শরিফুলের মাথায় একটি বুদ্ধি আসে হাত দিয়ে আঘাত করতে করতে ভেঙে ফেলে। ছোট ছোট টুকরা ৬ জনের মধ্যে ভাগ করে দেয় আমার ভাগে প্রায় ভালো অংশ নিয়ে পড়ে।
ভালোলাগাই তাই আবার বাজারে গিয়ে তরমুজ আনার সিদ্ধান্ত নেই। আমি আর শরিফুল হাঁটতে হাঁটতে আবার বাজারে চলে যায় আবার একটি তরমুজ নিয়ে দোকানদারের কাছ থেকে বটি দিয়ে কেটে মাঠে দিকে নিয়ে আসি।
একটি তরমুজ কে ভাগাভাগি করে ছয়জনের মধ্যে দেয় আমি আবার আলহামদুলিল্লাহ ভালো একটি পাই তাই সম্পূর্ণ না খেতে পেরে অর্ধেক শরিফুলকে দিয়ে দিই।
ওইখানে বসে থাকতে অনেক সুন্দর বাতাস গায়ে লাগে শরীরটা কিছুক্ষণ এই ঠান্ডা হয়ে যায় ওইখান থেকে আসতে মন চায় না। কিন্তু তরমুজ খাওয়ার হাতে আঠালো আঠালো লাগাই ভালো লাগলো না, আর আইপিএল খেলা ছিল আজকে তাই পাঁচ মিনিট বসে আমার বাসায় চলে আসছি।
বাসায় এসে খেলা দেখা এবং মুড়ি খাওয়ার সিদ্ধান্ত নেই ,তাই সবার কাছ থেকেই দশ টাকা করে তুলে এবং এক বড় ভাই আরো কিছু টাকা বেশি করে দেয় জাকারিয়া মুড়ি খাওয়ার জন্য সরঞ্জাম নিয়ে আসে।
রাত্রিবেলা
এরমধ্যেই আমার বেশি গরম লাগাই তাই আগে একটি বড় ফ্যান ছিল ভালো বাতাস লাগার জন্য ছোট ফ্যান কিনতেই একটি দোকানে চলে যাই ।এবং ফ্যান
কিনে নিয়ে আসি।
আসার সময় অন্য দোকান থেকে দোকান থেকে চানাচুর নিয়ে আসি। বাসায় এসে ভাবি রুমে চলে যাই এবং রাত্রের খাবার নিয়ে আমার রুমে চলে আসি।
নিয়ে আসতেই মুড়ি মাখানো শুরু করে এবং তা আমরা সবাই মিলে খেলা দেখতে দেখতে হওয়া শুরু করি খাওয়া শেষ হলে।
পোস্ট লিখতে বসে যাই এবং এবং লেখা শেষ করি ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এবং পরে একটি সুন্দর কমেন্ট করবেন প্লিজ
গরমের সময় প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না বেশি করে খাবারের স্যালাইন খাবেন। আল্লাহ হাফেজ
ছুটির দিন ছিল বিধায় সারাদিন অবসর সময়ের মাঝে দিন পার করেছেন। ছুটির দিন ছিল এজন্য বাসায় নিজের রুম পরিস্কার করেছেন এটা অবশ্যই একটি ভালো দিক।
পুকুর পাড়ে গিয়ে বসে থাকতে বেশ ভালোই লাগে।
সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
The day was more than beautiful and thanks for posting your activities. However, the watermelon was tempting and you should have used a photo in the beginning of your post.