Better life with steem || The Diary Game || 15 jun 2024 ||

in Incredible India4 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

1718504606007.jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ,কেমন আছেন বন্ধুরা ?আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় এবং ভালো আছি আলহামদুলিল্লাহ

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অফিস করে ঈদের ছুটিতে বাড়ি আসার আনন্দ।

আজকে আমাদের কোম্পানি ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাবে তাই সকলের ডিউটি বা অফিস টাইম সকাল ছয়টা থেকে দুপুর ২ টা পর্যন্ত করা হয়েছে। আমিও সকাল ছয়টায় যাওয়ার জন্য রাত্রে এলার্ম দিয়ে রাখলাম

সকালবেলা

সকাল সাড়ে পাঁচটায় এলাম বাজলে আমি ঘুম থেকে উঠে গেলাম এবং ফ্রেশ হয়ে অফিসের যাওয়ার জন্য রেডি হয়ে আমি আর জাকারিয়া সকালবেলা অফিসে চলে আসলাম। সকালবেলার আবহাওয়াটা আমার কাছে অনেক সুন্দর লাগে কেননা তখন সব শব্দহীন কোন শব্দ থাকে না।

আর প্রাকৃতিক বাতাস উপভোগ করতে করতে অফিসে চলে আসলাম অফিসের ঢুকে দেখি কেউ নেই ফাঁকা ফাঁকা লাগছে তাই আর কি করার আমি একা একা বসে আছি

বসে থাকার কিছুক্ষণ পরে রুমে বস আসে এবং উনাকে সালাম দিয়ে উনার সাথে প্রায় অনেকক্ষণ কথা বলে উনার একটি ফোন আসলো তাই চলে গেল তাই আমিও প্রতিটা সেকশন ঘোরার জন্য সেকশনে চলে যায়।

ঈদের ছুটি হওয়ার কারণে কোম্পানিতে কাজ নাই বললেই চলে তাও মেশিন চালু রাখতে কিছু কাজ করতে হচ্ছে, তাই প্রতি সেকশনে যাই এবং প্রতিটা সুপারভাইজার ভাইদের সাথে বাড়ি যাওয়া নিয়ে কথা বলি

ওদের সাথে কথা বলতে বলতে প্রায় ঘন্টাখানি
ক চলে যায়, আমি চলে আসি আজকে কিছু কাজ ছিল সেগুলো করতে, প্রথমত ফায়ারিং হতে স্যাম্পল গুলো কালেক্ট করি এগুলো রুমে নিয়ে এসে।

প্রতিদিনের মতোই এগুলোর দেখে এগুলোর যাচাই করে কোন গ্রেডে দেওয়া যাবে এবং কিছুগুলো মিডিয়াম গ্রেটে দেই ।আর কিছু লো গ্রেট, স্যাম্পল এর কাজ শেষ করে টেস্ট এর কাজ ধরি এগুলোর কোনটা কি পরিমাণ আছে তা লিখে একটি গ্রুপে সাবমিট করি

IMG20240615085628.jpg

এগুলো কাজ করে ক্যান্টিনে চলে আসি। সকালের নাস্তা করার জন্য। অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে থাকি পাঁচ থেকে ছয় মিনিট পরে রুটি আর ডিম আমাকে দিয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে চলে আসি। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে ডেকোরেশনের দিকে চলে আসি।

ওইখানে কিছুক্ষণ সবার সাথে গল্প করে বিদায় নিয়ে চলে আসি। বাড়ি যাওয়ার জন্য দুই ঘন্টা আগে অফিস থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেই। ফোনে জিএম এর সাথে কথা বলি দুই ঘন্টা আগে বের হব

বলার সাথে সাথেই রাজি হয়ে যায়, তাই বারোটার দিকে অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসি। দুই থেকে তিন মিনিট বিছানায় শুয়ে থাকি তারপর ভাবি এসে জিজ্ঞেস করে কখন বের হব।

দুপুর বেলা

আমি বলি আধা ঘন্টার মধ্যেই বের হয়ে যাব তাই গোসল করে বাড়ি আসার জন্য প্রস্তুত হয়। এবং ভাবি রুমে খাবার দিয়ে যায় খাবারটা খেয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম

IMG20240615134956.jpg

IMG20240615134946.jpg

সাহাপুর বাজারে এসে দেখি ঢাকা টু সিলেট ডাইরেক বাস গুলো সিলেট থেকে ঢাকা থাকা যাচ্ছে তাই একটি বাস দাঁড় করিয়ে ওই বাসে উঠে পড়ি ভৈরব পর্যন্ত আসার জন্য বলি এবং উঠতে অনুমতি দিয়ে দেয়।

বিকেল বেলা

ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাচ্ছি রাস্তায় কিছু জ্যাম আছে এবং আর ডাইরেক্ট বাস বলে দেড় ঘন্টায় ভৈরব পৌঁছে। ওইখান থেকে কিশোরগঞ্জ আসার জন্য কিশোরগঞ্জের একটি সিএনজি খুঁজি। ঈদে অনেক মানুষ বাড়িতে আসছে তাই সাথে সাথেই সিএনজি মানুষ হয়ে যায়

IMG20240615132737.jpg

IMG20240615132728.jpg

তাই আর দেরি না করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করি, মাঝপথে পথে পথে গরুর হাট বসেছিল তাই কিছু পরিমাণ জ্যাম হয়েছিল। কিশোরগঞ্জ আসতে আড়াই ঘন্টার উপরে সময় লাগে, সিএনজি থেকে নামতেই অনেকগুলো অটু দাঁড়িয়ে আছে তাই একটি দিয়ে হোসেনপুর পর্যন্ত এসে পড়ি।

IMG20240615172542.jpg

সন্ধ্যেবেলা+ রাত্রিবেলা


হোসেনপুর আসার পরে সিএনজি স্টেশনে চলে আসি ওইখান থেকে ভালুকা আসার জন্য ভালুকার সিএনজি নিয়ে এক ঘন্টা ১০ মিনিটের মতন সময় লাগে ভালুকা এসে পড়ি

IMG20240615180421.jpg

সিএনজি থেকে নেমে দেখি অনেক মানুষ হাঁটতেই পারছি না তাই আস্তে আস্তে হাঁটতে থাকি এবং আব্বার সাথে দেখা করে কথা বলে অনেক রাত হয়ে গেছে তাই আর না হেঁটে ভালুকা থেকে একটা অটো দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় আব্বা

IMG20240615192347.jpg

বাড়িতে আসতে দেই আমাকে দেখে আম্মা অনেক খুশি হয়ে যায় এবং কিছুক্ষণ কথা বলে গোসল করার জন্য ওয়াশরুমে চলে যাই। এবং রাত্রের খাবার খেয়ে খুব ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ি।

আজকের পোস্টে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  

STEEM DREAM TEAM

Your post has been successfully curated by our team via @steemdoctor1 at 30%.

Thank you for your committed efforts, we urge you to do more and keep posting high-quality content for a chance to earn valuable upvotes from our team of curators and why not be selected for an additional upvote later this week in our top selection.



Loading...
 4 months ago 

মুসলমান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব হলো এই দুই ঈদ। সকলে জীবিকার তাগিদে সারাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে।কিন্তু ঈদের সময় নাড়ীর টানে দেশের বাড়িতে যায়। মা-বাবার কাছে যায়। সকালে অফিসের কাজ সেরে দিয়ে দুপুরের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।ঈদের সময় একটু জ্যাম হবেই। তাও সুস্থ-স্বাভাবিকভাবে বাসায় পৌঁছেছেন জেনে ভালো লাগলো। অনেকদিন পর ছেলেকে দেখে মা খুশি হবেন এটাই স্বাভাবিক। আনন্দের সাথে ঈদ পালন করুন। শুভকামনা রইলো।

 4 months ago 

ঠিক বলেছেন ভাই, জীবিকা তাকিদে আমরা দেশ-বিদেশে কাজ করি বছরে দুইটাই ঈদ আসে মুসলিম সম্প্রদায়ের জন্য বা খুশির দিন এই দুইটা দিন পরিবারের সাথে কাটানো অনেকটা আনন্দের বিষয়। দুঃখজনক বিষয়টা হলো আমার এখনো নারী হয় নাই মা-বাবার টানে পরিবারের সাথে ঈদ করতে আশা।

ধন্যবাদ ভাই আমার পোস্টটি এত সুন্দর ভাবে পড়ে এত চমৎকার ভাবে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 🌹🥰

 4 months ago 

আশা করছি ভালোভাবেই বাসায় পৌঁছে গেছেন।ঈদ উপলক্ষে সবার ছুটি হওয়ায় অফিসে তেমন কাজ না থাকায় সবার সাথে ঈদ সম্পর্কে আলাপ করেছেন।এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।দীর্ঘ সময় পর বাসায় পৌঁছে গেছেন।আপনার বাবা আপনাদেরকে দেখে অনেক খুশি হয়েছিলেন।আসলে বাসার মানুষেরা যাবে একটা মানুষ চোখের সামনে না থাকা কতোটা কষ্টের।

 4 months ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য 🌹🌹

 4 months ago 

খুব সকালে ঘুম থেকে উঠে তো অনেক টাপ ব্যাপার এখানে এলাম না দিলে কোনদিনই তো ঘুম ভাঙবে না। যাই হোক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাকারের ভাইয়েরা আপনি অফিসে পৌঁছেছেন।

যেতেও কাল দিন পরে ঈদ তাই ঈদের ছুটিতে বাড়িতে আসতে অনেকটাই ঝামেলা পোহাতে হয়েছে রাস্তায় যেহেতু সবাই গ্রামের পথে চলছে তাই রাস্তায় একটু জ্যাম হবে এটাই স্বাভাবিক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য আপনার পরবর্তী দিনালিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।

 3 months ago 

ঠিক বলেছেন এলাম ছাড়া আমরা এত ভুল উঠতেই পারব না । যারা বাইরে থাকে তারা বুঝে কোন ছুটিতে আসলে কত ঝামেলা পোহাতে হয় যে আসবে তার থেকে ভালো আর কেউ জানে না।
এখন গ্রাম হোক শহর সকল রাস্তায় জ্যাম থাকবে এটাই স্বাভাবিক কিন্তু অতিরিক্ত পরিমাণ জেম থাকা এটি অস্বাভাবিক কথা।

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

 4 months ago 

ঈদের ছুটি থাকার পরও অফিসে যেতে হয়েছিলো। তবে আজ হাতে তেমন কোনো কাজ ছিলো না। ঈদ আপনাদের দরজায় কড়া নাড়ছে তাই সেই আনন্দ ভাগ করে নিতে বাড়ি তো যেতেই হবে আর এমন অবস্থায় কাজে মন বসবে না এটাই স্বাভাবিক। জ্যামে বসে থাকার মতো বিরক্তিকর বিষয় আর হয় না। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

 3 months ago 

ঠিক বলেছেন ঈদের কারণে আমাদের কাজের গতি অনেকটাই কমে গেছে। কেননা ঈদের ছুটি হয়ে গেছে কিন্তু কবে কখন বাড়িতে আসবো এই চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে।

একটি উৎসব আসলে পরিবারের সাথে ওসব টি উদযাপন করলে আনন্দে তা ডাবল এ রূপান্তরিত হয়। জ্যাম কথাটা শুনলেই এখন আমার বিরক্ত লাগে রাগ উঠে। এর থেকে খারাপ কিছু হতেই পারে না।

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর কমেন্ট করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61733.68
ETH 2481.63
USDT 1.00
SBD 2.63