Better life with steem || The Diary Game || 15 April 2024 ||

in Incredible India2 months ago

পআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সুস্থ আছেন ,আমি আপনাদের দোয়ায় আল্লাহর আশীর্বাদে ভালো আছি আলহামদুলিল্লাহ ।

আমি আবার আপনাদের মাঝে নতুন একটি লেখা নিয়ে হাজির হলাম ,চলেন শুরু করা যাক।

সকাল বেলা

আজকে সকালে ঘুম ভাঙ্গে পাঁচটা দশ মিনিটে তাই দেরি না করে ঘুম থেকে উঠে যায়।পোল্ট্রি ফার্মে চলে যাওয়ার পথে হালকা কুয়াশা ধান খেতে পরছে দেখতে অনেক সুন্দর লাগছে গো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ছবি তুলে রাখি।

IMG20240415053134.jpg

পল্ট্রি ফার্মে চলে যায় এবং গিয়ে লাইট অন করি পরে মুরগিদেরকে শব্দ করে ঘুম থেকে তুলি ,এবং উঠে ই খাওয়া শুরু করে কিছুক্ষণ থাকার পর আমি বাড়িতে চলে এসেছি।

বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকি তারপর সাতটার দিকে পোল্ট্রি ফার্মে চলে যায়। গিয়ে মুরগির নিচের জায়গা পরিষ্কার করি মুরগির খাবার পানি দেয়, আমাদের ছোট পুকুরে কিছু খাদ্য দেয়।

1713196982586.jpg

সব কাজ শেষ করে বাড়িতে চলে আসি ,আজকে আমাদের বাড়িতে মেহমান ছিল তাই প্রথমে সকালের হালকা নাস্তা করি। যেমন নুডুলস সেমাই পিঠা সকালে নাস্তা হিসেবে ছিল।

এগুলো খাওয়া শেষ করে ৪০ থেকে ৪৫ মিনিট পর সকালের খাবার খায়। সকালের খাবার শেষ করে কিছুক্ষণ শুয়ে থাকি 10 থেকে 15 মিনিট শুয়ে থাকার পর কারেন্ট চলে যায় তাই আর শুয়ে থাকি নাই।

তাড়াতাড়ি করে বাহিরে চলে যাই, কিছুক্ষণ পর কারেন্ট চলে আসে সাথে সাথে আম্মা আমাকে ডাক দিয়ে বলে অনেকগুলো পিঁয়াজ রসুন ব্লেন্ডার করতে বলে ।আমাকে তাই ব্লেন্ডার করা শুরু করি পেঁয়াজ রসুন আদা হালকা জিরা করার করতেই আব্বা কল দেয়।

দুপুর বেলা

তখন ঘড়িতে এগারোটা তেতাল্লিশ মিনিট বলে মুরগিকে স্যালাইন দিয়েছে কিনা কথার জবাবে না বলি তাই তাড়াতাড়ি করে মুরগিকে স্যালাইন নিতে চলে যায়।

গিয়ে দেখি ডিম পাড়া তাই ওইগুলো আগে তুলি তারপর দুই বালতিতে ৩০ লিটার করে পানি নেই এবং প্রতি লিটারে ১০ গ্রাম মানে ৩০ লিটারে ৩০ গ্রাম স্যালাইন দেই। দেওয়ার আগে আগের সব পানি ফেলে দিই ।

স্যালাইন দিতে দিতে যোহরের আযান পড়ে যায় তা শেষ করে বাড়িতে চলে আসি। এসে বসে থাকি তারপর কিছুক্ষণ সবার সাথে রান্নাঘরের সামনে বসে আড্ডা দেই।

আড্ডা দেওয়ার শেষ করে গোসল করতে চলে যায়, গোসল করা শেষ করে, রুমে এসে দেখি কারেন্ট নাই। তাই বাহিরে যখন বসে থাকি তিনটার দিকে কারেন্ট আসেন।

বিকেল বেলা

মোবাইলটি চার্জে দিয়ে আবার পোল্ট্রি ফার্মে হাত দিতে চলে যায় খাদ্য দেওয়া শেষ করে বাড়িতে চলে আসি এসে ফ্রেশ হই তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে খাওয়া-দাওয়া শুরু করি এবং তা শেষ করি।

এবং রুমে শুয়ে মোবাইলে একটি নাটক দেখি, দেখার শেষ পর্যায়ে আমাদের মেহমান আজকে চলে যাবে তাই তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য তাদের সাথে বাস স্ট্যান্ড যায়।

সন্ধ্যাবেল+রাত্রিবেলা

এমনিতেও আমার বাস স্ট্যান্ড দরকার ছিল তাই সুবিধার জন্য এক কাজে দুই কাজ হয়ে যায় ।তাদেরকে অটোতে তুলে দিয়ে আমি একটি কম্পিউটার দোকানে চলে আসি আমার ল্যাপটপে একটা কাজ প্রায় সম্পন্ন কাজ শেষ করে।

IMG20240415182127.jpg

প্রিন্ট করতে পারিনা তাই কাজটা এগিয়ে রাখার জন্য আমার ল্যাপটপে ৮০% কাজ সম্পূর্ণ করি।
তাই বাকি কাজটা সম্পন্ন করে বাড়িতে চলে আসছি,

<
IMG20240415202146.jpg

IMG20240415202102.jpg
h2>

বাড়িতে এসে আবার কল পায় এবং আটটার দিকে লাইট অফ করতে বলে মুরগিকে ঘুমানোর জন্য ।তাই আটটার দিকে লাইট অফ করে বাসায় চলে আসি খুব ক্লান্ত লাগতাছিল তাই খেয়ে ঘুম জন্য প্রস্তুতি নেই।

Sort:  
Loading...
 2 months ago 

প্রতিদিনের মতোই সকালবেলা পোল্ট্রি ফার্মে গিয়ে মুরগির যত্ন নিয়েছেন। আপনাদের বাসায় মেহমান এসেছে এজন্য মায়ের কাজের সাহায্য করেছেন। সন্ধ্যার দিকে ল্যাপটপের কিছু কাজ ছিল দোকানে গিয়ে কাজ সেরেছেন।
আবারো রাতে পল্ডি ফার্ম এ গিয়ে লাইট অফ করে দিয়েছেন।

সারাদিনের মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

ল্যাপটপ দিয়ে যদি সঠিকভাবে কাজ করা না যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তাই আপনি আপনার ল্যাপটপ ঠিক করার জন্য আপনাদের বাজারে চলে গিয়েছেন। বাড়িতে এসে আবার মুরগিদেরকে ঘুমানোর জন্য সময় দিয়েছেন, লাইট অফ করে। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন। আপনাকে অনুরোধ করবো পোস্ট লেখার পর ভালোভাবে পোস্ট পড়ে দেখবেন ।

 last month 

ঠিক আছে আপু পোস্ট করার পর আমি পর দেখব এবং আমার পোস্টিং পরে ও সুন্দর একটি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ 💐💐💐

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68401.94
ETH 3807.69
USDT 1.00
SBD 3.52