Better life with steem || The Diary Game || 10 May 2024 ||

in Incredible India2 months ago

1715362545665.jpg

কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় এবং আশীর্বাদে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি দিনের কার্যক্রম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এবং শেয়ার করতে চলে আসলাম ।

          <center><h2> সকাল বেলা </h2></center> 

গতকালকের মত আজকে সকালে আম্মা ডাকে ঘুম থেকে উঠলাম তখন দেখি ঘড়িতে পাঁচটার কাছাকাছি তাই মোবাইলটা নিয়ে আমাদের বড় বিলে এবং শিং মাছ এর পুকুরে চলে আসলাম।

IMG20240510054103.jpg

IMG20240510053924.jpg

আমাদের বড় পুকুরে গত দুই তিন যাবত মাছ ধরতেছে তাই বড় পুকুরে মাছ ধরা শেষ হলে আজকে সকাল বেলা জেলেদেরকে বলি আমাদের ছোট পুকুরে থেকে কিছু মাছ ধরে দিতে। তারা কথা মতই আমাদের ছোট পুকুরে চলে আসে এবং ওইখান থেকে কিছু মাছ তুলে খাবার জন্য বাড়িতে নিয়ে আসি। আর বাকি মাছ গুলো বাজারে নিয়ে যায়।

IMG20240510054837.jpg

আব্বা মাছ নিয়ে বাজারে চলে যায় এবং আমি বাড়ি থেকে পোল্ট্রি ফার্মের চাবি নিয়ে পোল্টিতে চলে আসি এবং প্রতিদিনের মতন লাইট অন করে আবার বাড়িতে চলে আসি।

ফ্রেশ হয়ে সকালের হালকা পরিমাণ নাস্তা করেনি শেষ করে কিছুক্ষণ বসে থেকে আবার পোল্ট্রি ফার্মেস চলে আসে মুরগীদেরকে খাবার দেই এবং গতকালকের পানিগুলো ফেলে আবার নতুন পানি দেই শেষ করে চলে আসি।

IMG20240510062053.jpg

বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ,ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়া শেষ করি ।কিছুক্ষণ বসে থাকার পর আমার বাবা একটি কাজ দেই সে কাজটি করতে আমাদের বিলের ওই পারে।

হেঁটে গেলে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে কিন্তু নৌকা দিয়ে গেলে তিন থেকে চার মিনিট সময় লাগবে তাই আমি নৌকা দিয়েই চলে যাই। নৌকা চালাইতে আমার খুবই ভালো লাগে, কাজ শেষ করি আবার বাড়িতে চলে আসি নৌকা দিয়ে।

আসতেই দেখি ডিম নেওয়ার জন্য একটি ভ্যান গাড়ি নিয়ে লোক আসছে। তাই দেরি না করে ডিম গুলো বাইরে বের করে দেই এবং লোকটি ডিমগুলো এক এক করে বাছাই করে গাড়িতে তুলে এর ফাঁকেই আজকের ডিমটা তুলে ফেলি এবং লোকেরে দিয়ে দেই এবং দেওয়ার পরে ৬০ কেস ডিমের দামে লোকের কাছ থেকে টাকা নেই রিসিট নেই।

IMG20240510113815.jpg

ভ্যান গাড়ি ড্রাইভার ডিম নিয়ে চলে যায় এবং আমি ডিমের কেস গুলি স্প্রে করে এক এক করে পল্টি তে নিয়ে আসি।

দুপুর বেলা

আজকে শুক্রবার মনে ছিল না তাই আম্মু মনে করে দেই গোসল করে মসজিদের চলে যাই নামাজ শেষ করে কিছুক্ষণ ফোন চাপতে কখন যে ঘুমে পড়ি তা খোঁজ পাই নাই এবং ঘুম থেকে উঠি তিনটা ৩৯ উঠেই আম্মু খাওয়ার জন্য বলে।

দুপুরে খাওয়া-দাওয়া শেষ করি আম্মু আব্বুর সাথে পল্টিতে সাহায্য করি শেষ করে বিকেলের দিকে ভালুকাতে একটা বন্ধুর সাথে চলে আসি গাড়ি থেকে নামতেই আরেকটি বন্ধুর সাথে দেখা হয়ে যায়।

বিকেল বেলা+ সন্ধ্যাবেলা

IMG20240510195159.jpg

IMG20240510195954.jpg

এবং এক এক করে কয়েকটা বন্ধুর সাথে দেখা হয় একটি বান্ধবীর সাথেও দেখা হয় আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে সন্ধ্যা হয়ে আসে তাই শেষ করে বাড়ি চলে আসি। এবং কিছুক্ষণ মোবাইল চেপে রাত্রে খাবার খেয়ে শুয়ে পরি এবং পোস্ট লিখতে শুরু করি শেষ করে ঘুমিয়ে পড়ি।

আজকে পোস্টটি পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 2 months ago 

তাই নাকি ভাই,
সারাদিন কাজ করতে করতে আজ দেখি মনে নাই আজকে শুক্রবার! তবে বাড়িতে থাকলে দেখা যায় কাজের চাপ থাকে আর এটা খেয়াল থাকে না তবে মা তো আছেই 🙂

তবে যাই বলেন বাড়িতে গিয়ে কিন্তু প্রচুর কাজ করতেছেন যা দেখতে পেলাম। আপনি তো ডিম অনেক পছন্দ করেন, বাড়িতে গিয়ে কি ডিম খাচ্ছেন? এটাই সুযোগ ডিম খাওয়ার শুধু ভ্যানে করে পাঠিয়ে দিলে হবে না; খাইতে হবে 🤤

This post has been upvoted through Steemcurator09


Newcomer Team Curation Guidelines For March 2024
Curated by @fombae

Note:

 2 months ago 

বাহ! আপনাদের পুকুর থেকে তো অনেক মাছ ধরেছেন। এর মধ্যে পাঙ্গাশ মাছও আছে দেখছি। আপনাদের মোট দুইটা পুকুর এবং দুইটা থেকেই মাছ ধরছেন। তার পাশাপাশি মুরগির ফার্মেও কাজ করেছেন। আপনি বাড়ির কাজে অনেক সাহায্য করেন যেটা আপনার প্রতিটা পোস্ট পড়লেই বোঝা যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ে সুন্দর ভাবে একটি মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67416.66
ETH 3475.48
USDT 1.00
SBD 2.67