Better life with steem || The Diary Game || 10 July 2025||

in Incredible India2 months ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-07-10_21_41_54.jpg

আমি আপনাদের মাঝে আমার নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতে চলে আসলাম।

IMG20250710171629.jpg

সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বারান্দায় ব্যায়াম কাজটা শেষ করি ।গত তিন দিন যাবত বৃষ্টি,এই বৃষ্টির কারণে আমাকে একদম বাহিরে বের হতে দেয় নাই আব্বু আম্মু যদি বাহিরে বের হয়ে পড়ে যায় এমনিতেই পায়ে ব্যথা তখন আরো বেশি ব্যথা পাবো তিন দিন ধরে ঘর বন্দি বলতে পারি।

আজকে সকাল বেলা বৃষ্টি নেই তাই পোল্ট্রি ফার্মে চলে আসি এসে দেখি আব্বু আম্মু খাদ্য দেওয়া শেষ করে আম্মু পানির পাইপ পরিস্কার করতেছিল আব্বু ফ্লোর পরিষ্কার করতে ছিল। আমিও কাজে হাত লাগাই পানির পাইপ পরিষ্কার করতে থাকি এর পাশাপাশি আব্বু ফ্লোর পরিস্কার কাজে সহযোগিতা করি।

IMG20250710181141.jpg

পানির পাইপ পরিষ্কার করা শেষ করে আম্মু বাড়িতে চলে আসেন ।আমি আব্বুর সাথে থেকে যাই কাজে সহযোগিতা করি আব্বুর কাজ শেষ হয়ে গেলে মুরগি দের প্রতিটি পানির পাইপে পানি দিয়ে দেয় মুরগি দের পানি দেওয়া শেষ করে আমি আর আব্বু বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে সকালের কিছু খাবার খেয়ে মোবাইল নিয়ে সময় পার করতে থাকি আবার শুরু হয়ে যায় বৃষ্টি ঘন্টাখানেকের উপর হালকা বৃষ্টি পড়ে।

IMG20250710183827.jpg

বৃষ্টি কমে গেলে বিল পাড়ে চলে আসি আমি আর আব্বু পাঙ্গাশ মাছের খাদ্য দেওয়ার জন্য দুজন মিলে খাদ্যগুলো বিল পারে নিয়ে যায়, সেসব খাদ্যগুলো আবার নৌকায় তুলে মাচায় নিয়ে চলে যায় আব্বু, আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের খাওয়া-দাওয়া সম্পন্ন করি।

IMG20250710171727.jpg

রেস্ট নিয়ে গরুর জন্য খাবার তৈরি করতে কাজে লেগে যায় খড় আর সবুজ ঘাস কেটে একটি বস্তায় রেখে দেই সারাদিনের জন্য অল্প অল্প করে গরুকে দেওয়ার জন্য।

IMG20250710095515.jpg

IMG20250710101533.jpg

গরুর খাবার তৈরি করা শেষ হয়ে গেলে তিন দিন ধরে বৃষ্টি পড়ার কারণে অনেকটা পানি জমে গেছে সামনে আরো যদি বৃষ্টি হয় তাহলে আগে থেকেই পাইপ গুলো পরিষ্কার করে রাখার জন্য একটি দিনমজুর রাখি কাজগুলো করার জন্য আব্বু তার সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দেই কি কি করা লাগবে ওই ভাই এসব কাজগুলোই করে ।

IMG20250710170012.jpg

IMG20250710165943.jpg

শিং মাছের পুকুরে কিছুক্ষণ কাজ করে বিল পারে চলে আসে ওই খান কার বিল থেকে বাহিরে পানি যাওয়ার পাইপ গুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। আরো কিছু টুকটাক কাজ করে আরো কিছু কাজ দেখিয়ে আমি চলে আসি ।

IMG20250710165926.jpg

IMG20250710165902_BURST001_COVER.jpg

ডিম তোলার পোল্ট্রি ফার্মে চলে আসি এসে দেখি এখনো আম্মু আসে নাই ডিম তোলার জন্য তাই আমি বাড়িতে এসে পোল্ট্রি ফার্মে চাবি নিয়ে ডিম তোলার জন্য চলে যায় এর কিছুক্ষণ পরে আম্মু চলে আসে ডিম তোলার জন্য দুজন মিলে তাড়াতাড়ি করে ডিম তোলা শেষ করে আমি সরাসরি বিলে চলে আসি আম্মু বাড়িতে চলে যাই।

IMG20250710164816.jpg

IMG20250710180936.jpg

দিনমজুরি ভাইয়ের সাথে আর কিছু কাজ করে আমি বাড়িতে এসে গোসলের কাজ সম্পন্ন করে রুমে এসে মোবাইল নিয়ে সময় পার করতে থাকি দুপুরের খাবার তৈরি হয়ে গেলে আম্মু ডাক দেই খাওয়া-দাওয়া করার জন্য চলে আসি।

খাওয়া দাওয়া করে রুমে এসে কিছু সময় রেস্ট নিয়ে বিকেলে বেলার কাজগুলো করার জন্য তিনজন চলে আসি পোল্ট্রি ফার্মের কাজ শেষ করে আমি আর আব্বু বিল পাড়ে এসে পাঙ্গাশ মাছের খাদ্য দেওয়ার জন্য চলে আসি খাদ্যগুলো নৌকা পর্যন্ত এগিয়ে দিয়ে আমি বাড়িতে এসে।

IMG20250710103616.jpg

ফ্রেশ হয়ে ডিমের গাড়ি জন্য অপেক্ষা করতে থাকি কিছুক্ষণ পর অপেক্ষা করার পর একটি গাড়ি আসার পর লোড করে দেওয়ার পর আম্মু আসে আরেকটি গাড়ি দুজন মিলে তাড়াতাড়ি লোড করে আমি বাড়িতে চলে আসি ফ্রেশ হই।

IMG20250710190149.jpg

অনেকদিন ধরে অসুস্থ থাকার কারণে ভাড়াটিয়াদের বাড়িতে যাওয়া হয় নাই তাই সন্ধ্যার কাজগুলো শেষ করে আমি আর আম্মু চলে আসি। এসে দেখি ছোট বাচ্চারা বারান্দায় খেলাধুলা করতেছিল তাদের সাথে আমিও শরিক হই খেলাধুলা করতে কিছু সময় খেলাধুলা করার পর আপুদের আর ভাবিদের সাথে গল্প করতে চলে আসি।

IMG20250710171354.jpg

আমার অসুস্থতা নিয়ে বেশ কিছুক্ষণ গল্প করার পর ছোটখাটো মুড়ি খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসে আম্মু বাড়িতে চলে যায় আমি সরাসরি পোল্ট্রি ফার্মে লাইট বন্ধ করার জন্য চলে আসি।
বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাত্রের খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।

IMG20250710181149.jpg

আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111473.39
ETH 4424.48
SBD 0.84