Better life with steem || The Diary Game || 07 August 2024 ||
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো আমার ব্যস্ততম দিন কিভাবে পার করলাম তা আপনাদের মাঝে তুলে ধরতে শেয়ার করতে চলে আসলাম।
সকাল বেলা
আমি বাড়িতে থাকাই নিজের ইচ্ছামতন ঘুম থেকে উঠি এখন কোন ঘুম থেকে ওঠার কোন তাড়া নেই তাই আজকে একটু অসুস্থ থাকাই পোল্ট্রি ফার্মে একদমই যেতে পারিনি একটু দেরিতে করে ঘুম থেকে উঠলাম।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার শুয়ে মোবাইল ব্যবহার করছি ঘন্টাখানিক মোবাইল ব্যবহার করি। সকাল খাবার খাওয়ার জন্য আম্মুর ডাক পড়ে যায়। সকালে খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে চলে আসি।
খাওয়া-দাওয়া শেষ করে বাহিরে বের হয়ে পড়ি ঘরের শুয়ে থাকতে আর ভালো লাগতেছে না তাই আমাদের বড় বিলে চলে আসি ওইখানে কর্মচারীদের সাথে বসে কিছুক্ষণ কথা বলি। তারা সাথে কিছু সময়ের কথা বলতেই খাদ্য দেওয়ার সময় হয়ে যায় তাই তারা ওই কাজে ব্যস্ত হয়ে যায়।
আমাদের সকালবেলা শিং মাছের খাদ্য সকাল দশটায় দেওয়া হয়। তার সাথে পাঙ্গাস মাছ দশটায় খাদ্য দেওয়া হয়। তারা খাদ্যের দেওয়ার জন্য দুজনেই
চলে যায়। আমি একটু ভান দিয়ে হাটাহাটি করতে ছিলাম মূলত এই বানে কেউ চলাচল করে না।
বাঁশঝাড়ে হঠাৎ করে মৌমাছি ছোট একটি বাসা তৈরি হচ্ছে তা দেখে বাবা জানাই এবং বাবা বলে মৌমাছি বাসা পোড়ার কোন প্রশিক্ষণ নেই তাই ওটার কাছে আমাকে যাওয়া নিষেধ করে দেয়।
আমি না গেলাম কেউ না কেউ তো যাবে তাকে যদি কামড় দেয় তাই দাদাকে বলে মৌমাছি বাসাটা পুরানোর চেষ্টা করি পুরোনো দিনের মানুষ সব কিছুরই অভিজ্ঞতা আছে। ভাই একটি বাসের মধ্যে কিছুক্ষণ নিয়ে তার মধ্যে কেরোসিন দিয়ে।
আমি আর দাদা মৌমাছি পুড়িয়ে দেওয়ার জন্য ভানে চলে আসি কিন্তু আমি কাছে যেতে পারি নাই দাদা একা একা আগুন নিয়ে মৌমাছি বাসায় আগুন ধরিয়ে দেয়।
অনেকগুলো মৌমাছি উঠতে দেখে আমি দৌড়ে রাস্তায় চলে আসি এবং দাদা ওটাকে পুড়ে নিমিষে বিপদমুক্ত করে দেয়।
এদিকে আব্বু আমাকে বলে তাদেরকে কর্মচারী দিয়ে আমাদের পোল্ট্রি ফার্মের আশেপাশে বন জঙ্গলগুলো পরিষ্কার করে দেয় কেননা ওইখান থেকেই কোন ইঁদুর সাপ থাকতে পারে তাই পরিষ্কার করতেছে।
দুপুর বেলা
আজকে আমি হরা টানে ওটা টানা মূলত উদ্দেশ্য হলো আমার দেশি মাছের পুকুরে প্রচুর পরিমাণ পানি গ্যাস হয় ।তাই মাটি গুলোকে যদি নরম হয় তাহলে গ্যাস মুক্ত পুকুর হয় এই গ্যাসের জন্য আবার ট্যাবলেটও দেওয়া হয়।
অনেকদিন পরে করলাম তো তাই একটু কষ্ট হয়ে গেছে এটা মূলত আমাদের কর্মচারী করে থাকে। কিন্তু তারা আজকে অন্য জায়গায় কাজ করতেছে তাই তাদের বিপরীতে আমি কাজটা করি।
শেষ করে আজান হয়ে গেছিল তাই গোসল শেষ করে কিছুক্ষণ শুয়ে রেস্ট নি এবং কিছু টিফিন খেয়ে ডিম তুলতে চলে আসি ডিম তুলতে আমার খুবই ভালো লাগে। আমাদের পোল্ট্রি ফার্মে প্রতিদিন আল্লাহর রহমতে ১২০০ থেকে ১৩০০ডিম তোলা হয়।
বিকেল বেলা
ডিম তোলা শেষ করে আব্বু আম্মু চলে আসে মুরগিকে খাবার দেওয়ার জন্য আমিও বাড়িতে চলে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে বাইরে হাটতে বের হই এবং চাচাতো বোনদের ভাইদের সাথে আড্ডা দেই।
একা একাই আবার হাঁটতে বের হয়ে যায় বিকেলবেলা হাঁটতে আমার একটু ভালোই লাগে। কিছুদূর যাওয়ার পথে ছোট্ট একটি ব্রিজ থাকে ওইখানে কিছুক্ষণ বসে থাকি।
সন্ধ্যাবেলা
মাগরিবের আজান হয়ে গেলেন আসার সময় পোল্ট্রি ফার্মের লাইট আর শিং মাছ পুকুরের লাইট অন করে চলে আসি বাড়িতে। রুমে হেসে শুয়ে মোবাইল নাটক দেখি।
নাটক দেখা শেষ করে রাত্রে খাওয়াদাওয়া শেষ করি এবং আব্বু আম্মু ক্লান্ত থাকাই তারা লাইট অফ করে ঘুমিয়ে যাই আমি পোস্ট লেখা শুরু করি।
এই পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।
অনেকেই মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করে। আমি নিজেও মধু সংগ্রহ করা দেখেছি। দেখতে ভালো লাগে কিন্তু কাজটা মোটেও সহজ নয়। আপনাদের বাড়িতে অনেক কিছুর চাষ করেন। মাছ থেকে শুরু করে মুরগি। এখানে আপনার অনেক রকম দায়িত্বও রয়েছে।
আপনার দিনটি অনেক সুন্দর কেটেছে। আপনার লেখা দেখলেই বোঝা যায় আপনি খুবই হাসিখুশি একজন মানুষ। তবে আপনার লেখা একটা সুন্দর বিষয় হচ্ছে মুরগির ডিম। মুরগি লালন পালন করে অনেকেই লাভবান হচ্ছে।আপনার দিনটি অনেক ভালো কেটেছে আশা করি আগামী দিনগুলো আরো ভালো কাটবে। ধন্যবাদ।