Better life with steem || The Diary Game || 01 June 2025||

in Incredible India4 months ago (edited)
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-06-01_22_31_42.jpg

আজকে সকালটা আমার কাছে অনেকটাই আনন্দ ভাবে শুরু করলাম। গত চার দিন ধরে খুবই জ্বরে আক্রান্ত ছিলাম রুমে থেকে বের হতেই পারি নাই । আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ বাইরে বের হয়ে পড়ি হাঁটাহাঁটি করার জন্য কিন্তু রাস্তায় কাঁদা পানি থাকার কারণে হাঁটাহাঁটি এতটা সুবিধা হয় নাই।

মনের ইচ্ছা মতোন হাঁটাহাঁটি করে পোল্ট্রি ফার্মে চলে আসি। পোল্ট্রি ফার্মে ভিতরে ঢুকতেই আম্মু বলে বাড়িতে যাওয়ার জন্য গিয়ে রেস্ট নেওয়ার জন্য আজকে থেকে না কাজ করে কাল থেকে কাজ করবে। আমি জোরপূর্বক পোল্ট্রি ফার্মের ভিতর আমার কাজগুলো করতে থাকি। আব্বু আম্মু মানা করছিল তাও আমি কাজ করতেছি।

খাদ্য দেওয়া শেষ হলে প্রতিদিনের মতো আম্মু চলে যেত আজকে আর আম্মু বাড়িতে চলে যায় না, আমার সাথে কাজ করতেছে। পোল্ট্রি ফার্মে ভিতরের ফ্লোর পরিষ্কার করা মুরগি পানি দেওয়া শেষ হলে বাহিরে গতকালকে ডিম দিয়েছিল সেই ডিমগুলো জীবন মুক্ত করার জন্য এক বালতিতে পানি আর পটাশ নিয়ে মিশ্রণ করে ডিমের কেস গুলো চুবিয়ে রাখি ।

IMG20250601170242.jpg

আম্মু সেইগুলো এক সাইডে রেখে দেয় গত কয়েক দিন ধরে বৃষ্টি পড়েছে তাই সেগুলো রোদ্রের শুকানো দিন ভিতরে নেওয়াটাই উত্তম তাই আর ভিতরে নেওয়া হয় নাই।

পোল্ট্রি ফার্মের কাজগুলো শেষ করে আম্মু বাড়িতে চলে আসে আমি কোয়েল পাখিদের কে খাবার পানি দেওয়ার জন্য চলে আসি। এসে দেখি আব্বু কোয়েল পাখিদের কে খাবার দেওয়া হয়ে গেছে এখন শুধু পানি দেওয়া বাকি আছে।

একটি দুঃখজনক বিষয় চার দিনে আমার অনেকগুলো কোয়েল পাখি মারা গেছে এ বৃষ্টিতে ভিজে। আমি আর আব্বু পাখিকে পানি দিয়ে আমি বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে সকালের হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে নেই। শরীরে হালকা জ্বর অনুভব করতে ছিলাম তাই হালকা খাবার খেয়েই ওষুধ টা খেয়ে নেই।

কিছুক্ষণ বিশ্রাম নিয়ে টুকটাক কাজগুলো শেষ করার জন্য বাহিরে চলে আসি। বাহিরে এসে দেখি আব্বু আম্মু কাজ করা শুরু করে দিয়েছে তাই আমিও আম্মুর সাথে কাজে সহযোগিতা করার জন্য লেগে যায়। এ কাজে ও আম্মু মানা করে দেয় রুমে গিয়ে রেস্ট নিতে বলে।

আসল কথা কি রুমে শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছিল না সময়ও কাটছিল না তাই কাজে মধ্যে থাকলে ভালো সময় কাটবে শরীরটাও ভালো লাগবে এই চিন্তা করেই কাজগুলো করার সিদ্ধান্ত নেই।

বাড়িতে আর বাড়ির বাইরে খুব একটা কাজগুলো শেষ করে আমি আর আব্বু বাড়িতে চলে আসি আমি গরুর জন্য খড় নিয়ে আসতে চলে যাই আব্বু গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসে। বাহিরে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই সেগুলো আমাদের একটি নষ্ট হয়ে যাওয়া ঘরে কাটার সিদ্ধান্ত নেই।

IMG20250601162948.jpg

আমি গরুর জন্য খাবার তৈরি করতে থাকি আম্মু রান্না করা শেষ করে আমাকে ডাক দেয় সকালে খাবার খাওয়ার জন্য গরুর খাবার তৈরি করতে আরও কিছুটা বাকি ছিল তাই সম্পূর্ণ করেন ফ্রেশ হয়ে সকলের খাবার খাওয়ার জন্য চলে আসি।

খাওয়া-দাওয়া শেষ করে বসে থাকি বাহিরে বৃষ্টি পড়তে ছিল বৃষ্টি কমে গেলে আমি কোয়েল পাখিদের ঘর পরিষ্কার করার জন্য চলে আসছি কোয়েল পাখির ঘরের চারপাশ বৃষ্টি পড়ার কারণে নোংরা হয়ে আসে তাই সেগুলো প্রথমে পরিষ্কার করে এরপর ওদের ঘরটা মোটামুটি পরিষ্কার করে খাবার পানি দিয়ে ওদের ডিম নিয়ে বাড়িতে চলে আসছি।

IMG20250601162425.jpg

সকালবেলা বৃষ্টির কারণে পাঙ্গাশের খাদ্য দিতে পারে নাই তাই আব্বু আমাকে পাঙ্গাশের খাদ্য করে দেওয়ার জন্য বলে দিয়েছেন। নৌকাতে বৃষ্টি পানি জমেছিল সেইগুলো ফেলে দিয়ে খাদ্য নিয়ে কোন রকম পাঙ্গাশের খাদ্য দিয়ে।

IMG20250601170138.jpg

বাড়িতে এসে দেখি আম্মু ডিম তোমার জন্য চলে গেছে আমিও তাড়াতাড়ি চলে যাই পোল্ট্রি ফার্মে দুজন মিলে সমস্ত ডিম সংগ্রহ করে। আমি আর আম্মু বাড়িতে চলে আসি এই ঠান্ডার দিন কাঁঠাল খেতে খুব মন চাইছিল তাই আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে সেই গাছগুলো থেকে অনায়াসে তিন-চারটা কাঁঠাল খুঁজে পাই।

IMG20250601162851.jpg

যেটা খুব কম পাকা সেটা খেয়ে গোসল করতে চলে যায় গোসল শেষ করে রুমে চলে আসি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি দুপুরের খাওয়া দাওয়া করে। রেস্ট নিয়ে বিকেলের কাজগুলো করতে হবে তাই আমি বাইরে বের হয়।

IMG20250601170143.jpg

পোল্ট্রি ফার্ম চলে আসি ডিমগুলো তুলে মুরগিদেরকে পানি দিয়ে চলে আসি।
কোয়েল পাখিদের কে খাবারও পানি দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমাদের জাম গাছ নিচে এসে জাম কুড়িয়ে খেতে থাকি।

IMG20250601162703.jpg

IMG20250601175350.jpg

হঠাৎ করে আবার আকাশ অন্ধকার হয়ে আসে বৃষ্টি আসবে তাই তাড়াতাড়ি করে বাড়িতে এসে বসে থাকি আবার বৃষ্টি কমে গেলে বাহিরে বের হয়ে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে আসি।

IMG20250601170109.jpg

আমি সন্ধ্যা কাজে আম্মুকে সহযোগিতা করে কাজ শেষ হয়ে গেলে রুমে এসে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি মোবাইলে একটি মুভি দেখে ল্যাপটপ অন করে মুভি দেখতে থাকি। এর মাঝে রাত্রের কাজের সময় হয়ে গেলে কাজগুলো শেষ করে রাত্রের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নেই খাওয়া-দাওয়া করে বাকি মুভি দেখে ঘুমানোর প্রস্তুতি নিয়ে।

IMG20250601215243.jpg

আজকের পোস্ট এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112710.96
ETH 4172.53
USDT 1.00
SBD 0.86