"শান্তি"

in Incredible India9 days ago

বিসমিল্লাহির রহমানির রহিম।

pexels-photo-752473.jpeg

Link:

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

কথাটি দুটি শব্দের হলেও কথাটির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যখন মানুষ বুঝতে শিখে তখন থেকেই এটার পেছনে ছুটতে থাকে কোথায় গেলে পাবে এই জিনিসটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কখনো এই জিনিসটার খোঁজ পায় না ওই টা হলো শান্তি।

পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হলে শান্তির কোন বিকল্প নেই ।যার টাকা নাই সে মনে করে টাকা আসলে শান্তি পাওয়া যাবে যার প্রচুর পরিমাণ টাকা আছে সে আরো আরো চাই সে কখনো শান্তি খুঁজে পাই না।

pexels-photo-2562560.jpeg

Link:
এই পৃথিবীতে যারা অনেক টাকার মালিক তারা কখনো টাকা দিয়ে শান্তি কিনে আনতে পারবে না শান্তি হলো এমন একটি বিষয় যা মনের সাথে সমঞ্জস্য থাকে মনে শান্তি থাকলেই পৃথিবীর যেকোনো কঠিন কাজও সহজ ভাবে করা সম্ভব। কঠিন কোন কাজই অসম্ভব হয়ে ওঠে না।

মনে যদি শান্তি না থাকে তাহলে পৃথিবীর সহজ কাজ ও পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে হয় এ থেকে কোন কঠিন কাজ হতেই পারে না।

ব্যক্তি যখন সিঙ্গেল লাইফ সেরে যখন সংসারিক জীবনে প্রদান করে নিজেকে তখন থেকেই শুরু হয় শান্তির অভাব। সিঙ্গেল লাইফে শান্তির অভাব থাকে কিছুটা কম কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে এর পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়।

আমি এই জীবন অনেক কিছুই দেখেছি যার অনেক টাকা আছে সেও শান্তিতে নাই আর যার টাকা নাই সেও শান্তিতে নাই আসলে শান্তি কোথায় গেলে পাওয়া যাবে সেটা মূলত কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া।

শুধু নিজস্ব শান্তি হয়ে থাকে না সমাজে থাকতে গেলে সমাজে শান্তি দরকার দেশে থাকতে যায় তার দেশের শান্তি দরকার কখনো কখনো আজীবন শান্তি রক্ষার জন্য অনেক মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে এ শান্তি রক্ষার জন্য শান্তি।

pexels-photo-764681.jpeg

Link:

কিছু কিছু ব্যক্তি মনে করে যদি আমি অনেক টাকা আয় করি তাহলে শান্তি ফিরে আসবে কিন্তু শান্তি কখনো জোর করে রাখা যায় না এটা কেবল অনুধাবন করাই যায় এটা অর্জিত করতে হবে মনের শান্তি।

এই পৃথিবীতে প্রতিটা মানুষ শান্তির জন্য একটু শান্তিতে বসবাস করার জন্য ও অনেক বাসনা করে।

আমার মনে হয় সবার সাথে হাসিমুখে কথা বললে মনের চিন্তা গুলো বা দুঃখগুলো আপন জনের সাথে শেয়ার করলে কিছুটা শান্তি অনুভব করা যায়।

শান্তি ছাড়া মানব জীবনের সব ঐশ্বর্য অর্থবিত্ত ইত্যাদি হয়ে যায় ব্যর্থ শান্তি আমাদের জীবনে যদি থাকে তাহলে অর্থবিত্ত ঐশ্বর্য থেকেও দামি একটি জিনিস যা কখনো এটা তুলনা করা যায় না

আমাদের চলার পথে অনেকের সাথে বন্ধুত্ব হয় কারো সাথে আবার স্রোতেও জড়িয়ে যায় কিন্তু শত্রু তৈরি না করে শত্রুদের সাথে যদি শান্তি স্থাপন করতে পারি মনে অনেকটাই শান্তি অনুভব হবে।

শান্তি উৎসগুলো অনেক যা লিখে প্রকাশ করা যাবে না। তাই আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 9 days ago 

পৃথিবীর সকল মানুষই শান্তি চায়, মানুষ একটু শান্তির জন্য অনেক কিছু করে থাকে, কিন্তু কিছু কিছু সময় সে শান্তির দেখা পায় না, শান্তি পেতে হলে অবশ্যই ভালো কাজ করতে হবে সৎ পথে চলতে হবে, শান্তি নিয়ে খুব সুন্দর উপস্থাপনা করেছেন, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য

 9 days ago 

ব্যক্তি যখন সিঙ্গেল লাইফ সেরে যখন সংসারিক জীবনে প্রদান করে নিজেকে তখন থেকেই শুরু হয় শান্তির অভাব।

ভাই আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত হতে পারলাম না কেননা একটা জীবন তখনই পরিপূর্ণ হয় যখন কেউ তার উত্তম জীবনসঙ্গীন খুঁজে পাই।

সুখ এমন একটি জিনিস আপনি যদি বাতাসে বিপরীত দিকে চলতে যান তাহলে যেমনটা বাধগ্রস্ত হবেন ঠিক তেমনি অল্পতে যদি আপনি না সুখী হতে পারেন একই রকম বাধাগ্রস্ত হবেন । জীবনে সুখ দেখা যাবে না। শুধু অশান্তি আর অশান্তি লেগেই থাকবে।

বাতাসের গতি পরিবর্তন করুন এবং তার ভিতরে নিজের সুখ খুঁজে নিন।

"যারা এই নিবন্ধটি পড়েছেন তাদের মোহনা করবার জন্য, আমি প্রথমে সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই নিবন্ধটি ভালো লাগতে।

আরও পড়ার জন্য, সকলে শান্তির মহিমা উদধারের জন্য এটি থেকে শুরু করুন।

আপনার ভালোবাসা, অঙ্গীকার ও উদ্যোগে জিনিসগুলি খুব বেশি।

আর এটি 0.1 Steem (approximately $0.17 USD) পাইন্ট দিয়ে ভারত থেকে, মানুষের বিশ্বাসের উপর একটি অলোকিত ইনচার তৈরি করছে।

আমি, @xpilar, হয়ে থাকব নির্ভরযোগ্য ও পরিশ্রমিক সাইন্টেম এর অনেক লুচ্ছ। এখন, আমাদের নিরাপত্তা ও পরিশ্রমিক সাইন্টেমের বিকাশের জন্য ধারণা এলো।

আগামি ডে: ভবিষ্যতে, @xpilar হবে নিজস্ব পৃথিবীর দায়িত্ব এবং কার্যক্রমে আরও ভালো হবে।

আপনার সমর্থন, ধারণা ইত্যাদি অনেকগুলির জন্য আমি @xpilar.witness-এর ভোট বিশেষভাবে চাই। ভোট দিতে, steemitwallet.com/〜witnesses পেজে যান।

@xpilar হল স্থির কমিউনিটি-এর পৃষ্ঠবর্ধক ও সুফলদাতা দেখায়।

ভোট দিন, আমরা স্থির কমিউনিটিকে আরও বড় এবং সফল তৈরি করতে পারি।

 7 days ago 

খুবই বাস্তবিক কথা বলেছে পৃথিবীতে মানুষ শান্তির জন্য কত কিছুই না করছে সবাই শুধু শান্তি চায় শান্তি চায়।। আমরা অনেক সময় শান্তি চেয়েও পাই না আমাদের কিছু কারণে।। আসলে সৃষ্টিকর্তার পথ অনুসরণ করে কোন মানুষ চললে নিশ্চয়ই শান্তির দেখা পাবে বলে আমি বিশ্বাস করি।।

 6 days ago 

মনে যদি শান্তি না থাকে তাহলে কোথাও গেলে শান্তি অনুভব করতে পারবেন না। শব্দে ছোট হলেই এর পাওয়ার বা সম্মান অনেক এই শান্তির পেছনে মানুষ জীবন শেষ করে দেয় শান্তি পাওয়ার আশায় কিন্তু মানুষ শান্তির নাগাল পায় না এ পৃথিবীতে কেউ না কেউ অশান্তিতে ভুগছে। এই পৃথিবীতে ১০০% মানুষই শান্তির অভাব রয়েছে। সৃষ্টিকর্তার কাজ করলে মূলত মন থেকে অনেকটাই শান্তি অনুভব করা যায়। যা অন্য কোন কাজেও তাই শান্তি অনুভব হয় না।

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

 6 days ago 

একদম ভাই মনে শান্তি না থাকলে কোথাও গেলে ভালো লাগেনা সব সময় মনের মধ্যে অশান্তি বিরাজ করে। আর মানুষ বোঝার পর থেকেই শান্তির খোঁজ করে কিভাবে শান্তি পাওয়া যায় আমরা চাইলে অনেক সময় এই শান্তি পাই না এটা আমাদের নিজের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57949.44
ETH 2349.64
USDT 1.00
SBD 2.44