"মানুষের জীবনের লক্ষ্য"

in Incredible Indialast month

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সুস্থ আছেন ।আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

প্রত্যেকটি মানুষেরই জীবনের কিছুটা কিছু লক্ষ্য থাকে ।কারণ লক্ষ্য ছাড়া কোন মানুষ চলতে পারে না। তাই আবার আজকের প্রশ্নের আলোচ্য বিষয় হবে মানুষের জীবনের লক্ষ্য। চলুন শুরু করা যাক।

pexels-photo-6253982.jpeg

Link:
আমাদের সবার জীবনে একটি লক্ষ্য থাকে সেটা যে কোন কিছু লক্ষ্য হতে পারে। যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি চাকরিজীবী ব্যবসা যে কোন কিছু। সবাই কি উপরের দিকেই লক্ষ্য রাখবে কেউ নিচের দিকে লক্ষ্য রাখে ,মানে মহৎ কাজ।

আমরা সবসময় একটি বিষের উপর নিশ্চিত হতে হবে । আমাদের ভেতর যেন মনের শক্তি বা বিশ্বাস থাকে এবং কেউ কোন মানুষ যদি আমাদেরকে বলে তুমি বড় হয়ে কি হতে চাও। বা তোমরা জীবনের লক্ষ্য কি ? তাকে তাকে যেন কথা রাখার জন্য বা খুশি করার জন্য বানিয়ে কোন কথা উত্তর না দেওয়া লাগে।

কিছু মানুষ আমাদের পছন্দনীয় নিয়ে কটু কথা জিজ্ঞাসা করে। কিন্তু তাতে কখনো আশা ছাড়লে চলবে না। কিন্তু মানুষ সবসময়ই তাদের ছেলেমেয়েদের ডাক্তার অথবা প্রকৌশলী বা সরকারি চাকরিজীবী ভালো টাকার চাকরি করার ইচ্ছা থাকে।

pexels-photo-10634429 (1).jpeg

Link:
মূল কথা যেসব চাকরিতে টাকা বেশি সেসব চাকরিজীবী হতে চাই আমরা। এবং আমাদের জীবনের লক্ষ্য বেশি টাকার চাকরি করতে পারলে ।পারে তা যেন সমাজে উন্নয়নের সহায়ক বা সাহায্য হয় এবং চিকিৎসক অবশ্য সম্মানজনক পেশা।

মানুষ শুধু চিকিৎসকদের উচ্চ আয়ের দিকে নজর দিয়ে থাকে। আমাদের উচিত চিকিৎসকের আমাদের প্রতি ধৈর্য ধারণ করে আমাদেরকে অসুস্থতা থেকে সুস্থতা দান করে।

আমরা যখন ক্লাস ফাইভে পড়ি অথবা আমাদের বয়স যখন ৮থেকে ১০ বছর তখন জিজ্ঞাসা করে তুমি বড় হয়ে কি হতে চাও? তখন আমরা সবাই একটি অভিন্ন উত্তর দেই ডাক্তার হতে চাই পরে তারা কেউ সরকারি চাকরি করতে চাই কেউবা পুলিশ হতে চাই যাদের টাকার দরকার তারা ভালো বেতনের চাকরি পাওয়ার অনেক আশা করে।

pexels-photo-6620742.jpeg

Link:
একটি শিশু যখন ৮থেকে ১০ বছর বয়স থাকে তখন সে তার জীবনের লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করতে পারে না ।যখন তার ১৪থেকে ১৬ বছর বয়স হয় তখন সে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে।

আমরা শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না ,এই লক্ষর পিছে ছুটতে হলে আমাদের জীবনের অনেক পরিশ্রম করতে হবে,কিন্তু ধৈর্য হারানোর চলবে না। মনে রাখতে হবে। দীর্ঘ সময় নিয়ে কাজ করা আমাদের একটি টর্চার বিষয়। এবং আল্লাহর কাছে প্রার্থনা করে জীবনের একদিন সে সফল হবেই এ বিশ্বাস রাখতে হবে।

pexels-photo-6655486.jpeg

Link:
প্রয়োজনে আপনার লক্ষ্যগুলো লিখে ফেলুন, সেগুলো অর্জনের জন্য আপনি কি কি পদক্ষেপ নিবেন সেটা পরিকল্পনা গ্রহণ করুন ।নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর আপনি কতটুকু সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তা মূল্যায়ন করে বা যাচাই বাছাই করুন । যেগুলো ভুল ত্রুটি হয়েছে সেগুলো আপনি দেখে নিতে পারবেন, সমাধান একটি কার্যক্রম ও পরিকল্পনা করে আপনাকে সফলতার দরজায় পৌঁছতে সাহায্য করবে।

যদি আমাদের জীবনের সফলতা আসে কেউই সফলতা কে কাজে লাগাই। এবং যাদের সফলতা পাই এবং এটা ব্যবহার না করে অবহেলা করে দূরে ঠেলে দেয়।

pexels-photo-6620778.jpeg

Link:
আমাদের জীবনে লক্ষ্য নির্ধারণ করে থাকি আমরা ।কিন্তু লক্ষ্য গুলো পূরণ করার জন্য আমাদের আরেকজনের সাহায্য নিতে হয় । লক্ষ্য পূরণ হয়ে গেলে ওই লোকটাকে বা ওর সাহায্য টাকে আমরা ভুলে যাই।

বিশেষ করে আমার জীবনের লক্ষ্য ভালো একটি পজিশন নিয়ে মা-বাবার পাশে দাঁড়াবো। এবং এই প্লাটফর্মের সাথে যুক্ত থাকবো ইনশাআল্লাহ

আজকে এখানেই শেষ করলাম আবারো দেখা হবে অন্য কোন পোস্ট নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 last month 

প্রত্যেকটা মানুষের জীবনে কোন না কোন লক্ষ্য থাকে সে লক্ষ্য যদি সে পূরণ করতে পারে তাহলে তার জীবনে আর কিছু চাওয়ার থাকে না। যাইহোক আজকে আপনার পোস্টে আমার কাছে অনেক ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য আছে, আমরা সবাই সে লক্ষ্য বা উদ্দেশ্য পূর্ণ করার জন্য চেষ্টা করে থাকি, অবশ্যই আমাদের লক্ষ্য পূরণের জন্য সঠিক ভাবে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ব্যতীত কখনো কেউ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে না, ধন্যবাদ সুন্দর বিষয়ের উপরে সুন্দর পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

একদম সঠিক বলেছেন লক্ষ ছাড়া কোন মানুষ থাকে না প্রতিটা মানুষের মধ্যে লক্ষ্য রয়েছে।। আর আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য অনেক রকম চেষ্টা করে থাকি।। আর হ্যাঁ শিশুকালে আমাদের লক্ষ্য করতে পারি না বড় হওয়ার সাথে সাথে এটা আমরা বুঝতে পারি।।

 last month 

একদম ঠিক বলেছেন আমাদের সমাজে কিছু মানুষ পেছনে কথা বলে যেগুলো আমাদের লক্ষ্যে খুবই ব্যথাগ্রস্ত হয়।
তবে কখনোই তাদের কথা কে দ্রুত দেওয়া উচিত নয়। নিজের লক্ষ্য কে ঠিক রেখে নিজের লক্ষ্যে পৌঁছানো হলো সর্বোত্তম কাজ। ধন্যবাদ খুব সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য।

 last month 

জীবনে অনেক বাধা আসবেই সেগুলোকে পিছনে রেখে কখনো তাদের গুরুত্ব দেওয়া উচিত না আমাদের তাহলে আমাদের জীবনী অনেক ব্যর্থর মুখে পড়ে যাবে। তাদের কথাকে পেছনে রেখে নিজের লক্ষ্যকে ঠিক রাখার জন্য এবং লক্ষ্যর পেছনে সর্ব উত্তম কাজ হল আত্মবিশ্বাস রাখা। ধন্যবাদ আপু আমার পোষ্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59529.60
ETH 2657.58
USDT 1.00
SBD 2.41