"সব পেশায় সম্মানজনক বা কোন কাজই ছোট না"

in Incredible Indialast month (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সুস্থ আছেন, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ,ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজকে আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো : সব পেশায় সম্মানজনক, বা কোন কাজই ছোট না

pexels-photo-7461112.jpeg

Link:
আমরা মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য দরকার। এ খাদ্য পেতে গেলে আমাদের কাজকর্ম করতে হবে। কাজল মানুষ বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। হবে তবে কাজটি হওয়া উচিত বৈধ অবৈধ কাজ যেমন নিজের নৈতিক ধ্বংসের দিকে নিয়ে যায় ।

মানুষ সমাজবদ্ধ জীবন যাপন করে সমাজকে এক অপরকে ছাড়া কখনোই পরিপূর্ণ হতে পারে না এখানে সব শ্রেণীর পেশাই মানুষের পরস্পরের সহায়ক। তাই কোন পেশাকে খাটো করে দেখা সুযোগ নেই।

আমরা যদি কাজকে নিষ্ঠার সাথে করি তাহলে কাজে সম্মানজনক হয়। আমাদের সমাজে কিছু পেশাজীবী মানুষদের সাথে পরিচয় হয়। ক্লিনার, গার্মেন্টস কর্মী, নাপিত, মুচি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, দিনমজুর, দর্জি, ড্রাইভার, একবার চিন্তা করেন এগুলো যদি আমাদের সমাজে না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো।

ক্লিনার

pexels-photo-585419.jpeg

Link:

আমরা যারা গ্রামে বাস করি তাদের মূলত ক্লিনার প্রয়োজন পরেনা। আর যারা শহর অঞ্চলে বসবাস করে তাদের ক্লিনার ছাড়া এক মুহূর্ত চলে না, একবার ভাবেন তো শহরে যদি ক্লিনার না থাকতো তাহলে কি অবস্থা হতো। শহরাঞ্চল নোংরা আবর্জনা দিয়ে ভরে যেত। শহরাঞ্চলে দুর্গন্ধ ছড়া তো এবং কি থাকা যেত না।

গার্মেন্টস কর্মী

আমরা সমাজে বসবাস করতে গেলে সুন্দর সুন্দর কাপড়ের পরিধান দরকার এবং এই কাপড় গুলো কোথা থেকে আছে, নিশ্চয়ই এখানে গার্মেন্টস কর্মীদের ঘামে তৈরি কাপড় গুলো আমরা পরিদান করি। যদি গার্মেন্টস কর্মী না থাকতো আপনি কি করতেন, এই গার্মেন্টস কর্মীরা কাজ করে বলে ই আমাদের দেশে বৈদেশিক মুর্দা অর্জন করছে। কোম্পানি মালিকটা শুধু একটি কোম্পানি খুলতে পারে এটি কাজ শুরু থেকে শ করে কর্মীরা বা ওয়ার্কার।

নাপিত

আমাদেরকে সুন্দর ও স্মার্ট থাকার জন্য নাপিতের সবচেয়ে বড় ভূমিকা আছে। নাপিতের কাজ শুধু চুল কাটা। এই পেশাটি যদি আমাদের এই সমাজে না থাকতো তাহলে আমাদের বড় বড় চুল নিয়ে চলাফেরা করা লাগতো। কোথাও গেলে চুল কাটা বা সেফ করা যেত না। এ থেকে আমাদের অনেক অসুবিধা হতো। আমাদেরকে সুন্দর রাখার মধ্যে নাপিত দের সবচেয়ে বড় ভূমিকা আছে।

মুচি

সমাজে যারা ছোট ছোট কাজ করে আমরা তাদেরকে ছোট করে দেখি। তাদের কাজ নিয়ে ভাবলে অনেক বড় কাজ হয়। মুচি থেকে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি, যেরকম আমাদের পোশাক দরকার সেরকম পায়ে জুতার দরকার যদি জুতা না থাকতো তাহলে আমাদের পা গুলো নষ্ট হয়ে যেত।

কাঠমিস্ত্রি

pexels-photo-8961336.jpeg

Link:

সুন্দরভাবে বসবাস করার জন্য শুধু মানুষ থাকলেই হবে না। তার জন্য কিছু আসবা পত্র থাকা খুবই দরকার কেননা, কাঠমিস্ত্রি আমাদের যেরকম সুন্দর একটি কাজ আমাদের উপহার দিয়, কিন্তু আমরা তা মূল্যায়ন করিনা, তাদের কষ্টের কোন দাম দেয় না। ওদেরকে আরো নিচু চোখে দেখি।

রাজমিস্ত্রি

pexels-photo-8961557.jpeg

Link:

কোন জায়গায় বসবাস করতে গেলে প্রথমে একটি বাড়ি প্রয়োজন হয়। বাসা বাড়িগুলো রাজমিস্ত্রিরা আমরা যে বলি তাদেরকে সেভাবেই আমাদেরকে বাসা বাড়ি উপহার দেয়। কত কষ্টের পর এ কাজগুলো করে কিন্তু এই কাজগুলো আমরা সঠিক মূল্যায়ন করি না। রাজমিস্ত্রি আমাদের উচিত সকল পেশাকে মূল্যায়ন করা এবং সম্মান ভাবে দেখা।

pexels-photo-2219024.jpeg

Link:

ড্রাইভার

ডাইভার হল আমাদের সবচেয়ে নিকটবর্তী গুরুত্ব পণ্য একটি মানুষ, আমরা কোথাও গেলে ভরসা করে উঠে পড়ি, আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিবে। আর আমরা যারা শহর অঞ্চলে থাকি। তাদের প্রতিটা বাসা মালিক বা লোকের গাড়ি আছে, এবং ওদের ড্রাইভারের হাতে গাড়ি তুলে নিশ্চিন্তে বসে থাকে। কেননা তাদের বিশ্বাস আছে ড্রাইভার কখনো কারো বিপদে ফেলতে পারেনা। যেসব মানুষের মানবতা আছে সেসব মানুষ কারো বিপদ কারণ হতে পারে না।

দিনমজুর

pexels-photo-942540.jpeg

Link:
আমরা যারা গ্রামে থাকি দিনমজুর সম্পর্কে আমরা সকলেই জানি। দিনমজুর মূলত গ্রামেও বা শহরে দুই জায়গাতেই লাগে। আমরা যখন কোন ভারী কাজ একা করতে সাহস পাই না তাদেরকে ওই বাড়ি কাজ দিলে খুব সহজেই কাজটি করে দেয়। এই মানুষ অন্য মানুষদের বেশি উপকার করে। দিনমজুর শ্রমিক ছাড়া সমাজে চলা খুব কষ্টকর হয়ে যেত।

pexels-photo-64609.jpeg

Link:

পেশা বড় হোক বা ছোট সেই পেশাটিকে যদি নিজের কাজ মনে করে কাজ করে ইনশাআল্লাহ ওই কাজটি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে । কিছু মানুষ কৃষক মুচি চা বিক্রেতা থেকে সমাজের ক্ষুদ্র পেষা থেকে প্রেসিডেন্ট বিশ্ব বিখ্যাত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের পরিণত হয়েছে। এবং তাদের কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে অনেক দূরে গিয়ে গেছে। তাদের একটি নাম উল্লেখ করা হলো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , চা বিক্রেতা থেকে একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারলে আমরা কেন পারব না।

আজকের পোস্টটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 last month 

আসলে কোন কাজকে কেউ যদি ছোট মনে করে সে জীবনে বেশিদূর যেতে পারবে না। আজকে আপনি যে সকল কাজের কথা বলেছেন এগুলো আসলেই একসময় ছোট ছিল কিন্তু আস্তে আস্তে এগুলো কেউ আর ছোট বলে গণ্য করে না।

আর যদি কেউ ছোট বলে এটিকে অসম্মান করে সেটা আমি মনে করি সবচেয়ে বড় ভুল হবে তার। তো আজকের আপনার পোস্টটি আসলেই অনেক সুন্দর ছিল আপনি অনেক সুন্দর একটি বর্ণনা দিয়েছেন।

 last month 

কোন কাজই আগে কখনো ছোট ছিলনা। পেশা আগে যে সম্মান ছিল সেটা কেউ করছিল এখন পেশাটাকে সবাই সম্মান করে এবং সবাই বুঝে কোন পেশার কতটা গুরুত্ব সম্মান আছে।

যেসব মানুষের ভিতরে মানবতা নেই সেসব মানুষ এইসব পেশা ছোট করে দেখে, যাদের ভিতরে মানবতা আছে তার সকল পেশাকে সম্মান চোখে দেখে,

সকল পেশাকে ছোট করে দেখাটা আমি মনে করি বোকামি ছাড়া আর কিছুই না

 last month 

তবে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা কিনা ছোট কাজ বড় কাজ এর হিসাব করে থাকে ৷ ছোট কাজের মানুষদের জন্য কোন ভাবেই সন্মান রাখতে জানে না ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last month 

প্রত্যেকটা কাজের মানুষকে অবশ্যই সম্মান করা উচিত। আমি হয়তো বা একটু উঁচু পদে আছি কেউ আমার চাইতে একটু নিচু পদে আছে। এগুলো নিয়ে কখনোই চিন্তা করা উচিত নয়। কেননা আমরা কেউ কাউকে ছাড়া চলতে পারবো না। একজন আরেকজনের উপর নির্ভরশীল। তাই সবাইকে সম্মান করে সুন্দর একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করতে হবে। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 last month 

আপনি খুবই চমৎকার ভাবে বিভিন্ন পেশার মানুষের সম্পর্কে বলেছেন আসলেই মানুষগুলো আমাদের সমাজের অতী প্রয়োজন।। আর হ্যাঁ, কাজ কাজ তাই কোন কাজকেই ছোট করে দেখা উচিত তা আর মানুষ ছোট থেকেই একদিন বড় হয়।।

 last month 

আমাদের সমাজে প্রতিটি পেশাই অতি প্রয়োজনীয় এবং ব্যবহার যোগ্য। মানুষ এখন পেশাটাকে বড় করে দেখে না পেশা থেকে ইনকাম বা টাকা টাকা আয় করছে সেটা কি বড় করে দেখে। এই ছোট ছোট কাজের মানুষটা যদি না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো একবার ভেবে দেখেন। আমাদের সকলের উচিত সকল পেশাকেই বড় করে দেখা

 last month 

একদম সঠিক বলেছেন,, বর্তমান সময়ের মানুষ উপার্জন টাই দেখে তার পেশাটা দেখে না।। আর হ্যাঁ সমাজে এই ছোট ছোট পেশাদেরকে সম্মান করা উচিত।।

 last month 

সমাজের কোনো কাজই ছোট নয়। সামান্য দিনমজুর থেকে শুরু করে সকল যেকোনো পেশার গুরুত্ব রয়েছে সমাজে। দিনমজুর না থাকলে আমাদের প্রয়োজনীয় কাজগুলো কারা করতো, নাপিত থাকলে কাদের কাছে আমাদের প্রয়োজন মিটাতাম। তাই সকল পেশার মানুষকে সম্মান দেওয়া উচিত।

 last month 

বর্তমান যুগে মানুষেরা পেশা থেকেই মূলত ছোট করে দেখে। যার পেশেন্ট উচ্চ পর্যায়ে তাকে বেশি সম্মান করে আর যেটা একদম নিম্ন পদের সে তারকে একদমই সম্মান তো দূরের কথা তার সাথে কথা বলে উচ্চস্বরে এবং খারাপ ব্যবহার করে। নিজের কাজগুলো একা একাই করতে হতো কঠিন হোক বা সহজ কারো সাহায্য পেতেন না। আমাদের সকলের বুঝতে হবে সকল দেশের সম্মানের হয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60308.44
ETH 2640.77
USDT 1.00
SBD 2.54