"সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ মা বাবা"

in Incredible India7 days ago

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি । বিষয়টি হলো: সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ মা বাবা। তা আপনাদের মাঝে তুলে ধরতে এবং শেয়ার করতে চলে আসলাম।

free-photo-of-father-mother-and-son-sitting-among-colorful-flowers-in-village.jpeg

Link:

সকল মা বাবার কাছেই যেরকম সন্তান সবচেয়ে দামি সেই রকমই সন্তানের কাছে মা-বাবা হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। যার এই সম্পদ আছে সে কখনো তার মর্যাদা বোঝে না। কিন্তু যার এই সম্পদ নেই সে হারে হারে বুঝে মা-বাবার না থাকায় কষ্ট।

মা বাবা ছাড়া একটি সন্তান সুস্থ সুন্দর নিখুঁতভাবে গড়ে উঠতে পারেনা মা-বাবার কারণে আমরা এই সুন্দর পৃথিবী মুখ দেখতে পাচ্ছি। মুক্ত স্বাধীনভাবে খাওয়া-দাওয়া ঘুম বিশ্রাম মনের সুখে ঘুরে বেড়ানোর, পড়াশোনা কড়া এবং পড়াশোনা শেষ করে চাকরি ও বাকরি ব্যবসা করে জীবন বড় হওয়ার স্বপ্ন দেখায় ইত্যাদিতে ব্যস্ত থাকতে পারছি।

পৃথিবীতে যে দুজন মানুষ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। সীমাহীন কষ্ট সহ্য করে পেটে ধারণ করে। অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখায় স্বপ্নের বিবর প্রতিটি মাই জানে যিনি জন্মদানের মুহূর্তে তার নিজের থেকে মৃত্যু আলিঙ্গন করার মাঝেও যেন সুখ।

শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার থেকে এই পৃথিবীতে অসহায় কেউ থাকেনা কেননা তখন সে অনেক ছোট থাকে হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না।

pexels-photo-3845344.jpeg

Link:

সেই সময় তার পাশে মা বাবাই ডাল হয়ে দাঁড়ায় কোলে নিয়ে তিল তিল করে নিজের রক্ত পানি করে নিজের পেটের ক্ষুধা পুষে রেখে সন্তানের খোদা মেটায়।

আমাদের ভবিষ্যৎ চিন্তায় তার অনেক ব্যস্ত থাকে নিঃস্বার্থভাবে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সহ সব চাহিদা মেটাই মানুষের মতো মানুষ করতে প্রাণপণ চেষ্টা করে।

নির্বিশেষে নিভৃতে বাবা দিনের অধিকাংশ সময় ব্যয় করে আয়ের পেছনে ছুটে। সকল মা বাবা চেষ্টা করে সন্তানের মুখে ভালো খাবার ভালো শরীরে ভালো জামা কাপড় কিনে দেবে। আমাদের মানুষের মতন মানুষ করতে এবং জ্ঞান অর্জন করার জন্য আমাদের পড়াশোনা করায় এ পড়াশোনার মধ্যেই অনেক টাকা খরচ করে।

pexels-photo-5792903.jpeg

Link:

মা বাবার দুজনের সুখ বিসর্জন দিয়ে নানান কায়দায় অর্থ শাস্ত্রে করে সন্তানের সুখ কেনে। সকল মা বাবাই চাই যে সন্তান সবসময়ই সুখে থাকে, এবং সব সময় হাসিমুখে থাকে।

একটি সংসারে একজন আদর করলে একজন শাসন করায় দরকার যদি দুজন আপনাকে ভালোবাসে তাহলে। খারাপ পথে যাওয়ার আশঙ্কা থাকে তাই একটি সংসারে মা সন্তানকে অনেক ভালোবাসে কিন্তু বাবা একটু শাসন করে থাকে। সন্তানদের ভালোর জন্যই করে।

প্রতিটা মানুষের জীবনে বড় ছায়া বা বটগাছ হিসাবে বাবা থাকে যত বিপদ আসুক সব বাবার উপরে দিয়ে চলে আসে কিন্তু সন্তান যে বিপদমুক্ত থাকে সকল বাবাই সেটা আশা করে।

pexels-photo-4148842.jpeg

Link:
আমরা মা বাবার কাছে আবদার করে থাকি এই আবদার পূরণ করার জন্য বাবা মায়ের খুব কষ্ট করে । সন্তানের আবদার পূরণ করে। কিন্তু আমরা জানিনা বাবা মা কিভাবে আবদার পূরণ করছে। আমরা শুধু আবদারের জিনিসটা নিয়েই খুশি থাকি। মা বাবার কথাই অনেক সন্তান অবাধ্য হয় । এবং যে সন্তান মা বাবার সাথে অবাধ্য আচরণ করে তার বিপদ হয়।

তাই আমাদের সকলের উচিত মা বাবার কথা কখনো অবাধ্য না হওয়া। সকল মা বাবাই চায় সন্তানের ভালো কিছু হোক বা ভালো আশা করে কোন মা বাবা সন্তানের খারাপ চায় না।

গ্রামে খুব কম হয় বেশিরভাগ শহর অঞ্চলেই এই বিষয়টি চোখে পড়ে আজকে সমাজের বৃদ্ধ মা বাবার প্রতি সীমাহীন অবহেলা করে অতি দুঃখের সঙ্গে আজকাল দেখা যায় পিতা-মাতার বার্ধক্য উপনীত হলে অনেকে তাদের বৃদ্ধাশ্রম নামক কারাগারে পাঠিয়ে দেয়।

pexels-photo-7551675.jpeg

Link:
এটি মূলত যে সন্তানটি বেশিরভাগ বিয়েতে আবদ্ধ হয় তারপর স্ত্রীর চাপে না পেরে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই পৃথিবীতে বাবা মার মতো আপন জনার আর কেউ নেই। পিতা-মাতা সব সময় সন্তানের কল্যাণ কামনাই করে। কিন্তু তাদের সাথে দূর ব্যবহার করে কোন সন্তান কখনো সফলতার পথে এগিয়ে যেতে পারে না।

তাই আমাদের উচিত মা বাবার প্রতি ভালো ব্যবহার এবং বৃদ্ধ হয়ে গেলে তাদের পাশে থাকা যেভাবে আমাদের ছোটবেলা আমাদের পাশে মা বাবা ছিল।

আজকে এ পর্যন্তই সকলে ই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 7 days ago 

বাবা মা অনেক কষ্ট করে তাদের সন্তানকে বড় করে মানুষের মতো মানুষ করে তোলে। নিজের ইচ্ছাকে মূল্যায়ন না করে সন্তানের ইচ্ছেকে প্রাধান্য দেয়। এটা ঠিকই বলেছে পৃথিবীতে মা বাবার মতো কেউ ভাললবাসতে পারে না। আমাদের দায়িত্ববান করে তোলা থেকে সব কিছু মা বাবাই করে থাকে।ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 7 days ago 

পিতা মাতা পিতা মাতা সন্তানের কখনো মঙ্গল কামনা করে না এবং সব সময় সন্তানের ছায়া বা ভোট বৃক্ষ হিসেবে থাকে যাতে সন্তানের কখনো বিপদ না আসে। সন্তান যখন কোন কিছু আবদার করে তখন বাবা মার সকল ইচ্ছা শখ সুখ বিসর্জন দিয়ে সন্তানের আবদার পূরণ করে
আমাদের ছোট থেকে না বড় করে কিন্তু বড় হয়ে বাবা-মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর বাবা-মার প্রয়োজন হয় না ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। ধন্যবাদ আমার পোস্টটি পড়াতো সুন্দর একটি কমেন্ট করার জন্য

 7 days ago 

খুবই চমৎকার একটি বিষয় নিয়ে বস লিখেছেন।। পৃথিবীতে যত মা ভাবে আছে তাদের সন্তানের প্রতি আঘাত ভালোবাসা তাদের জন্য সব ধরনের কষ্ট তারা বিসর্জন দিতে পারে।। আপনি আরো বিস্তারিতভাবে মা-বাবার বিষয় নিয়ে লিখেছেন খুবই ভালো লেগেছে।।

 7 days ago 

মা সন্তানদের জন্য সকল সুখ শখ বিসর্জন করে যাতে সন্তান সুখে থাকতে পারে মায়েরা অনেক কষ্ট করে অর্থ সঞ্চয় করে এবং সেগুলো আবার সন্তানদের পেছনে খরচ করে। মায়ের কাছে সন্তান যা চায় আশা করি সবই পাই। আমি কখনো মায়ের হার কাছ থেকে খালি হাতে আসি নাই আমি যখনই যা চাইছি তখনই পেয়েছি।

সন্তানদের কখনো বিপদে বা আঘাত থেকে বিরত রাখে।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

 7 days ago 

এটা একদম বাস্তব বলেছেন সন্তানের ভালোর জন্য মা অনেক সঞ্চয় করে থাকে আর সেই টাকাগুলো তার সন্তানের পিছনে খরচ করে যাতে করে তার সন্তান টা ভালো থাকে খুশি থাকে।।

পৃথিবীতে মা বাবার থেকে বড় কোন সম্পদ নাই, প্রত্যেক সন্তানের জন্য তার বাবা অনেক কষ্ট করে, জন্মের পর থেকে নিয়ে যতদিন পৃথিবীতে তারা বেঁচে থাকেন ততদিন তাদের চিন্তার মধ্যে শুধু সন্তানের উন্নতিই থাকে, ধন্যবাদ আপনাকে বাবা মা নিয়ে সুন্দর পোস্ট করার জন্য।

 7 days ago 

সন্তান পৃথিবীতে আসার পরে মা বাবা সব সময় সন্তানের পাশে থাকে এবং সন্তানের কিসে ভালো হবে তা নিয়ে সবসময় চিন্তা করে। সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তানের কিভাবে উন্নত হবে তা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করে দোয়া করে। পৃথিবীর সকল মানুষ স্বার্থ ছাড়া কোন কাজ করে না কিন্তু মা বাবা স্বার্থহীন ছাড়া সারা জীবন সন্তানের কল্যাণ কামনা করে এবং কাজ করে থাকে। ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

Loading...
 7 days ago 

সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ মা-বাবা ছাড়া আর কেডা হবে বলেন যদি সন্তান বিপদে পড়ে তাহলে সবার আগে এই মা-বাবাই ছুটে চলে যায় সন্তানের বিপদে পাশে। যাইহোক আজকে আপনি অনেক সুন্দর একটি টপিক নিয়ে আমাদের মাঝে শেয়ার করছেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

 4 days ago 

সন্তানের কাছে মা বাবা সবচেয়ে দামি এবং সন্তান কষ্টে থাকে মা-বাবা কখনো চায় না। সন্তান বিপদের বা কষ্টে থাকুক মা-বাবার মনে অনুভব করেন সন্তান কষ্টে আছে। এবং তারা যথাসম্ভব চেষ্টা করে তার সন্তানটা কষ্ট বা বিপদ থেকে মুক্তি পায়। ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করেছেন

 6 days ago 

এটা একদমই ঠিক কথা যে আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন আমাদের মতো অসহায় আর কেউ ছিল না।
তখন বাবা-মা আমাদেরকে যত্নে ও আদরে আগলে রেখে বড় করে তুলেছে।
কিন্তু যখন আমরা বড় হয়ে তাদের এই অবদানকে ভুলে যাই। অনেকে আছে বাবা মাকে খেতে পর্যন্ত দেয় না। আবার অনেক মহামানব তাদ্ররকে বাড়ি থেকে বের করে দেয়।
আপনি আজকে একটা ব্যাতিক্রমি ও চমৎকার বিষয় নিয়ে লিখেছেন

 4 days ago 

আমরা যখন পৃথিবীতে আসে তখন আমাদের কথা বলার শক্তি আর তুমি থাকেনা কিন্তু সব কিছু বোঝার শক্তি একজনের থাকে সেটি হলো মা। কান্নাকাটি করলেই বুঝতে পারে কখন খাবার দিতে হবে কখন ঘুমানোর হবে। বা কখন ওকে নিয়ে কখন হাটাহাটি করতে হবে। এখনকার মানুষ শিক্ষিত কিন্তু তাও তোমাকে ঘর থেকে বের করে তোমার বৃদ্ধাশ্রমে ফিরিয়ে দেয় কিন্তু কিছু কিছু আগে মানুষজন শিক্ষিত ছিল না অনেক ভালো যৌথ পরিবারে থাকতো।

ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দর ভাবে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য

 6 days ago 

অবশ্যই সন্তানের কাছে তার মা বাবা সব থেকে মূল্যবান সম্পদ হওয়া উচিত। কিন্তু এখন সেই সম্পদের মূল্য কেউ বোঝেনা। মা বাবা কত কষ্ট করে তার সন্তানকে বড় করে তোলে। নিজের সর্বস্ব দিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে। কিন্তু বেশিরভাগ মানুষ বড় হয়ে মা-বাবাকে দেখেনা। তাদের পরিশ্রমের মূল্য দিতে জানে না। আপনার পোস্টটি খুব সুন্দর ছিল। এই পৃথিবীতে যদি সবাই নিজের মা-বাবাকে আগলে রাখত তাহলে আরো ভালো লাগতো।

 6 days ago 

আপনি যে ভাবেন সেভাবে যদি পৃথিবীর সকল মানুষ ভাবতো তাহলে পৃথিবীতে কোন বৃদ্ধাশ্রম নামক কারাগার না। মা-বাবারা সন্তানদের যেভাবে ভালোবাসে সেভাবে যদি পৃথিবীতে সন্তানরাও যদি বৃদ্ধ বয়সে মা বাবার খেয়াল রাখতো ও ভালোবাসতো তাহলে পৃথিবীতে সকল মা বাবা আনন্দে ও সুখে থাকতো।
পৃথিবীতে সকল মানুষই স্বার্থ ছাড়া কোন কিছুই করে না একমাত্র মা-বাবা স্বার্থহীনভাবে সন্তানদের শুধু দিয়ে যাই বিনিময়ে কোন কিছু আশা করে না শুধু আশা করে তার সন্তানরা সুখে থাকে শান্তিতে থাকে।
ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43