Better Life With Steem | The Diary game | February 21, 2024 |
আসসালামুয়ালাইকুম
একটা সুন্দর দিন
ফেব্রুয়ারি ২০২৪
বুধবার
সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন, আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো সুন্দর একটি দিন।
- প্রতিদিনের ন্যায় সকালের নাস্তা করে ছেলেকে নিয়ে মাঠের রাস্তায় হাটাহাটি করছিলাম বেশ কয়েকদিন যাবত এই রাস্তায় আসা হয়নি এই কয়েকদিনের ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। বেশ কয়েকদিন আগে সম্পূর্ণ মাঠে সরিষা গাছে ভরা ছিলো এখন ইরি ধান লাগানোর জন্য ডিভকল থেকে মাঠে পানি দিয়া শুরু করেছে
- কেউ কেউ জমি চাষ করা শুরু করে দিয়েছে কেউ বা গরু দিয়ে, হাল চাষ করছে কেউবা ট্রাক্টর দিয়ে জমি চাষ দিচ্ছে এখন বর্তমান সময়ে গরু দিয়ে জমি চাষ করা দেখা যায় না। কিন্তু আমাদের এই দিকে খুব অল্প কিছু মানুষ গরু দিয়ে জমি চাষ করে। এখন প্রযুক্তির সময়ে ট্রাক্টর বা নাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়।
- রাস্তায় চাচাতো ভাইয়ের সাথে দেখা ও দেখছি কতগুলো শিমুল ফুল নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। আমার ছেলে বায়না ধরল তার মামার কাছ থেকে শিমুল ফুল নেবে সে তো নাছোড়বান্দা শিমুল ফুল নিয়েই ছাড়বে। ফুল নিয়ে তো বেশ খুশি।
- মাঠে গিয়ে দেখলাম আকাশ মেঘলা প্রচুর বাতাস বইছে কিছুখন থাকার পরে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে একজন ভ্যান চালক। তার ভ্যানের উপরে অনেকগুলো বরই গাছ নিয়ে যাচ্ছে। আমাদের সাতক্ষীরা জেলাতে অধিকাংশ ব্যবসার ভিতরে বরুই চাষ বেশ উৎপাদন বৃদ্ধি করেছে।
- বাড়ি আসতে আসতে চারপাশের পরিবেশটা খেয়াল করে দেখছিলাম কি কি বিষয় ফটোগ্রাফি করা যায় আমার নজরে আসলো একটা খেজুর গাছ খুব সুন্দর খেজুরের ফুল ধরেছে ছোট ছোট খেজুরের গুটি ধারণ করেছে আমার কাছে বেশ সুন্দর দেখাছিলো। ছোটবেলায় খেজুরের ফুল আমরা রান্নার কাজে ব্যবহার করতাম।
- বাসায় আসছি তখন বাজে দশটা আমার বড় ভাই কতগুলো মাছ নিয়ে হাজির হলো। মাছ কাটার দায়িত্বটা আমার কাছে এসে পড়লো। যেহেতু ভাবি বাড়িতে নেই সে এখন বাবার বাড়ি আমি আর দেরি করলাম না মাছ কেটতে ধুতে প্রায় এক ঘন্টার বেশি সময় লেগে গেল।
- মাছ কাটা শেষ মন চাইছে কিছু একটা খেতে কিন্তু বাড়ি কিছু না থাকার কারণে ভাবলাম নিজেদের গাছে তো বরুই আছে। আমি আর আমার ছেলে ইচ্ছামতন পাকা পাকা বরুই খেলাম। বরুই গুলো খুব মিষ্টি।
- বর্তমান সময়ে আমার প্রতিদিন বিকালে রাজহাঁসের বাচ্চা নিয়ে মাঠে বসে তাদেরকে ঘাস খাওয়ানো আমার একটা বড় কাজ হিসেবে গণ্য হয়েছে। আমার বেশ ভালো লাগে বাসায় না বসে মাঠে এসে হাঁসগুলোকে ঘাস খাওয়ানো। রাজহাঁসের বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর দুইটা সাদা ও একটা কালো বাচ্চা।
আজকের মতো এখানে শেষ করছি কোন ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।
শিমুল ফুল দেখতে খুব লাগে। বিশেষ করে সারা গাছে যখন ফুলে ভরে তখন দেখতে খুব সুন্দর লাগে। তারপর আপনি মাছ কেটে নিজের দায়িত্ব পালন করেছিলেন এবং বরই খেয়েছিলেন। বরই খেতে এমনিতেই খুব ভালো লাগে আর সেটা যদি হয় নিজেদের গাছের তাহলে তো কথাই নেই। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল
আমাদের এই দিকে ধান চাষ রোপণ শেষের দিক আপনাদের ঐ দিকে কেবল মাত্র চলতেছে ৷ আমার সবচেয়ে ভালো লাগলো জমিতে মই দেওয়ার দৃশ্য টি দেখে ৷ আমি যখন ছোট ছিলাম ঠিক একই ভাবে আমিও মই এ উঠে জমিতে মই দিয়ে সমান করেছিলাম ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে একটি মন্তব্য করার জন্য আমিও ছোটবেলায় আমার আব্বুর সাথে আমার বড় ভাই আর আমি মৌ এর উপর উঠে এভাবে বসে থাকতাম তখন বেশ ভালো লাগতো এখন আর এগুলো আর করা হয় না এখন সব স্মৃতি 😅
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡 দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷
অনেক জাগায় ধানের চাষ শেষ আবার অনেক জায়গায় শুরু।। আমার মনে হয় আপনার ক্যামেরাটা অনেক সুন্দর কারণ ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর এসেছে।। আর কাঁচা বড়াই পারছেন কেন আপু 😊😊 হাঁসের বাচ্চা ছোট থাকতে দেখতে অনেক সুন্দর লাগে।।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া হ্যাঁ ক্যামেরা মোটামুটি চলে কাঁচা বরই না ওগুলোর টক মিষ্টি।
টক মিষ্টি যেকোনো ফল খেতে অনেক ভালো লাগে।।