বেস্ট ফ্রেন্ডের সাথে কাটানো পাঁচটা বছর। দ্বিতীয় পর্ব
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আমার প্রিয় বেস্ট ফ্রেন্ড ফাতেমার সাথে কাটানো পাঁচটি বছরের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে।
বেস্ট ফ্রেন্ডের সাথে কাটানো পাঁচটা বছর। দ্বিতীয় পর্ব
এবার আমার কথায় আসে :
- তার সাথে আস্তে আস্তে কথা বলতে শুরু করলাম। আমার বিবাহিত জীবনের গল্প বলতাম। আমার শ্বশুর বাড়ির কথা বলতাম ২০২০ সাল আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। হাজবেন্ড বিদেশ থাকতো নিজেকে খুব একা লাগতো কান্নাকাটি করতাম এইগুলো তার সাথে সবকিছু বলতাম। সে আমাকে সান্ত্বনা দিত। অনেক ভাবে বোঝা তো।
- আমি তখন ছিলাম বেখেয়ালি নামাজ কালাম পড়তাম না আনমনা আর হ্যাঁ, আমার ফ্রেন্ড ছিল ইসলামিক মাইন্ডের সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে আমাকে ইসলামিক দিক দিয়ে বোঝাই তো আমি তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতাম সে আমাকে বলতো আমি খুব নরম শরম মানুষ।
- কিন্তু আমি এ সম্পন্ন হয়ে ভিন্ন রাগী ছিলাম মেজাজ খুব গরম থাকতো কিন্তু তাকে কখনো বুঝতে দিতাম না তার সাথে কথা বললে নিজের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যেত। রাগ দেখাতাম না।
অপরদিকে ফাতেমার কথায় আসি :
মেয়েটা নরম প্রকৃতির মেয়ে যেকোনো কিছু সুন্দরভাবে বোঝা তো রাত জেদ বলতে নেই বাট অভিমান তো আছে আর হ্যাঁ খুব ঘুম প্রিয় মানুষ 😅তোর হাসিটা আমার কাছে খুবই ভালো লাগে। তার মন খারাপ থাকলে আমি বুঝতে পারি। আবার আবার মন খারাপ থাকলেও সেও বুঝতে পারে বন্ধুত্বটা তো আত্মার থেকে।
তার একটা ভালো দিক আছে সে অল্পতে হাসতে পারে। আর প্রশংসার দিকটা তো বাদই দিলাম আর আমার কাছে সুন্দরী সুশীল শান্ত ভদ্র এবং একজন পর্দাশীল নারী। তার নিয়ে লিখতে গেলে কলমের কালে শেষ হয়ে যাবে তারপরেও তার প্রতি আমার প্রশংসা শেষ হবে না তার সাথে এই পাঁচটা বছরের সম্পর্ক আমার জানা মতে ঝগড়া তো দূরের কথা কখনো তর্ক হয়নি।
ফোনে চ্যাট করতাম কলে কথা বলতাম প্রায় দুই সপ্তাহ চলে গেল তার সাথে তাকে না দেখে কথা বলতে শুরু করলাম। কারণ সে পর্দা করতো তাই পিকচার সাহসটা আর হলো না দুই সপ্তাহের পরে কলেজে আসছি তারাও আসছে আমার এক ক্লাসমেট ছিল রেক্সোনা তার সাথে গল্প করছি তারাও আমাদের কাছে আসলো বাকিরা সবাই গল্প করছে। ফাতেমা আমাকে সালাম দিল।
আজ তাকে দেখার বায়না করলাম আমি বলছি তোমাকে দেখবো সে নানা করছে আর হাসছে আমিতো নশোর বান্দা দেখবোই। অবশেষে শেয়ার না করতে পারল না তার মুখটা আমাকে দেখালো মাশাল্লাহ।
বন্ধুত্বের গল্প বলে কখনো শেষ করা যাবেনা
- তাকে আমি সম্মান করি অন্তরের অন্তর থেকে চেষ্টা করব এইভাবে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তাকে আল্লাহর জন্য ভালোবাসি এই সম্পর্ক জন মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকে একজন ভালো দিন্দার বন্ধুর সাথে আল্লাহ তার হাশর প্রদান করবেন আল্লাহ যেন তোমার সাথে আমার জান্নাত দান করুক সেই দোয়াই করি।
আজকের মত এখানে শেষ করছি।লেখার ভিতর কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ।
আসলে আমরা একজনের সাথে চলাফেরা করতে করতে, আমাদের নিজেদের অনেকগুলো অভ্যাস পরিবর্তন হয়ে যায়। আপনার বান্ধবী যেহেতু ধার্মিক ছিল। আপনি তার সাথে চলাফেরা করতে করতে নিজের অনেকগুলো অভ্যাস পরিবর্তন করেছেন। এবং নিজেকে তার মত করে তৈরি করার চেষ্টা করেছেন।
বাস্তবতার গল্প কখনো বলে শেষ করা যাবে না। আর এই গল্প কখনো শেষ হবে না। আপনার বান্ধবীর সাথে কাটানো দিনগুলো আপনার অনেক বেশি স্মৃতি মধুর ছিল। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময়টা দিয়ে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
বেষ্ট ফ্রেন্ডের সাথে পাঁচটা বছর কাটানোর কিছু স্মৃতিময় মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার বন্ধুদের সাথে কাটানো সময় গুলা ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আপনি আজ আমাদের সাথে বন্ধুত্বের গল্প নিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছেন। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বও খুব ভালো লাগলো। আপনার বন্ধুত্ব অটল থাকুক সারাজীবন। শুভকামনা রইল আপনার জন্য।
এমন বন্ধুর অনেক বেশি দরকার জীবনে। বেস্ট ফ্রেন্ড কথাটাই কত গভীর। আর এই সম্পর্কে যাকে জড়ানো হয় তার সব গুনাগুণ জেনেই জড়াতে হয়। আপনার বেস্ট ফ্রেন্ডের অবদান আপনার জীবনে অনেক বেশি। ভালো লাগলো আওনার বন্ধুর কথা শুনে।
অসংখ্য ধন্যবাদ আমার বেস্ট ফ্রেন্ড কে নিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল
আওনি ও আপনার বেস্ট ফ্রেন্ডের জন্যে অনেক অনেক শুভকামনা। ভালো থাকিবেন
চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় আমাদের তবে প্রকৃত ভালো বন্ধু তাকে কখনোই ভুলা যায় না।
যেভাবে আপনার বন্ধুকে আপনি এখনো মনে রেখেছেন এবং তার কয়েকটি দিক উল্লেখ করেছেন ঠিক প্রকৃতি বন্ধু এমনই হওয়া উচিত।