অফিসে নিত্য দিনের কাজsteemCreated with Sketch.

in Incredible India4 months ago (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব অফিসে কি কি কাজ করতে হয়।

  • বর্তমানে আমি এখন একাই থাকি ,, খুব ভোরে সকালে উঠে নিজের রান্না বান্না সেরে। নিজের ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়। আমার কাজ CNC বিভিন্ন ধরনের কাঠ ডিজাইন করা হয়। এটা মূলত অনেক ট্যালেন্ট ফুলি কাজ। খুব নিখুঁতভাবে মেশিনের সাহায্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কাট ডিজাইন করা হয়। শোকেস আলমিরা খাট ড্রেসিং টেবিল ওয়ারড্রব যাবতীয় আসবাবপত্র। এটা মূলত গ্রাফিক্স ডিজাইন এর মত।

  • খুব ইচ্ছে ছিল নিজে এক সময় নিজের মেধা ও কাজের মাধ্যমে নিজেকে তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেক মানুষের এক এক প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে না। তাকে অর্জন করে নিতে হয়। আমরা নিজেরা নিজেদেরকে অনেক দুর্বল ভাবি। নিজের প্রতিভাকে তুলে ধরতে পারি না। তার জন্য অদম্য সাহসের প্রয়োজন।

IMG_20240313_154518_259.jpg

  • এখন খুব ভালো লাগে নিজের মত কাজ করতে পেরে। এটা আমার কাছে অনেক গৌরবের বিষয়। নিজেকে অনেক দূর নিয়ে যাওয়ার অনেক পরিকল্পনা আছে। কিন্তু বাস্তব প্রমুখীতে জানিনা জীবনের ধাপ গুলো বাস্তবায়ন করতে পারব কিনা। একটা কোম্পানির ম্যানেজার হওয়া আমার কাছে খুবই কঠিন কোম্পানি হোক ছোট বা বড় একটা বসের পরে ম্যানেজারের ওপরে সব কিছু দায়িত্ব পড়ে। আমি চেষ্টা করি সাধ্যমত কোম্পানি পরিচালনা করতে। মানুষ ছোট থেকে বড় হয়। আমারও খুব ইচ্ছা আছে। ছোট থেকে বড় হওয়ার প্রবাল ইচ্ছা।

IMG_20240327_200220_778.jpg

  • অনেকে এই ধরনের কাজকে ছোট মনে করে,,, কিন্তু আমার মত এগুলো এক প্রকার শিল্প যেগুলো মানুষের ব্রেন খাটিয়ে। বিভিন্ন ধরনের আসবাবপত্র নিখুঁতভাবে ডিজাইন করা হয়। প্রত্যেকটা কাজ করতে হলে ধাপে ধাপে তৈরি করতে হয়। প্রথমে একজন মিস্ত্রি ডিজাইন দেখে জিনিস তৈরি করে। জিনিস তৈরি করা হয়ে গেলে দ্বিতীয়জন ব্যক্তির কাছে লেকারে কাজের জন্য পাঠানো হয়। যিনি লেকার করবেন তিনি প্রথমে কাঠ বা বোর্ডগুলো সুন্দর করে সেন্ডিং মেশিনে কাঠ বা বোর্ডগুলো ফিনিশং করা হয়। তারপর পরবর্তী ধাপে বিভিন্ন কেমিকল দিয়ে বোর্ড বা কাঠ গুলো সুন্দর করে পরিবেশন করে একদম শেষ পর্যায়ে জিনিসগুলো রং করে একটা ধরেন খাট এটা প্রথমে ডিজাইন করতে রং করতে একদম ফিটিং করতে বেশ চার থেকে পাঁচ দিন সময় লাগে।

IMG_20240325_204453_341.jpg

  • একটা হাস্যকর কথা আমি যখন ফোনে বা টিভিতে এত সুন্দর সুন্দর ডিজাইন গোল্ডেন কালারের খাট শোকেস আলমিরা বিভিন্ন ধরনের আসবাবপত্র দেখতাম মনে করতাম এগুলো কি দিয়ে তৈরি কিভাবে তৈরি করে মনের মাঝে একটা কৌতুহল সৃষ্টি হতো কিন্তু এখন নিজের কাছে সবকিছু ফ্রেশ হয়ে গেছে আর এগুলো সেই লেভেল দামও না সাধ্যমত চিনতে পারা যাবে। সৌন্দর্যের জন্য এটা অনেক প্রচলিত। আমার কাছে জিনিসগুলো বেশ ভালো লাগে। কিন্তু আমার মনে হয় কাঠের উপরে আর কোন আসবাবপত্র হতে পারে না।

আজকের মত এখনো শেষ করছি লেখার ভিতর কোন ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 4 months ago 

আমাদের জীবনে কখনোই কোন কাজকে ছোট মনে করতে নেই। প্রত্যেকটা কাজকে সম্মানের সাথে করা উচিত। এক একটা মানুষের মধ্যে একেকটা জিনিস তৈরি করার ক্ষমতা থাকে। আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, মন দিয়ে আপনার কাজগুলোকে সম্মান করুন এবং কাজগুলোকে সঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করুন। দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন। ধন্যবাদ নিজের নিত্যদিনের কাজের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য,, আপনার কমেন্টগুলো পড়লে নিজের কাছেই ইন্সপায়ার হতে সাহায্য করে খুব ভালো লাগে,,, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভাল থাকবেন।

Loading...
 4 months ago 

আপনার লেখার শেষ লাইনটির সাথে আমি সম্পূর্ণ একমত আসলেই কাঠের জিনিসের ওপরে আর কোন আসবাবপত্র হতে পারে না। এটি যেমন দীর্ঘস্থায়ী তেমনি মজবুত ও সুন্দর হয়। আপনি এমন একটি জায়গায় কাজ করছেন যে জায়গায় আপনি এই সম্পর্কে বিশদভাবে জানেন। যেতেতু আপনার চাকরিটি নতুন তাই আমি অবশ্যই দোয়া করি যাতে আপনি আপনার চাকরিতে সফল হতে পারেন। তবে চাকরির পাশাপাশি লেখালেখি টাও চালিয়ে যাবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য। আমারও খুব ইচ্ছা এস্টিমেট সর্বদা সময় দিতে চেষ্টা করবো নিয়মিত হওয়ার জন্য। কাঠের জিনিসের উপরে আর কোন আসবাবপত্র হতে পারে না। আপনাদের দোয়া ও শুভকামনা রইল ভাল থাকবে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69500.15
ETH 3394.50
USDT 1.00
SBD 2.75