পাইলস :প্রতিরোধ ও প্রতিকারের উপায়steemCreated with Sketch.

in Incredible India4 months ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আজ আমি একটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব।

পাইলস :প্রতিরোধ ও প্রতিকারের উপায়

IMG_20240212_125231_984.jpg

  • বায়ু পথের একটি জটিল রোগ পাইলস। অস্বাস্থ্যকর জীবন যাপন কোষ্ঠকাঠিন্য আঁশ জাতীয় খাবার কম খাওয়ার থেকে এই সমস্যা দেখা দেয় সঠিক সময়ে রোগ নির্ণয় করে চিকিৎসা করালে রোগীর স্বাভাবিক জীবনযাপন করতে পারে আবার সঠিক খাদ্য ভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন করলে পাইলস থেকে বেঁচে থাকা যায়।

IMG_20240203_094107_517.jpg

  • অনেকে মনে করে অপারেশনের মাধ্যমে এর চিকিৎসা করা হলেও তা পুরোপুরি ভালো হয় না। কিন্তু ডাক্তারদের মতে লিং লাইগেশন এবং লংগো অপারেশনের মাধ্যমে প্রায় ১০০% রোগীর মলদ্বারের কোন রূপ কাটা ছেঁড়া ছাড়াই পূর্ণ চিকিৎসা করা সম্ভব।

উপসর্গ :

  • মলত্যাগের পর ব্যাথা হীন রক্তপাত পাইলসের অন্যতম উপসর্গ। পাইলস যদি প্রথমে ধাপে থাকে তবে মলদ্বারের বাড়তি গোশতের বোতো কোন কিছু থাকে না। শুধু বল ত্যাগের পর রক্ত যায়।

  • দ্বিতীয় ধাপের পাইলসের মলত্যাগের পর রক্ত যাওয়ার পাশাপাশি মলত্যাগের পর মনে হয় ভেতর থেকে কি যেন একটা বাহিরে বেরিয়ে আসে তবে সেটি এমনিতেই ভেতরে ঢুকে যায়।

  • তৃতীয় ধাপে পাইলসের বলত্যাগের পর বাড়তি গোশতের মতো বের হওয়া অংশ এমনিতেই আর ভেতরে ঢুকে যায় না চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হয়।

  • চতুর্থ ধাপের পাইলস হলে মলত্যাগের পর বাড়তি যে গোস্ত বের হত সেটি আর ঢুকছে না বলে মনে হয়।

  • অনেক সময়ে পাইলসের ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে এতে প্রচুর রক্তক্ষরণ হয় একে বলা হয় থ্রম্বোসড পাইলস।

হাতুড়ে চিকিৎসা :

  • যুগ যুগ ধরে এই জাতীয় রোগীরা প্রতারণার শিকার হয়ে আসছে এর মূল কারণ শিক্ষার অভাব অর্থনৈতিক ও সচেতনতা অভাব। অনেক হাতুড়ে চিকিৎসক আছেন যারা বিনা অপারেশনে চিকিৎসার নামে জনগণকে বিভ্রান্তি করছেন।দেশের অজস্র মানুষ এসব চিকিৎসকদের খপ্পরে পড়ে আজীবনের জন্য মলদ্বার ক্ষতিগ্রস্ত করছেন।

  • এদের অনেকে মলদ্বারে বিষাক্ত কেমিকাল ইনজেকশন দিচ্ছেন যাতে মলদ্বারে মারাত্মক ব্যাথা হয় এবং মলদ্বারের আশেপাশে পচন ধরে এবং এজন্য রোগী অবর্ণনীয় দুঃখ দুর্দশা ভোগ করেন।পরি নামে কারোর কারোর মালদ্বার সরু হয় এবং বন্ধ হয়ে যায় তখন পেটে বলত্যাগের বিকল্প পথ করে দিয়ে ব্যাগ লাগিয়ে দিতে হয় আবার কোন কোন হাতুড়ে চিকিৎসক বিষাক্ত কেমিক্যাল পাউডার দেন যা মলদ্বারের লাগালেও মলদ্বার পৌছে ঘা হয়ে যায় এবং রোগীর একই পরিণত হয়।

IMG_20240211_164025_430.jpg

  • রোগীরা যখন বিনা অপারেশনের কথা শোনেন তখন এই জাতীয় চিকিৎসার জন্য খুবই প্রলব্ধ হয়। দিদি যখন প্রতারণার শিকার হয় তখন আর তার কিছুই করার থাকেনা। আমাদের দেশে অধিকাংশ গ্রামে অসচেতন কিছু মানুষের এই রোগটা বেশি হয়ে থাকে যারা নিজেদের অপরিষ্কার রাখেন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে এই পাইলস রোগটা বেশি আক্রমণ করে।

  • আমি পরবর্তী পোস্টে সঠিক চিকিৎসা মাধ্যমে পাইলস থেকে কিভাবে মুক্ত হওয়া যায় এই সম্পর্কে আলোচনা করব।

আজকের মত এখানে শেষ করছি।লেখার ভিতর কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ।

Sort:  
 4 months ago 

আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজকের পোস্টে আপনি পাইলস এর প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন। কোনো বিষয়ে জেনে সেবিষয়ে আগে থেকেই সচেতন হওয়া উচিত। অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে। ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনুরোধ থাকবে পরবর্তী পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করবেন আপনাদের দোয়া ও শুভকামনা রইল।

 4 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মতামতের উওর দেওয়ার জন্য।

Loading...
 4 months ago 

পাইলসের সমস্যা ইদানীং অনেকেরই দেখা যাচ্ছে। আর এর সঠিক চিকিৎসা সম্পর্কে অনেকেই জানেন না। আজকে আপনি এই সমস্যায় কি করনীয় সে সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল

 4 months ago 

সামনে আরো এমন স্বাস্থ বিষয়ক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আসবেন আমাদের জন্যে। সেই প্রত্যাশায়। ভালো থাকবেন

Posted using SteemPro Mobile

 4 months ago 

প্রথম ছবিগুলো দেখে মনে করলাম যে এটা মনে হয় একটি ফটোগ্রাফি পোস্ট তারপর ভেতরে লেখা গুলো পড়ে দেখি না স্বাস্থ্য বিষয়ক নিয়ে লিখছেন।

বায়ু পথের একটি জটিল রোগ পাইলস।

পাইছেন রোগের উপসর্গ গুলো খুব ভালোভাবে উপস্থাপনা করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

😅আপনাদের মাঝে একটু ইউনিক কিছু উপস্থাপন করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 4 months ago 

সত্যিই তাই আমরাও আশাবাদী যে আপনার নতুন নতুন কিছু ইউনিক পোস্ট করবেন এবং তা থেকে আমরা উপকৃত হতে পারব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টে রিপ্লে দেওয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

 4 months ago (edited)

পাইলস আসলে একটি ভয়ংকর রোগ এটা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে খুব তারাতারি সারাতে হবে ৷ পাইলস এর উপকারিতা সম্পর্কে জানার জন্য আপনার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় রইলাম ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকবেন এবং আপনার কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64076.80
ETH 3516.36
USDT 1.00
SBD 2.64