স্বাধীনতার লেখা

in Incredible Indialast month

নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন।১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়। কিছুদিন আগেই স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে সারা দেশ জুড়ে। কিন্তু স্বাধীনতাটা কিসের, এবং কেনই বা স্বাধীনতা উদযাপন করব সেদিনকে আমি সেটা ভেবে পাইনি। আমার মন থেকে যে অসম্ভব রাগ জন্মাচ্ছিল, তা থেকেই আমি একটা লেখা লিখেছি।

আমার প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের দিন করে নানান জায়গায় প্রোগ্রাম থাকে। এবারে সেসব জায়গায় প্রোগ্রাম করতেও যায়নি। মনে হয়নি সেদিনকে স্বাধীনতা দিবস ছিল। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং টিভি জুড়ে যে খবর ছড়িয়ে আছে তা দেখার পরে স্বাধীনতা দিবস উদযাপন করার কথা মাথায় আসে না।

1000120038.jpg

লেখাটা একেবারেই অদ্ভুতভাবে ভেতর থেকে বেরিয়েছে। আবার কবিতাটা এভাবেই আসে। সেদিনকেও লিখব ভাবিনি। হঠাৎই লিখতে বসে গিয়েছিলাম। দেশজুড়ে যেভাবে অনাচার চলছে। তা হয়তো থামবে না। যুগে যুগে এরকম অনেক হয়ে এসেছে। সেই ব্যাপারগুলো ধামাচাপা দেওয়া থাকতো। এখন মানুষ সভ্য এবং ততটাই অসভ্য। এর সাথে রয়েছে টেকনোলজি। আমরা সরাসরি টিভি এবং সোশ্যাল মিডিয়াতে পেয়ে যায়।

কোন ক্রাইম এবং বাজে ঘটনা আমাদের চোখ এড়িয়ে যেতে পারে না। তার মধ্যেও অনেক ঘটনা পড়ে থাকে যেগুলো আমরা জানতে পারি না। যুগে যুগে যা চলে আসছে ভবিষ্যতেও চলবে আমি জানি। দেশের কড়া আইন-কানুন শুধুমাত্র এটা কিছুটা হলেও রোধ করতে পারে।।

কিন্তু আইন কানুনের ওপর কারোরই হাত নেই। ভারতের সংবিধানের ধারা যারা বদলাতে পারেন, নতুন ধারা আনতে পারেন, তাদের দাড়াই শুধুমাত্র এই সমস্ত আইনের ব্যবস্থা করা সম্ভব। যে দেশের মেয়েরা সুরক্ষিত নয়। এটা বলা ও ভুল হবে। মেয়েরা অবশ্যই আগে থেকে অনেক সুরক্ষিত। কিন্তু কিছু মানুষের মানসিকতা এখনো পরিবর্তন হয়নি। হয়তো দেশে কড়া আইনের অভাবেই এই কাজগুলোর করার সাহস কিছু জন পেয়ে যায়। তাই তাইতো প্রশ্ন ওঠে মেয়েরা আদেও স্বাধীন তো?

1000120040.jpg

স্বাধীনতার ধর্ষণ

স্বাধীনতা কোথায় ?
একটা ঘরে?
একটা পাড়ায়?
একটা শহরে বুঝি?
নাকি,একটা দেশে?
একটা মহাদেশেও কী স্বাধীনতা আছে?
নাকি মানুষ,
বাক্সবন্দী চিৎকারের শব্দে,
স্বাধীনতা খোঁজে রোজ?

হাঁপড়ের মত ফুসছে আগুন।
জ্বলছে গোটা রাজ ।
কীটের শরীরে পঁচা গন্ধ ।
কিন্তু ,রজনীগন্ধার সাজ।

বলি, স্বাধীনতাটা দেবে কে?
এই আত্মলোভীর দল?
ভারত আদেও হয়েছে স্বাধীন?
নাকি বানিয়েছে খুঁড়োর কল?

বছর ঘুরে বছর এলে,
স্বাধীনতা পালন করো ।
সাদা কাপড়ে মোড়ানো,
স্বাধীনতা দেখেছো?
যার লাল রঙ গাঢ়।

বিচার চাইছ ?
ক'জনের বিচার?
গুনেছো একবারও?
নোংরামি ঢাকার প্রবল চেষ্টায়
তাদেরও বিচার, ধরো?

বিচার করবে ?সেসব ছলের ?
সে সব রাক্ষসের?
আজ স্বাধীনতায় কিসের জয়গান?
আমার ধর্ষিত দেশের?!


ইচ্ছা ছিল স্বাধীনতা দিবসের দিনকেই এই পোস্টটি করবো। কিন্তু করা হয়নি। তাই আজ শেয়ার করলাম। আশা করছি লেখাটা ভালো লাগবে আপনাদের। সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60364.09
ETH 2378.39
USDT 1.00
SBD 2.57