শার্ট -এ ফ্লোরাল ফেব্রিক প্রিন্ট

in Incredible India10 days ago

নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন কিছু। আজ সকালে হঠাৎ করেই আমার বাবা একটা সাদা রংয়ের শার্ট আমাকে দেখায়। বাবা সাধারণত সাদা রঙের জামা কাপড় পড়তে খুব ভালোবাসে। সাদা রং মানে নোংরা হবে।

20240815_112147.jpg

20240815_111148.jpg

তারপর যেহেতু সারাক্ষণ রং তুলি আর মাটি নিয়ে থাকতে হয়। তাই বাবার সাদা জামা কাপড় মাঝেমধ্যেই নোংরা হয় আর সাথে নানা রকম দাগ লেগে যায়। তাও আমার বাবা কোনমতেই সাদা পড়া ছাড়ে না।

20240815_094128.jpg

কিছুদিন আগেই যখন খুব গরম পড়েছিল বাবাকে একটা আর্দি কাপড়ের সাদা রঙের হাফ হাতা শার্ট কিনে দিয়েছিলাম। বাবার আর্দির জামাকাপড় খুব ভালো লাগে। আসলে গরমকালে পড়ে খুব আরাম পাওয়া যায়।

20240815_094317.jpg

সেই শার্টটা কোনরকম ভাবে অনেক জায়গায় ছোপ ছোপ দাগ লেগে গিয়েছিল। সকালবেলায় যখন দুঃখ করে আমাকে এই কথা বলছে, আমিও সেটা ভালোভাবেই দেখতে পেলাম। বাবা বলছিল এই জামাটা হয়তো আর পড়াই যাবে না। তখনই আমার মাথায় বুদ্ধি আসলো যদি সেই ছোপ ছোপ জায়গা গুলোতে আমি ফ্লোরাল প্রিন্ট করে দিই। তাহলে তো অবশ্যই নতুন ভাবে পড়া যাবে।

20240815_094602.jpg

যেই মাথায় আইডিয়া আসলো ,সাথে সাথে বসে পড়লাম রং তুলি নিয়ে। আর তারপর নিজের মনের মতন করে প্রিন্ট করতে শুরু করলাম। ঘটনা হলো, যে জায়গা গুলোই দাগ লেগেছে সেই জায়গাগুলোতেই আমাকে প্রিন্ট করতে হয়েছে। আমি যে জ্যামিতিকভাবে সব গ্যাপ একই রকম রাখব সেটা হয়নি।

20240815_095348.jpg

কিন্তু কাজটা পূর্ণ করার পর, জামাটা এত সুন্দর দেখতে লাগছিল। ছবির থেকেও সুন্দর। বাবা তো দুপুরবেলায় যখন খেতে আসলো তখনই জামাটা পড়ে ফেলল। আর বাবাকে ওতে দারুন লাগছিল। আর জামাটা মনে হচ্ছিল নতুন কেনা। দাগগুলো একেবারেই ঢেকে গেছে।

20240815_095600.jpg

আমি যখন কাজ করছিলাম জামার ভেতর দিয়ে আমার একটা বোর্ড ঢুকিয়ে দিয়েছিলাম। যাতে জামার পেছনের দিকের কাপড়ে রঙের দাগ না লাগে। ইচ্ছা আছে এরকমভাবে বাবাকে আরো কয়েকটা জামাতে প্রিন্ট করে দেব।

20240815_103410.jpg

আমি এর আগে পাঞ্জাবিতে প্রিন্ট করেছি ,টি-শার্টে প্রিন্ট করেছি। কিন্তু সবই গিফট করেছিলাম। বাবাকে কখনই এরকম ভাবে ফেব্রিক দিয়ে প্রিন্ট করে দিইনি। তাই বাবারও খুব পছন্দ হয়েছে।

20240815_103413.jpg

20240815_104509.jpg

আমি প্রত্যেকটি ছবি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরেছি। কিভাবে পরপর কাজ করেছি পুরোটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। সবুজ আর হলুদে এই প্রিন্টা সত্যিই খুব সুন্দর লাগছে। আপনাদের সাথে সমস্ত প্রসেসটা শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো।

20240815_104041.jpg

আজকের মত এখানেই শেষ করছি ।সকলে সুস্থ থাকুন। কিছু কিছু জিনিস এভাবে ফেলে না দিয়ে একটু অন্যরকম ভাবে ভাবনা নিয়ে যদি কাজ করা যায় ,সেটাও সুন্দর হয়ে যায়। আমার কাজ করতে বেশি কিছুর দরকার পড়েনি। শুধুমাত্র নিচের এই কটা জিনিস বাদে।

20240815_104044.jpg

উপকরণ

১.সরু তুলি
২.সবুজ ,হলুদ ফেব্রিক রং
৩.জল
৪.শার্ট

20240815_104531.jpg

20240815_104602.jpg

20240815_112249.jpg

Sort:  
Loading...
 10 days ago 

খুব সুন্দর ছবি আঁকতে পারো সেটা তো সকলেই জানি। এছাড়াও আগে হয়তো অনেকবারই জামাতে কিংবা পাঞ্জাবিতে বিভিন্ন ধরনের ছবি এঁকেছো। তোমার বাবার জামাতে ফেব্রিকের রংটা খুব সুন্দর হয়েছে। সাদার উপর যে কোন রংয়ের কাজই ফোটে। তোমার বাবা কি সব সময় এক কালারের সাদা জামা পরতে দেখি। জামাটা পড়ে কাকুকে খুব সুন্দর লাগবে। সাদা রং আমার ভীষণ প্রিয়।

 7 days ago 

প্রথমে বলবো খুবই সুন্দর এবং চমৎকার লাগছে শার্টটি দেখতে সাদার উপর সবুজ পাতা সৌন্দর্য টা যেন অনেক বেশি উঠেছে। ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Felicidades por esa creación amiga, una obra de arte bien hecha de su propia mano.
Imagino que su padre quedó muy contento con su camisa nueva 👏

Es una persona muy creativa, de una mancha hizo una bonita figura y así con todas, ya la camisa no se iba a desechar sino que sería usada nuevamente como nueva.

Bendiciones para ti y tu familia 🙏 saludos desde Venezuela 🇻🇪👋

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64192.94
ETH 2764.54
USDT 1.00
SBD 2.65