নিরামিষ আলুর দম তৈরির রেসিপি

in Incredible India3 months ago

নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন। বৃষ্টির দিন আপনাদের কেমন কাটছে? আমার বৃষ্টির দিন মানে অনেক মজা। কারণ এর আগের পোস্টগুলো তো আমি জানিয়েছি, বৃষ্টি আমার কতটা ভালো লাগে। বৃষ্টি হলে সমস্ত কাজ করেই আরাম।
আজকে সকাল থেকে প্রচন্ড কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যা থেকে ভাবনা শুরু করেছি যে আজকে কি পোস্ট করব। বেশ অনেকদিন আগে বাড়িতে নিরামিষ আলুর দম তৈরি করেছিলাম একা একাই।

20240325_123812.jpg

আমার মা যদিও আমার মতন করে আলুর দম তৈরি করে না কিন্তু আমি যখন আলুর দম তৈরি করি তখন ঠিক এই ভাবেই তৈরি করি। আমাদের বাড়িতে আমিষ এর চেয়ে নিরামিষ রান্নাই বেশি হয়। সপ্তাহের বৃহস্পতিবার এবং শনিবার নিরামিষ খাওয়া হয়।। এর সাথে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এটা সেটার ব্রত লেগে থাকে।

তাই সত্যি বলতে আমিষ মাসে ৩-৪ দিন খুব জোর হয়ে থাকে। মাছ-মাংস বাড়িতে ওই তিন চার দিনই রান্না হয়। তবে আমার নিরামিষ খেতে খুব ভালো লাগে। আর যেখানে প্রশ্ন আসছে নিরামিষ আলুর দমে। তাহলে তো কোন কথাই নেই।

আজকে আমি ভাবলাম আপনাদের সাথে সেই নিরামিষ আলুর দম রেসিপি টা শেয়ার করে ফেলি। এই রেসিপিটা এতটাই ভালো ,আপনারা এই অনুযায়ী রান্না করলে সত্যিই আলুর দম এর একটা আলাদাই স্বাদ পাবেন। এই আলুর দাম আপনি খিচুড়ি, পোলাও কিংবা লুচির সাথে খেতে পারবেন। আমার তো এতো ভালো লাগে আমি শুধু শুধু খেয়ে ফেলি।

বাড়িতে পুজো পার্বণ থাকলে আমি এই ভাবেই আলুর দম বানাই। আর এই আলুরদম বানাতে যা যা লাগে মোটামুটি আমাদের বাড়িতে সবকিছুই উপস্থিত থাকে। এই বৃষ্টির দিনে আপনারাও বাড়িতে চেষ্টা করুন এরকমভাবে আলুর দম তৈরি করার অবশ্যই খেতে ভালো লাগবে।

তাহলে চলুন বেশি দেরি না করে আপনাদের শেয়ার করে ফেলি কিভাবে এই আলুর দম তৈরি করতে হয়। প্রথমে আমি আপনাদের সাথে উপকরণগুলো শেয়ার করছি। এ আলুর দম তৈরি করতে একটা স্পেশাল ভাজা মশলা দিতে হয়।। সেই ভাজা মশলার রেসিপি টাও আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি।

প্রধান উপকরণ
নংসামগ্রীপরিমাণ
আলুতিনটে বড় মাপের আলু
নুনপরিমাণ মতো
হলুদপরিমাণ মত
ভাজা মসলাদুই চামচ
টমেটো২ টো
কাঁচা লঙ্কাচারটে
আদাপরিমাণ মত
দইচার চামচ বড়
চিনিপরিমাণ মত
১০ঘিএক চামচ
১১তেজপাতাদুটো
ভাজা মসলার জন্য উপকরণ

১. শুকনো লঙ্কা দুটো
২. পোস্ত এক চামচ
৩. ধনে এক চামচ
৪. জিরে এক চামচ
৫. এলাচ পাঁচটা
৬. গোলমরিচ দশটা
৭. লবঙ্গ ছটা
৮. একটা দারচিনি

প্রথম ধাপ

20240326_080652.jpg

বড়ো সাইজের তিনটে আলু কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নিচ্ছি।

দ্বিতীয় ধাপ

20240803_191046.jpg

আলুগুলো একটু মাঝারি করে কেটে নিয়েছি। তাতে এক চামচ করে নুন ,হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি।

তৃতীয় ধাপ

20240803_191136.jpg

ওভেন ওন করে কড়াই বসালাম। কড়াই গরম হলে দিয়ে দিলাম তেল। কারণ এখন আলুগুলো ভাজতে হবে।আলুগুলো দিয়ে দিলাম। একটু নাড়া চাড়া করে ঢাকা দিয়ে রাখলাম।

চতুর্থ ধাপ

20240325_111925.jpg

কিছুক্ষণ পর ঢাকনা করে চেক করব , লাল লাল করে ভেজে নিতে হবে মোট কথা।তারপর আলুগুলো মানিয়ে রাখবো

পঞ্চম ধাপ

20240325_112206.jpg

এবার পরবর্তী ধাপে যাব। একটা তাওয়া নিয়ে ওভেনে বসিয়েছি। তাওয়া টা গরম হতে দেব।

ষষ্ঠ ধাপ

এবার ভাজা মসলার উপকরণ গুলো একজায়গায় নিয়ে নিলাম। আমি উপকরণ আলাদা করে ওপরে লিখে দিয়েছি।
20240325_112915.jpg

সপ্তম ধাপ

এবার কয়েক সেকেন্ড ভেজে নেব ।

20240803_191341.jpg

অষ্টম ধাপ

এবার মশলাগুলোকে মিক্সার এ দিয়ে ভালো করে পিসে নেব।আলাদা করে মশলা রেখে দেব।

20240803_191405.jpg

নবম ধাপ

20240803_191450.jpg

এবার ওই মিক্সার এর পাত্রে আদা,টমেটো,কাঁচা লঙ্কা,কাজু একটু জল দিয়ে পেস্ট করে নেব।সেটাও আলাদা করে রেখে দেব।

দশম ধাপ

20240803_191527.jpg

কড়াইতে এবার দিয়ে দেব আরেকটু তেল, তাতে দেব দুটো তেজ পাতা।

একাদশ ধাপ

20240803_191554.jpg

কড়াইতে তেজপাতা একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটোর পেস্ট, তারপর নুন আর হলুদ।সেটা কিছুক্ষণ নাড়া চাড়া করে নেব।

দ্বাদশ ধাপ

20240803_191621.jpg

পরের ধাপে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মসলা দু চামচ। মিশিয়ে নিচ্ছি ভালো ভাবে।

ত্রয়োদশ ধাপ

20240803_191713.jpg

এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব।

চতুর্দশ ধাপ

20240325_121415.jpg

তরকারিটা হতে কিছুক্ষণ সময় লাগবে, তাই ঢাকা দিয়ে রেখে দেব।

পঞ্চদশ ধাপ

১৫ মিনিট কুক করার পর নামানোর আগে দিয়ে দিলাম দই।

20240325_120920.jpg

ষষ্ঠদশ ধাপ

তারপর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি।

20240325_121039.jpg

সপ্তদশ ধাপ

20240325_122940.jpg

এবার ওভেন বন্ধ করে এতে দিয়ে দেব এক চামচ ঘি। ঘি দিলে তরকারি স্বাদটা আরো সুন্দর লাগবে।

অষ্টাদশ ধাপ

20240325_123009.jpg

ভালো করে ঘিটা তরকারির সাথে মিশিয়ে নিলাম।

তৈরি

আর এভাবেই তৈরি হয়ে গেল দুর্দান্ত সাধের নিরামিষ আলুর দম।

20240325_123820.jpg


এত বড় পোস্ট আপনাদের পড়তে আশা করছি অসুবিধা হয়নি। স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করলে কিছুটা নিজের ট্রিক্স এপ্লাই করলে দেখবেন আলুর দম দুর্দান্ত হয়েছে। জলদি জলদি এইভাবে রান্না করে ফেলুন আর বাড়ির সকলের সাথে শেয়ার করুন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের সকলের কেমন লাগলো। আজকের মত এখানেই শেষ করছি ।সকলে সুস্থ থাকুন। ভালো থাকুন।

Sort:  
Loading...
 3 months ago 

আলুর দম গরম পরোটার সাথে খেতে ভীষণ পছন্দ করি আমি। অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করছেন সুন্দর উপকরণ সহ বুঝিয়ে দিয়েছেন।
আমার মত যারা কাঁচা রাধুনিক আছে তারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবে ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

নিরামিষ আলুর দমের সুন্দর রেসিপি শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নিরামিষ আলুর দম খেতে সত্যি খুব ভালো লাগে। আর আলুর দম রুটি ,পরোটা ,ভাত সবকিছু সাথেই খেতে ভালো লাগে। রেসিপিটি সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

খুবই সুন্দর একটা রেসিপি আপনি তৈরি করেছেন। খুবই ভালো লেগেছে তোমার কাছে। আরেকটি সুন্দর বিষয় ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি ধাপে ধাপে সকল কিছুর বর্ণনা দিয়ে গেছেন। এছাড়াও কখন কি করতে হবে সেই বিষয়টা আপনি সুন্দরভাবে উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68761.82
ETH 2460.81
USDT 1.00
SBD 2.38