হেয়ার কাট - একটু চেঞ্জ
নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন।প্রথমত গতকাল আমি পোস্ট লিখতে পারিনি ।তাই আমি ভীষণ দুঃখিত। আসলে গতকাল এক জায়গায় গিয়েছিলাম তাই ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। তারপর মডারেশন করতে গিয়ে এতো লেট হয়ে গেল যে আমি আর লেখার পরিস্থিতিতে ছিলাম না। ঘুরতে গিয়েও নিজের কাজটা অর্থাৎ মডারেশনটা করতে পারিনি। তাই ফাঁকে ফাঁকে কাজ করতে হচ্ছিল। সবমিলিয়ে সবকিছুই এতো ওলটপালট হয়ে গিয়েছিল। ফিরতে ফিরতে অনেকটা রাত হওয়াতে, কিছুতেই আর লেখা সম্ভব হল না।
যাইহোক আমার শরীর কিন্তু বেশ চার/ পাঁচ দিন ধরে খারাপ। কারণ আমার ঠিক মতো খাওয়া-দাওয়া হচ্ছে না। সকালের খাবার খেতে খেতে প্রায় বারোটা বেজে যাচ্ছে ।আর এখানে হচ্ছে ঝামেলা। মোটামুটি এরকম দু-তিন দিন হওয়ার কারণে শরীর প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল। খাওয়া দাওয়া অনিয়ম হলে আমি নিজেই অসুস্থ হয়ে যাই, আর আমি খেয়াল করে দেখেছি সকালের খাওয়াটা ঠিকঠাক না হলে আমার শরীর বেশি খারাপ করে।
১৭ তারিখ শুক্রবারে সারাদিন আমার পুরো প্যাকড রুটিন ছিল। সকালবেলায় তো শিবনিবাস গিয়েছিলাম। তারপর ফিরে আরো অনেক কাজ ছিল। সবশেষে বিকেলের দিকে বেরিয়েছিলাম হেয়ারকাট করতে। আসলে অনেকদিন ধরেই ভাবছি হেয়ারকাট করব। তবে বাড়ি থেকে কিছুতেই কাটতে দেয় না চুল।
আমার মা লম্বা চুল পছন্দ করে, ধরে বেঁধে নিজেই চুল কাটতে বসে। আমাকে পার্লারে কিছুতেই যেতে দেয় না।ভাবে পার্লারের লোকজন বেশি করে চুল কেটে দেয়। আমি লাস্ট যে কবে পার্লার গিয়েছি তার নেই ঠিক। বাড়িতেই মা হালকা করে ছেটে দেয়। এভাবেই চুলটা অনেকটা বড় হয়ে গিয়েছিল। তবে ইচ্ছা ছিল একটু লুকটা চেঞ্জ করব। তাই ঠিক করেছিলাম শুক্রবারই যাবো।
এদিকে আবার চুল কাটার অনেক নিয়ম আছে, আজ এইবার ,কাল ওই বার। মানে এই ধরুন বুধবারে জন্ম বার ,চুল কাটা যাবে না, বৃহস্পতি বারে লক্ষী বার ,এরকম অনেক নিয়ম কানুন রয়েছে। মায়ের এই সমস্ত নিয়মকানুনের পাল্লায় পড়ে কোন কাজ ঠিক ভাবে হয় না।। এই করে করে অবশেষে এই শুক্রবার যখন হাতে একটুখানি সময় পেলাম। তখন ঠিক করেছিলাম আজকে যাবই। তাই সেদিন শত কাজের মাঝে এক ঘন্টার জন্য সময় বার করে চুল কাটতে চলে গিয়েছিলাম।
আর যাওয়ার সময় ভেবেই নিয়েছিলাম এবার চুল অনেকটাই ছোট করে আসবো। কারণ এত বড় চুল রাখতে ভালো লাগছিল না। আর ভেবেই রেখেছিলাম পুরো চুলে লেয়ার কাট করব। আমাদের এখানে হাবিবস বলে একটি পার্লার আছে বা সেলুন আছে। ছেলে মেয়ে উভয়ই এখানে চুল কাটতে পারে এবং পার্লারে যে সমস্ত জিনিস অফার করা হয় সেগুলো এখানে হয়।। যেমন হেয়ার স্পা ,থেকে শুরু করে স্ট্রেটনিং ,এছাড়া পেডিকিওর ,ম্যানিকিওর। সমস্ত কিছুই এখানে হয়ে থাকে।
আমি এর আগে প্রায় দু বছর আগে এখানে চুল কেটে গিয়েছিলাম একবার। তখনো বেশ ছোট করেছিলাম। আর এরকমভাবে চুল কখনোই আমার মা কেটে দিতে পারবে না। তাই সোজা চলে গিয়েছিলাম ওখানে। ওখানকার স্টাফরা ভীষণই ভালোভাবে চুল কাটতে পারে। এবং ওদের ব্যবহারও আমার বেশ ভালো লাগে। নিয়ে গিয়েছিলাম আমার পার্টনার কে। ওউ হেয়ারকাট করবে ঠিক করেছিল।
প্রথমেই পৌঁছে আমরা, বিলিং সেকশনে বিলিং করে নিলাম। সব মিলিয়ে সাড়ে চারশ টাকা মতো বিলিং হল। তারপর আমাদের চুলে শ্যাম্পু করা হলো। এবং তারপর কাটিং করা শুরু হলো। যে দাদাটা আমার হেয়ারকাট করছিল। আমি যেমনটা বলেছি ,ঠিক সেরকমই করে দিয়েছে। লেয়ার সামনে থেকে এবং চুলের ব্যাকসাইড থেকে লেয়ার এবং মিক্স কাট করেছে। আমি প্রচন্ড স্যাটিসফাইট আমার হেয়ার কাটিং দেখে।
আমার হেয়ার কাট হয়ে গেলেও, ওদিকে ওনার হেয়ার কাট তখনও হয়নি। উনি রীতি মতো ক্ষেপে যাচ্ছিলেন আমি লম্বা চুল এতটা কেটে ফেলছি বলে। আর এদিকে আমি বারবার ওই দিদিকে বলছিলাম ওর চুল যেন বেশি না কাটে, মানে যে দিদি ওর হেয়ারকাট করছিল। আমার হয়ে যাওয়ার পরে আমি কিছুটা গাইডও করে দিলাম ওখানে গিয়ে।
সবমিলিয়ে একটা ঘণ্টা দুজন মিলে সেলুনে ভালো ভাবে সময় কাটালাম। আজকে এখানেই শেষ করছি। পরের দিন আবার অন্য কিছু নিয়ে হাজির হব।






দুজনে মিলে খুব সুন্দর করে চুল কেটেছে। চুলের কাটিং টা বেশ সুন্দর হয়েছে ।দেখতে খুব মিষ্টি লাগছে।
প্রথমে আপনাকে বলবো; এত সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন! এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম। আপনি আজকে চুল কাটার জন্য সেলুনে গিয়েছেন। সেলুন আর চুল কাটার বিষয়টি আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে! যা পড়ে অনেক ভালই লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
बहुत अच्छी पोस्ट. मैं आपकी पोस्ट से बहुत कुछ सीख रहा हूं
Great story and beautiful photos👍
আমার আন্টির মত লম্বা চুল পছন্দ, আপনি বেশ অনেকটাই ছোট করে ফেলেছেন চুলগুলো তবুও আপনাকে অসম্ভব রকম সুন্দর লাগছে। নতুন হেয়ারকাট নতুন লুক আপনাকে যেন নতুনভাবে উপস্থাপন করছে। পার্টনার এবং আপনি দুজনই খুব সুন্দরভাবে হেয়ারকাট করেছেন এবং পুরো গল্পটাই আমাদের সামনে উপস্থাপন করেছেন, খুবই ভালো লাগলো এবং দুজনের হেয়ারকাটটাও খুব সুন্দর হয়েছে।
আমাদের শরীর সবসময় একরকম থাকে না একেক সময় দেখা যায় অনেক ধরনের পরিবর্তন তবে আপনি বর্তমান সময়ে ভালো আছেন জানতে পেরে ভালো লাগলো আজকে আপনি চুল কাটতে গিয়েছেন তবে দুঃখের বিষয় দাদার ছবিটা দেখতে পারলাম না ইনশাল্লাহ একদিন দেখতে পাবো।
আপনার মা বড় চুল পছন্দ করে কিন্তু আপনি ছোট চুল পছন্দ করেন আসলে বর্তমান সময়ের মেয়েরা এটা অনেক বেশি ছোট চুল পছন্দ করে যেটা অনেকের ক্ষেত্রেই দেখেছি আপনি এবং দাদা খুব সুন্দরভাবেই চুল কেটে নিয়েছেন এবং নিজেদের কিছু কাজ ছিল সেগুলো সম্পন্ন করে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।