দূরে কোথাও - স্বরচিত কবিতা

in Incredible India4 months ago

সুপ্রভাত সকলকে। আশা করছি সকলে সুস্থ আছেন।আজ আমি হঠাৎ করেই একটা কবিতা লিখে ফেললাম। এই কমিউনিটিতে একবার হয়তো কবিতা পোস্ট করেছিলাম।কিন্তু আমি মাঝে মধ্যেই কবিতা লিখি। সব সময় তো মন বসেনা। কখনও কখনও নানান পরিস্থিতির ওপর আপনা থাকেই দু চারটে লাইন লিখে ফেলি।
আবার কখনও কবিতা লিখব বলে ভাবতে বসলেও কবিতা আসেনা। যাইহোক , কবিতাটাও হঠাৎ করে আসে।

জীবনে চলার পথে কিছু কিছু সময় খুব জটিল মনে হয়। কিছু সময় সেই জটিল পরিস্থিতির সম্মুখীন হওয়ার ইচ্ছা থাকে না। সাহস থাকে না। অথবা সেই মনের বল থাকে না। এই কঠিন পরিস্থিতি কিংবা জটিল পরিস্থিতি সবার জীবনেই এসে থাকে। হয়তো অনেকের জীবনে এই পরিস্থিতি গুলো মাঝেমধ্যেই বাধা হয়ে দাঁড়ায়, আর এই সময় গুলোতে মনে হতে থাকে যদি অন্য কোথাও চলে যাওয়া যেত। যদি অন্য কোথাও হারিয়ে যাওয়া যেত। তবে এই পরিস্থিতি থেকে অনেক দূরে পালানো যেত। মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, সাথে প্রতিবাদ করা এসব কিছুর মধ্যে দিয়েই আমাদের প্রত্যেক দিনের জীবন সংগ্রাম।

কেউ বড্ড কড়া ভাবে এই জীবন সংগ্রামে প্রতিনিয়ত যুদ্ধ করে যায়। আবার কেউ মাঝেমধ্যেই হাপিয়ে পড়ে , থমকে যায় আবার কেউ পালানোর চিন্তাভাবনা করে। এই পালিয়ে যাওয়া খুবই সহজ একটা কাজ হলেও কাপুরুষতার পরিচয়। পরিস্থিতির ভয়ে পালানো আসলেই অনেক সোজা ।কজন পারে পরিস্থিতির সম্মুখীন হয়ে রুখে দাঁড়াতে।

কিন্তু তবুও আমারও মাঝেমধ্যে মনে হয় এই হাপিয়ে যাওয়া জীবন থেকে কিছুটা অবসর নিয়ে অনেক দূরে চলে যেতে। এমন এক দূরে যেখানে সবকিছুই অজানা অচেনা হবে। তবে এসব ভাবলেই তো পালানো যায় না। আমাদের সাথে শিকড়ের মতন জড়িয়ে থাকে কাছের মানুষগুলো ।তাদের জন্যই আমরা মাটি আঁকড়ে ধরে থাকি।

কবিতাতে তাই আমি বলতে চেয়েছি আমার ক্ষণিকের চাহিদার কথা। যে চাহিদায় জটিল পরিস্থিতি থেকে আমি দূরে সরতে চেয়েছি। সারাদিনের কঠিন ব্যস্ততা চাপে খুবই ক্লান্ত হয়ে আমার মনে হয়েছে এই চাহিদার কথা। এ কারণে আমি চলে যেতে চেয়েছি বহুদূরে। পরিস্থিতি শান্ত হলে আমি আবার ফিরে আসতে চেয়েছি নিজের জায়গায়। কারণ যে অবিচ্ছেদ্য শক্তিতে আমরা প্রত্যেকটা মানুষের সাথে জড়িত - আমাদের বাবা-মা বন্ধু-বান্ধব ...তাদের ছেড়ে যাওয়ার উপায় নেই।

IMG-20240425-WA0003.jpg

দূরে কোথাও

কোথাও দূরে পাঠিয়ে দাও
অথবা, নিয়ে চলো তেমন দূরে,
যে দূরে পৌঁছবে না
এ গোলার্ধের একটুকু রোদের আলো
অথবা,
এ গোলার্ধের পূর্ণিমার গান।

অবিরাম কোনো বৃষ্টির শেষে
জারুলের বনে অভিশাপ মুছে যাবে।
মুছে যাবে সব রোদ,
শেষ বিকেলের হাওয়া
আর, উটকো কংক্রিটের গন্ধ।

ভিজে মাটির ডাকে তখন নাহ হয়
আবার ফিরবো দেশে।
আবার নাহ হয় জড়িয়ে নেব আলো।
লোড শেডিং এর গোপন কথায়
আবার নাহ হয় গল্প জুড়বো বসে।

মেঘলা আকাশ শান্ত হলে
ফিরবো নাহ হয় আবার।
ভয়ের রাতের অচীন গানে
ঘুম পাড়ানির ডাকে,
ফিরবো নাহ হয় ঠান্ডা বাতাস নিয়ে।

এখন বরং নিয়ে চলো অন্য তেপান্তরে।
বড্ড গুমোট গোলক ধাঁধায়
শূন্য ভরাট করে।

আশা করছি আমার কবিতা সকলের ভালো লাগবে। সকলের ভেতরেই কবিতা জাগে। বাঙ্গালীদের ভিতরে তো আরোই। কারণ বাংলা এত মিষ্টি একটা ভাষা। এই ভাষাতে সাহিত্য লিখতে সবারই মন চায়। তাই আমিও আলাদা কেউ নই। আমিও কবিতা প্রেমিক, সাহিত্য প্রেমিক।

@isha.ish

Sort:  
 4 months ago 

জীবন নামক একটি ছোট্ট অক্ষর কিন্তু জীবনের উদাহরণ অনেক বড়, পালিয়ে গিয়ে কোন সমস্যার সমাধান হয় না সমস্যার সম্মুখে আমাদের সবাইকে হতে হয় কিন্তু সেই সমস্যার সমাধান না করে পালিয়ে গেলে জীবন কখনো সুন্দর হয় না।

আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন আপনার কবিতা পড়ে অনেক অনেক বেশি ভালো লাগলো এবং আপনার নিজের মনের কথা আপনার কবিতার লাইনে উল্লেখ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56652.41
ETH 2407.11
USDT 1.00
SBD 2.33