জেনারেল পোস্ট অফিস কোলকাতা (GPO)

in Incredible India10 months ago (edited)

সকল সদস্যকে জানাই নমস্কার 🙏🏾

জেনারেল পোস্ট অফিস কোলকাতা ডালহৌসি স্কয়ার বর্তমান বিনয় বাদল দিনেশ বাগে অবস্থিত। এই জমিতে প্রথমে বৃটিশ রাজদের একটি ফোর্ট উইলিয়াম ছিল। এটি ভারতের পাঁচটি ফিলাটেলিয়া ব্যুরোর মধ্যে একটি যেখান থেকে ইউনেস্কোর স্ট্যাম্প পাওয়া যায়। শহরের অন্তর্বর্তী ও বহির্গামি সকল ডাক ও পার্সেল এখান থেকে নিয়ন্ত্রণ ও ভেলিভারি করা হয়। এই বিল্ডিং টি শহরের একটি নিদর্শন ও ঐতিহাসিক স্থাপত্য।

IMG-20220604-AS0042.jpg

১৮৬৪ খৃষ্টাব্দে ওয়ালটার বি. গ্রেনভিলে এই বিল্ডিং এর নকশা তৈরি করেন। এর দক্ষিণ সিঁড়ির পিতলের প্লেটই প্রাচীন ফোর্ট উইলিয়ামের শেষ নিদর্শন। এর উত্তরে আছে কালেক্টরেট বিল্ডিং। একটি ২২০ ফিট উচ্চতার গম্বুজবিশিষ্ট ছাদটি বিল্ডিং এর বিশেষ আকর্ষন। কর্নিধিয়ান পিলার গুলির ভাস্কর্য ইউরোপীয় শিল্পকলার নিদর্শন। দক্ষিণ প্রান্তে একটি ডাক টিকিটের মিউজিয়াম আছে। এর এনেক্স বিল্ডিংএ সেভিংস ব্যাংক আছে। এই বিল্ডিংএর সিঁড়ি কাঠের তৈরি। এটি একটি জনবহুল ও ব্যস্ত অঞ্চলে অবস্থিত।

এখানে ফাস্ট ডে কভার, ডাকটিকিট, পাওয়া যায়। এখানে স্পীড পোস্ট, রেজিস্ট্রার পোস্ট, মানিঅর্ডার, পার্সেল বুকিং ছাড়া ও স্বল্প সঞ্চয় স্কিমের টাকা জমা ও ওঠানো যার। এখানে পোস্টাল ইনসিওরেন্স করা যায়। এখানে কিছু রিটেল সার্ভিস পাওয়া যায় যেমন বিল কালেকশন, ফর্ম বিক্রি। পেনশন পেমেন্ট, বার্ধক্য ভাতা প্রদান ও সিনিয়র সিটিজেন স্কিম প্রকল্পের পরিষেবা। সম্ভবত এখানে বৈদেশিক মুদ্রার ও এক্সচেঞ্জ হয়। আধার কার্ডের নথি পরিবর্তন করা হয়। এখানে রাজধানী শহরের জন্য কিছু গ্রিন চেনেল সার্ভিস পোস্ট বক্স আছে যাতে করে খুব দ্রুত ডাক পৌঁছে যায়। শহরের পিন কোড পোস্ট বক্স পরিষেবা আছে।

scan0019.jpg সূত্র https://exclusivecoins.blogspot.com/2016/02/271-historical-first-day-covers-fdcs-on.html?m=1
১৯৪৭, ১৫ আগষ্ট এই তিনটি ডাক টিকিট প্রকাশিত হয়। অশোক চক্র ১টাকা ½ আনা, জাতীয় পতাকা ৩ টাকা ½ আনা ও ডগলাস IX 4 হাওয়াই জাহাজ ১২ আনা এই তিনটি ডাক টিকিট স্বাধীন ভারতের প্রথম তিনটি ডাক টিকিট। ভারত বর্ষে বর্তমানে ৩০০০ ডাক টিকিট আছে ।

এখানকার বিশেষ আকর্ষণ পোস্ট সপ ও পার্সেল কাফে - শিউলি
কাফেত খুব নেজ্জ্য মূল্যে নানা স্নেক্স ও পানীয় সহযোগে অবসর বিনোদন করতে পারেন। এখানে খাদ্য দ্রব্য ছাড়াও পাওয়া যায় শিশুদের জন্য স্ট্যাম্প বুক, বই, কৃষ্টাল ফটোপ্লেট, মেমেন্ট জয় হিন্দ, টুপি, টি সার্ট, নোটবুক বন্দেমাতরম ও বঙ্কিমচন্দ্রের স্ট্যাম্প ইত্যাদি।
https://www.westbengalpost.gov.in/POSTSHOPPE

https://en.m.wikipedia.org/wiki/General_Post_Office,_Kolkata

IMG-20220604-AS0043.jpg

IMG-20220604-AS0044.jpg

আমার ব্লগ পড়ার জন্য সবাইকে ধন্যবাদ

Sort:  
Loading...
 10 months ago 

বর্তমান সময়ে এই পোস্ট অফিস গুলো তেমন একটা দেখা যায় না! আমাদের গ্রামে একটা পোস্ট অফিস ছিল! কিন্তু সেটা এখন বিলুপ্তপ্রায় ভেঙ্গেচুরে খুবই খারাপ অবস্থা।

আপনি কলকাতার জেনারেল পোস্ট অফিসের কথা আজকে আমাদের সাথে শেয়ার করেছেন! আসলে যদিও আমি এটা সম্পর্কে এতটা অবগত না! তবে আপনার পোস্ট পড়ে কিছুটা হলেও জানতে পারলাম! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর ফটোগ্রাফি এবং একটা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের সাথে আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

ধন্যবাদ আমার পোস্টটা সময় নিয়ে পড়ার জন্য। আপনার মতামত খুবই মূল্যবান।

অসাধারণ একটি পোস্ট করেছেন। যদিও আমি চিঠির যুগে ছিলাম না। এখন ডাকঘর গুলো বিলুপ্ত হয়ে গেছে। আর আপনি যে ডাকঘরের বর্ণনা দিয়েছেন তা ভারত উপমহাদেশ একটি উল্লেখযোগ্য বিখ্যাত স্থাপনা। আপনার পোস্টটি পড়ে এই বিখ্যাত স্থাপনার ইতিহাসে সম্পর্কে আমি অনেক কিছুই জানতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আমার পোস্টটি সময় ব্যয় করে পরার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 63633.54
ETH 3477.74
USDT 1.00
SBD 2.54