সৃজনী শিল্পগ্রাম, বোলপুর, শান্তিনিকেতন

in Incredible Indialast year

সকল সদস্যকে নমস্কার 🙏🏾

সৃজনী শিল্পগ্রাম ইজেডসিসি র উদ্দ্যগে তৈরি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, বোলপুরে অবস্থিত। এখানে নয়টি গতানুগতিক কুঁড়েঘরে, পূর্বাঞ্চলীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, আসাম, মনিপুর, ওড়িষ্যা, ত্রিপুরা ও আন্দামন নিকবর সদস্য রাজ্যগুলির বিপুলসংখ্যক শিল্পকর্ম ও হস্তশিল্প প্রদর্শিত হয়েছে। এগুলো প্রায় পঁচিশ বছরের পুরোনো সংগ্রহ। এটি প্রায় ২৬ বিঘা জমিতে তৈরি হয়েছে। প্রতিটি শিল্পকলা প্রতিটি রাজ্যের সাংস্কৃতিক ভাবধারায় তৈরি। এখানে আদিবাসী চিত্রকলা প্রদর্শিত হয়েছে আদি ক্রান্তি বা আদি বিম্ব নামে একটি মিউজিয়ামে। এটি স্থানীয় আদিবাসী বীরপুরুষ যেমন বিরসা মুন্ডা, সিধু, কানহু মুর্মু, লক্ষ্মণ নায়ক, রানি গাধিন্লু, তিলক মাঝি, তিরকট সিং প্রভৃতির নামে উৎসর্গ করা হয়েছে।

বিশ্বভারতী এর খুব নিকটে অবস্থিত বলে অনেক গবেষক ও কলা বিভাগের ছাত্র ছাত্রীদের গন্তব্য স্থল হয়ে উঠেছে। বিভিন্ন দেশি ও বিদেশী পর্যটকদের জন্য সমগ্র পূর্বাঞ্চলীয় শিল্প কলা এক জায়গায় দেখার সুযোগ করে দিয়েছে। স্থানীয় ও পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের অনেক স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এখানে ঘুরতে আসে। পোনের হাজার দর্শক প্রতি সপ্তাহে এখানে পদার্পন করে। এখানকার অনুকূল প্রাকীতিক পরিবেশের জন্য শিল্প কলার সংরক্ষণ সহজ হয়েছে। ইজেডসিসি এখানে সাপ্তাহিক হাট মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

FB_IMG_1691984280590.jpg

https://m.facebook.com/ezcckolkata/
https://www.ezcc-india.org/srijani.php

আমরা ভারতীয় হিসেবে এই স্থানটি দর্শন করা উচিৎ। আমাদের দেশের শিল্প কলার সম্যক ধারনা তৈরি হয় যা কিনা ধিরে ধিরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখানে নানা টেরাকোটা ভাস্কর্য প্রদর্শিত আছে। মাঠ জুড়ে নানান মূর্তি-ভাস্কর্য গণেশ, ধ্যানমগ্ন বুদ্ধ, দেবী স্বরসতী, কৃষ্ণ, আবার কোথাও শৈল্পিক কারুকার্য।

IMG-20191215-AS0044.jpg

IMG-20191215-AS0047.jpg

IMG-20191215-AS0045.jpg

এখানে নানা রকম আদিবাসী নৃত্য ও বাউল অনুষ্ঠান হয়। এখানে স্থানীয় আদিবাসী হস্তশিল্পের জিনিস, পৌরাণিক দেব দেবীর অবয়ব ও মূলত মেয়েদের পোষাকের বিপণি আছে। এখানে একটি জলাশয়ে হাঁসের সাঁতার দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানকার টিকিটের মূল্য ₹২০, ছাত্রদের জন্য ₹১০ (পরিচয় পত্র আবশ্যক)। এখানে কোন খাবারের দোকান নেই। বাইরে কিছু চায়ের দোকান আছে। এখানে যেহেতু অনেক হাঁটতে হয় তাই শীতকালে এখানে আসা শ্রেয়। এটা ভালো ভাবে দেখাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটি কোলকাতা থেকে ১৫০ কিঃমিঃ দূরে ট্রেনে বা গাড়িতে আসা যায়। মাত্র ₹২০০ স্থানীয় টোটো বা অটো তে করে বোলপুর বাস স্ট্যান্ড অথবা বোলপুর ট্রেন স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে। গ্রামটি বিকেল ৪:৩০টা বন্ধ হয়।

সবাইকে আমার ব্লগ পড়ার জন্য ধন্যবাদ।

Sort:  
Loading...
 last year 

অবশ্য ভারতে মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আমার জানা ছিল না। তবে আপনি বলেছেন একজন ভারতীয় হিসেবে,,, জায়গাটা অবশ্যই দর্শন করা প্রয়োজন।

সত্যিই আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন অসম্ভব সুন্দর। এবং আপনি জায়গার সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা জায়গা ফটোগ্রাফির মাধ্যমে আমাদেরকে দেখার সুযোগ করে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

ধন্যবাদ আমার পোস্টটি সময় ব্যয় করে পড়ার জন্য। কিন্তু এটা বিশ্বভারতীর কছে বলে এখানে যেমন বিদেশের ছাত্র ছাত্রীরা আসে তেমনি অনেক আন্তর্জাতীক ভ্রমণকারীরাও আসেন।

 last year 

ওহ আচ্ছা এই বিষয়টা জানতে পেরে,, আরও বেশি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61659.26
ETH 2446.04
USDT 1.00
SBD 2.60