ভারতীয়দের সঙ্গে আরও পাঁচটি দেশ ১৫ আগষ্ট স্বাধীনতা বা জাতীয় দিবস পালন করে

in Incredible Indialast year (edited)

সকল সদস্যকে জানাই নমস্কার 🙏🏾

লিশটেনস্টাইন Liechtenstein🇱🇮

লিশটেনস্টাইন অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড বেষ্টিত আল্পস পর্বতমালার রাইন‌ নদীর তীরে অবস্থিত। এই খুব সুন্দর দেশটি কোনদিন পরাধীন ছিল না তাই বাস্তবিক অর্থে এদের কোন স্বাধীনতা দিবস নেই। কিন্তু ১৫ আগষ্ট জাতীয় দিবস হিসেবে পালিত হয় এবং ঘোষিত পাবলিক হলিডে। এদিন রাজধানী ফাডুৎস নানা রকম বর্নাঢ জল্লুস, শোভাযাত্রা, গান ও বাজনা, গৃহসজ্জা, আলোকসজ্জা ও বাজি পটকা ফাটানো হয়।

দেশটির মোট আয়তন মাত্র ১৬০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৩৮.২৫৪ (২০২১), জিডিপি (পিপিপি) ২০০৫ মোট $৩.৪৮২ বিলিয়ন, মাথাপিছু $১০০,৮৬০। অর্থনীতি মূলত ভেলু এডএড সার্ভিস প্রদান। এখানে কর্পোরেট টেক্স কম হওয়ায় বহু বৈদেশিক অফিস আছে এবং সেখানে কর্মসংস্থান হয়। লিশটেনস্টাইনের ডাকটিকিট পৃথিবী খ্যাত বলে আন্তর্জাতিক পর্যটকেরা অনেক স্ট্যাম্প ক্রয় করে। এটিও একটি আয়ের উৎস।

liechtenstein-castle-1158949_1280.jpgPixabay Liechtenstein castle

রিপাবলিক ওফ কঙ্গ🇨🇬

এই দেশটি আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত, কংগোব্রজিভিল নামেও পরিচিত ফ্রেন্চ উপনিবেশ ছিল। ১৯৬০ সালে ১৫ আগষ্ট স্বাধীনতা লাভ করে। এর রাজধানী ব্রাজিভিল। এর ভূখণ্ড ৩৪২০০০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৫,৬৭৭,৪৯৩, সমগ্র জিডিপি (পিপিপি) $২৩.০ বিলিয়ন। এর অর্থনীতি খনিজ তেলের উপর নির্ভরশীল। এখানে ৮৮.৫ % মানুষ খৃষ্টান।

SAINTE_RITA_CONG-BR2.jpgউইকিপিডিয়া

পিপিলস রিপাবলিক ওফ কঙ্গ নামে একটি পৃথক রাষ্ট্র আছ।

দক্ষিণ কোরিয়া 🇰🇷 ও উত্তর কোরিয়া 🇲🇵

১৯৪৫ সালে বিশ্ব যুদ্ধের শেষে এই দিনে জাপানের শাসন থেকে মুক্ত হয় কোরিয়া উপমহাদেশ ও দুই খন্ডে বিভক্ত হয়ে দুইটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়। উত্তর কোরিয়ার পোশাকি নাম ডেমক্রেটিক পিপিলস রিপাবলিক ওফ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এই দিনটিকে 'Gwangbokjeol' বলে। যার মানে আলো ফেরার দিন অনেকে আবার এই দিনকে চিহ্নিত করেছে 'ভিকট্রি ওভার জাপান' বলে।

দক্ষিণ কোরিয়া রবার প্লানটেশনের জন্য বিখ্যাত। এখানে রবার লেটেক্স কারখানায় বহু ভারতীয় কাজে নিয়োজিত আছে।

আমি নিজে দীর্ঘ দিন কলকাতায় একটি দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় তৈরি লেটেক্স কম্পানিতে কর্মরত ছিলাম।

বাহরাইন🇧🇭

১৫ আগস্ট, ১৯৭১-এ, বাহরাইনের জনগণ ব্রিটিশ এবং ইরানের নিয়ন্ত্রণ থেকে নিজেদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল।

বাহরাইনের প্রকৃত জাতীয় দিবস ১৬ ডিসেম্বর পালিত হয়, যেদিন দেশের প্রথম আমির (শাসক) সিংহাসন গ্রহণ করেছিলেন।

পারস্য উপসাগরের কাতার ও সৌদি আরবে মাঝে ৩৬ টি দীপ নিয়ে বাহরাইন একটি মুসলিম দেশ। ১৯৩০ এ পারস্য উপসাগরের প্রথম দেশ হিসেবে তেল নির্ভর অর্থনীতি তৈরি হয়। কিন্তু ১৯৮০ তে সব তেল ফুরিয়ে যায়। এখনো ডিনার বাহরাইন মুদ্রা বিশ্বের দ্বিতীয় দামী মুদ্রা। ২০১০ এ দেশের জনসংখ্যা ছিল ১.২ বিলিয়ন যার ৪০% মানুষ ছিলেন বিদেশী।

800px-Gudaibiya_Mosque.jpgউইকিপিডিয়া মানামার গুদাইবিয়া মসজিদ

আমার ব্লগটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Sort:  
 last year 

আপনার ব্লগ পড়ে অবেক তথ্য পেলাম যা আমার অবেক কাজে দিবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা তথ্যবহুল পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আমার ব্লগটি আপনার মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 63957.85
ETH 2753.76
USDT 1.00
SBD 2.66