কোলকাতার নাখোদা মসজিদ

in Incredible Indialast year (edited)

সকল সদস্যকে জানাই নমস্কার 🙏🏾

অবিভক্ত বাংলার সবথেকে বড় কোলকাতার নাখোদা মসজিদ পর্যটকদের একটি বড় আকর্ষণ। বর্তমান ভারতের ৩০০০০০ কার্যকরী মসজিদের মধ্যে পূর্ব ভারতের সর্ববৃহৎ মসজিদ। চার তলা বিশিষ্ট নাখোদা মসজিদে একসঙ্গে ১০০০০০ মানুষ নামাজ পাঠ করতে পারে। এটি জাকারিয়া স্ট্রীট ও বিধান সরণীর সংযোগ স্থলে অবস্থিত। ১৯২৬ খ্রিষ্টাব্দে সম্পুর্ন একক প্রচেষ্টায় ও নিজ অর্থ ব্যয়ে এই মসজিদটি নির্মাণ করেন আব্দুর রহিম ওসমান। তিনি গুজরাটের কুচে সুন্নী মুসলমান সম্প্রদায়ের লোক ছিলেন। এই মসজিদ নির্মাণে খরচা হয় ₹১৫০০০০০। সিকান্দার আকবর টুমের অনুকরণে তৈরি এই মসজিদটি ইন্দো-সেরাসেনিক ভাসকর্যের নিদর্শন। ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজার সঙ্গে এর প্রবেশদ্বারের অদ্ভুত সাদৃশ্য আছে। মসজিদে দুটি মিনার, তিনটি ডোম ও ২৫ টি ক্ষুদ্র মিনার আছে। এই মসজিদ নির্মাণের জন্য তোলেপুর থেকে গ্র্যানাইট পাথর নিয়ে আসা হয়েছিল । নাখোদা শব্দের অর্থ নাবিক। ওসমান জলপথে নানা দ্রব্য প্রধানত চিনি আমদানি ও বিদেশে রপ্তানি করতেন তাই এই মসজিদটি নাম রাখেন নাখোদা মসজিদ।https://en-m-wikipedia-org.translate.goog/wiki/Nakhoda_Mosque?_x_tr_sl=en&_x_tr_tl=bn&_x_tr_hl=bn&_x_tr_pto=tc

IMG-20220711-AS0054.jpg

২০১৯ সালে মসজিদটি সকল মুসলমান মহিলাদের জন্য উন্মুক্ত করা হয়। এর জন্য সম্পুর্ন পৃথক প্রবেশদ্বার, প্রার্থনা কক্ষ ও শৌচাগারের ব্যবস্থা করা হয়। ১৫০ ফুট উচ্চতার মিনারে লাইট প্রদর্শন করে সকলকে ঈদের চাঁদ দেখত পাওয়ার বার্তা দেওয়া হয়। পবিত্র রমজানের সময় মসজিদটি আলোকে সুসজ্জিত হয়ে জীবন্ত হয়ে উঠে। খাদ্য রসিক বাঙালির ভোজন ছাড়া কোন উৎসব সম্পন্ন হয় না। পার্শ্ববর্তী জাকারিয়া স্ট্রিট রমজানের সময় শহরের খাইবার পাস হয়ে উঠে। হালিম, কাবাব, বিরিয়ানি, পানীয়, ফিরনি ও ফালুদার গন্ধে মম করে। রমজানের সময় সর্ব্বধর্মের সমন্বয় ঘটে এই সিটি ওফ জয় শহরে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমনে এটি একটি সর্ব্বধর্মের মিলন ক্ষেত্র হয়ে উঠে। মসজিদের ভিতরে ও বিভিন্ন প্রদর্শনী হয়। মসজিদটি দর্শন করতে আপনি সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনও সময়ে যেতে পারেন। এর জন্য কোনও প্রবেশ মূল্য লাগে না। সুসজ্জিত দুলদুল তাজিয়া মিছিল বেড়োয় সঙ্গে চলে লাঠি খেলা ও অস্ত্র খেলার প্রদর্শনী। নাখোদা ঘিরে দোকানপাট। মসজিদ যেহেতু কোলকাতার বড়বাজার অঞ্চলে ১২ মাস এখানে লক্ষাধিক লোক সমাগম হয়। এখানে সকল প্রকার মোগলাই দ্রব্য পাওয়া যায়। ১৫০ বছরের অধিক পরানো ট্রাম চড়াতে বা দেখতে পাবেন এখানে।

IMG-20220711-AS0053.jpg

IMG-20220711-AS0055.jpg

আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

Sort:  
Loading...
 last year 

মসজিদ টি অনেক সুন্দর ৷ নিখুত ভাবে নকশা তৈরি করে তৈরি করা হয়েছিল এই মসজিদ টি ৷ তারপর আপনি এই মসজিদ সম্পর্কে অনেক কিছু বর্ণনা দিয়েছেন যেন আমরা খুব সহজেই বুঝতে পারি ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ 🙏🏾

 last year 

ভারতের অনেক পুরনো নাখোদ মসজিদ সম্পর্কে আপনি অনেক সুন্দর একটা বিশ্লেষণ,,, এবং অজানা কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে সত্যি কথা বলতে,,, এই মসজিদ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না।

তবে আপনার পোস্ট পড়ার পরে,,,, আমি এই মসজিদ সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, এই মসজিদ সম্পর্কে এই তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,, ভালো থাকবেন।

আমার পোস্ট আপনার মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য ধন্যবাদ। আপনি আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67003.49
ETH 3502.34
USDT 1.00
SBD 2.87