Incredible India monthly contest December #1|My resolution 2024

in Incredible India11 months ago
Picsart_23-12-11_19-55-33-290.jpg

[Edit by Picsart]

Hello,
Everyone,

আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার পরম কৃপায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি এই পোস্টের মাধ্যমে অংশগ্রহণ করছি, আমাদের কমিউনিটিতে আয়োজিত ডিসেম্বর মাসের প্রথম কনটেস্ট এ।এর বিষয়বস্তু হিসেবে অ্যাডমিন ম্যাম @sduttaskitchen নতুন বছর কে অর্থাৎ ২০২৪কে বেছে নিয়েছেন। আজকে আমি খুবই আনন্দিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে।

নতুন বছরের আগমনী বার্তা শুরু হয়ে গেছে।নতুন বছর যেন এক নতুন আশার সঞ্চার জাগিয়ে আমাদের মনে দোলা দেয়।আমরা পুরনো সব ভুল-ত্রুটি দুঃখ-কষ্টকে ভুলে নতুন বছরে সামনে এগিয়ে যেতে চাই। তাইতো বলি নতুন কে ডাকো প্রাণ ভরে। নতুন বছরে আমরা কি অর্জন করতে চাই আর কি বর্জন করতে চাই তাই নিয়ে আজ কথা বলব।

শুরুতে নিজের ভেতর ব্যক্তিকে আগে জানার চেষ্টা করি।আমি শুধু নিজেকে নিয়ে ভাবিনা
পরিবারকে সাথে রাখি। শুধু এককভাবে নিজের কথা যদি ভাবতে যাই তাহলে এ অনুভূতি বড়ই অন্যরকম। কারণ আমার সবকিছুই পরিবার ও আমার চারপাশের মানুষজন কেন্দ্রিক। এদেরকে ছাড়া আমি শুধু শুধু নিজেকে খুব অল্প বিষয়ের উপরেই পাই যেগুলো আমার নতুন বছরের প্রত্যাশার মধ্যে থাকবে। আজকে সেগুলো নিয়েই আলোচনা করবো।

balloon-3206530_1280.jpg

Pixabay

What resolution do you make and follow for the upcoming year?

১. প্রথমতঃ স্বাস্থ্য সচেতন হওয়া।

আমি একেবারেই স্বাস্থ্য সচেতন নই। বরাবরই আমি কিছুটা খামখেয়ালিতায় পূর্ণ। মাঝে মাঝে এরকম ভাবি, যা হয় হোক আমি এমনই করব। পরিবারের ছোট ছিলাম। ফলে জীবনে গাফিলতি কম করিনি। কিন্তু এখন আর আমি ছোট নাই। বয়স বাড়ছে, সাথে সাথে বাড়ছে নানাবিধ সমস্যা।আমরা কেউই সমস্যার উর্ধ্বে নই। আমাদের চারপাশে আছে সমস্যার পাহাড়। কিন্তু এরপরেও নিজের স্বার্থের দিকে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আমি স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত হাটার কোন বিকল্প দেখি না।কিন্তু এই হাঁটাটা আমি নিয়মিত হাটতে পারি না।যেদিনই বাচ্চাদের স্কুল থাকে তখন আমি নিয়মিত হাঁটি কিন্তু স্কুল বন্ধ হলে আমার অলসতা শুরু হয়ে যায়।আমি নিজের এই অভ্যাসটি পরিবর্তন করতে চাই।

২. দ্বিতীয়তঃ ইবাদতে আরো মনোযোগী হতে চাই।

অনেক বছর আগে থেকে আমার একটা পরিকল্পনা ছিল যে, একটা নির্দিষ্ট বয়সের কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে আমি নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবো। এখন পর্যন্ত আমি সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে সক্ষম হয়নি।এখনো আমার মধ্যে কিছুটা উদাসীনতা কাজ করছে।আমি এবাদত এমন ভাবে মনোযোগী হতে চাই যাতে আমার দুনিয়াদারি বা কোন আজেবাজে কাজে আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমি পূর্ণ সময় নিজের পরিবার ও ইবাদতের পিছে দিতে চাই।

৩. তৃতীয়তঃ ধৈর্য বাড়াতে চাই।

একটা সময় এমন ছিল যে আমি একদিনে একটি একশ- দুইশ পাতার বই পড়ে ফেলতে পারতাম। আর বর্তমানে এমন হয়েছে যে ১০০ টি ২০০ টি লাইন পড়তে আমার খুব কষ্ট হয়। এটা মূলত আমার ধৈর্যহীনতার কারণে হচ্ছে। আমি নিজেও তা বুঝতে পারছি। এ কারণে আমি চাই যাতে আমি পুরনো অভ্যাসটি আবার নিজের ভেতরে চালু করতে পারি। বলতে পারেন আমি পুরনো কে নতুন করে ভালবাসছি।আমার সংগ্রহে চমৎকার কিছু বই রয়েছে। আমি সেই বইগুলো নিয়মিত পড়তে চাই এবং জ্ঞান অর্জনের কাজে নিজের সময়কে লাগাতে চাই। সৃষ্টিকর্তা যাতে আমাকে সেই ধৈর্য দান করেন এই প্রার্থনাই আমি নিয়মিত করে যাচ্ছি।

balls-2882427_1280.jpg

Pixabay

৪. চতুর্থতঃ আচরণগত ত্রুটি দূর করতে চাই

একটি জিনিস আমি বুঝে গেছি যে এই পৃথিবীতে আমার রব ছাড়া আমার আপন কেউ নেই। আর আগামী দিনে আমার মৃত্যু ছাড়া আপন আমার জন্য আর কেউ বসে নেই। তাই আমি মৃত্যুর জন্য প্রস্তুত হতে চাই। এখন থেকে প্রতিদিনকে আমি জীবনের শেষ দিন মনে করে আমার বর্তমান কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে চাই।আমি যেন এই কথাটি থেকে কখনো বিস্তৃত না হই এটাই আমি কামনা করি। আমার প্রতিদিনের কাজকর্ম সব কিছু যেন একজন ভালো মানুষের মত হয়। আমার আচরণগত ত্রুটি, আমার মন, মেজাজ-মর্জি সবকিছুকে আমি একটি নির্দিষ্ট ধারায় পরিচালিত করতে চাই। যদি এটা আমি করতে সক্ষম হই তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না।

How would your resolution be useful for you and others? Describe.
অনেকেই আছেন যারা নিজের মনোভাব কোনরূপে প্রকাশ করতে পারেন না। ভেতরে ভেতরে নিজের সাথে কথা বলেন কিন্তু দেখা যায় কাজে গুছিয়ে নিতে পারেন না। তাদের জন্য আইডিয়া অনেক বড় একটি ব্যাপার। আমার নতুন বছরের প্রত্যাশা গুলোর মধ্যে যে কোন একটি হয়তো কারো জীবনের প্রত্যাশার সাথে মিলে যেতে পারে।আর যদি এমনটি হয় তাহলে অবশ্যই আমার প্রত্যাশা তার জন্য উপকার বয়ে আনবে। কারণ আমার প্রত্যাশাগুলো ব্যক্তিগত ও ব্যক্তির উন্নতি ও তার জীবন যাপন পদ্ধতির উন্নতির জন্যই ভেবেছি। এর মধ্যে কোন মেকি ভাব নেই। না কোন হটকারী সিদ্ধান্ত। বরং রয়েছে নিজের সাথে সাথে পরিবারের সকল সদস্যদের উন্নতি ও সুন্দর জীবনের প্রত্যাশা। তাই আমি মনে করি আমার প্রত্যাশা গুলো আমার ও অন্যদের জন্য অবশ্যই খুবই উপযোগী হিসেবে প্রতিষ্ঠিত হবে।
smile-5128742_1280.jpg

Pixabay

Do you think the resolution is essential to overcome something? Justify your answer..

ভবিষ্যৎ জীবনে কি হবে তা আমরা কেউই জানি না। কিন্তু ভবিষ্যত জীবনের প্রত্যাশাই আমরা বর্তমান দিনগুলো পার করে থাকি
তাই আমাদের ভবিষ্যতের উপর যদি কোন আশা-আকাঙ্ক্ষা না থাকে তবে বর্তমানে যে অন্ধকারে নিকষিত হয়ে যাবে। আমি যদি জীবনের আশা হারিয়ে ফেলি তাহলে জীবন ও আমাকে আশাহত করে ফেলবে। আমি জানি আমাদের সবার জীবনে কষ্ট রয়েছে। কিন্তু সেই কষ্টকে হাসি মুখ দিয়ে ঢেকে আমরা জীবন পার করে চলছি। আর তার জন্য লক্ষ্য নির্ধারণ করা অতি জরুরী। আমি নতুন বছরে যে লক্ষ্য নির্ধারণ করেছি তা অবশ্যই নিজেকে বিকশিত করার জন্য খুবই জরুরী। কোন কিছুর ভেতরে নিজেকে হারিয়ে ফেলার পূর্বে নিজেকে উদ্ধার করার কিছু পন্থা থাকে। তার সবচেয়ে বড় পন্থাটি হলো আশা। ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখা ।সুন্দরভাবে নিজের নিজেকে গুছিয়ে তোলা।আর আমি তাই চেষ্টা করে যাচ্ছি।

সব শেষে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি আমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানাচ্ছি ।
@farhanahossin
@mdsahin111
@abdul237

wish-2422710_1280.jpg

Pixabay

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYu6hmqVwUaqL9M7iKwB6JkFDKXskEP54TKs9irKVom93sQ6xKtz7VmN1wZv...qVjPcxLWc82N365Yo9gT6Zyzac3B9pDZE85mKSt6o1HJdATS8MoxZvYmtYf1zVKE8HJrB8UuufT9v5ziJr43zZXtDujfpPzkz6fLBH7ZcLxq7SWUy7CWL3XgRC.png

Sort:  
 11 months ago 

শুরতেই জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷ আপনার রেজোলিউশন গুলো বেশ চমৎকার ভাবে উপাস্থাপন করেছেন পড়ে খুবই ভালো লাগলো ৷ প্রত্যেক মানুষের রেজোলিউশন থাকাটা অনেক গুরুত্বপূর্ণ আমরা বলে মনে করি ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

@hasnahena আপনার নতুন বছরের রেজুলেশন গুলো মন ছুঁয়ে দিয়েছে। একমাত্র ইবাদত পারে সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে এবং সঠিক পথ দেখাতে সহায়তা করে। ধন্যবাদ আপনাকে নতুন বছরের উপযোগী রেজুলেশন আপনাদের সাথে ভাগ করার জন্য।

 11 months ago 

আমাদের জীবনে ধৈর্য বাড়াতে পারলে কয়েকটা জিনিস খুব সহজেই আয়ত্তে নিয়ে আসা যায় যেমন পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পায় ইবাদাত করার স্বাদ পাওয়া যায়। তার পাশাপাশি যে কোন কাজ সফল হওয়ার মূলে রয়েছে ধৈর্য। আপনার এ পয়েন্ট কি আমার কাছে অনেক মূল্যবান মনে হয়েছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব নতুন বছরে আমার ধৈর্য বৃদ্ধি করার।

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আপনার মূল্যবান মতাম ত আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 11 months ago 

অবশ্যই নিজের প্রতি যত্নশীল হতে হবে। আসলে আমরা পরিবারের যত্ন নিতে নিতে মাঝে মাঝে নিজের যত্ন নেওয়ার কথা একেবারে ভুলে যাই। আজকে আপনার প্রথম বিষয় ছিল। নিজের প্রতি যত্নশীল হওয়া, এটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।

অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত ইবাদতের প্রতি মনোযোগী হওয়া। আল্লাহতালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমাদের সুখ শান্তি এবং পৃথিবীর বিভিন্ন জায়গা বিচরণ করতে গিয়ে। আমরা আল্লাহতালার ইবাদত করতে ভুলে যাই। এটা মারাত্মক একটা অপরাধ ইবাদতের প্রতি অনেক বেশি মনোযোগী হতে হবে। এবং সঠিকভাবে ইবাদত করতে হবে আশা করি আপনার লক্ষ্যটা পূরণ করে দেবেন। প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

প্রথমেই ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে। আপনি বেশ কিছু বিষয় নির্বাচন করেছেন। স্বাস্থ্যসচেতনতা নি:সন্দেহে সবার দরকার। পাশাপাশি নিজ ধর্মের আরো কাছাকাছি যেতে চাওয়াটা অনেক বড় ব্যাপার। কারণ এর মাধ্যমে আত্মা পরিস্কার হয়। সফল হতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে।

আপনার নতুন বছরের resolution গুলো অনেক ভাল হবে যদি সেগুলোর বাস্তবিক প্রয়োগ করতে পারেন।আপনি বলেছেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন।এটা খুবই গুরুত্বপূর্ণ। ইবাদত বা ঈশ্বরের প্রতি বেশি নিয়োজিত থাকবেন। সাথে ধৈর্যশীল হওয়ার কথাও বলেছেন। আপনার সব পরিকল্পনা সফল হোক।শুভকামনা রইল।

 11 months ago 

প্রিয় আপু প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানাই,
নতুন বছরের পরিকল্পনা, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

নতুন বছরের পরিকল্পনার জন্য আপনি স্বাস্থ্য সচেতন হতে চান। ইবাদাত বেশি মনোযোগ দিতে চান। ধৈর্য বাড়াতে চান এবং। আপনি ঠিকই বলেছেন আমাদের সবকিছু ঠিক রাখার আগে নিজেকে ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ।

একটা পরিবারের সুন্দর করতে হলে প্রথমে আমাদের ধৈর্য টা অনেক বেশি জরুরী, আপনার নতুন বছরের জন্য এলো অনেক অনেক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন।

Loading...

প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। বই পড়া খুবই ভালো একটা অভ্যেস। বই পড়ুন আর সাথে স্টিমিটের পোস্টও পড়ুন। এতে আপনার ধৈর্য অবশ্যই বেড়ে যাবে বলে আমি আশা রাখি। উপরওয়ালা আর মৃত্যু হলো জীবনের পরম সত্য। আপনার ২০২৪ সাল খুব ভালো কাটুক এই শুভকামনা রইলো।

 11 months ago 

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।।

আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে জানতে পারলাম আপনার ২৪ সালের পরিকল্পনা।। আপনি প্রথমেই বলেছেন নিজের স্বাস্থ্য সচেতন ও এবাদত সাথে ধৈর্য বাড়ারো থেকে শুরু করে আরও বেশ কিছু বিষয় বলেছে।।

আপনার জন্য দোয়া রইল আপনার ২৪ সাল যেন আপনার মনের মত হয় এবং সবকিছু সঠিকভাবে পালন করতে পারে।।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68337.24
ETH 2445.97
USDT 1.00
SBD 2.39