Better Life With Steem || The Diary game || 29January 2024||

in Incredible India7 months ago
Picsart_24-01-29_22-24-10-674.jpg

[Edit by PicsArt]

আগের দিন সন্ধ্যা ছয়টা থেকে মালপত্র নেওয়া শুরু করি। আগে ফার্নিচার সব চলে গিয়েছিল। গতকাল শুধু ভেতরের মালপত্র গিয়েছে। শুধু একটি ফ্রিজ রেখে দিয়েছি। মালপত্র প্যাকেট করে গুছিয়ে দিতে দিতে রাতের দশটা বেজে গেল। তাই প্রচন্ড টায়ার্ড ছিলাম। রাতেই ভেবে রেখেছি সকালে আর রুটি করব না। ভাজি করাই আছে। সকালে হোটেল থেকে পরোটা আর রুটি নিয়ে আসলাম।

যেহেতু সকালে রুটি করার টেনশন ছিল না তাই একটু ধীর গতিতেই চলছিলাম।মেয়ের ও কলেজ ছিল না। তবে ছেলের স্কুলে যেতে হবে।তাই আটটার দিকে ঘুম থেকে উঠলাম। সবকিছু গোছগাছ করে নাস্তা খেয়ে নয়টায় বের হয়ে গেলাম।স্কুলে পৌঁছাতে পৌঁছাতে পৌনে দশটা বেজে গেল। এখন দশটা থেকে ক্লাস। আগে গিয়ে ছেলের জন্য টিফিন কিনে দিলাম। ইদানিং একেবারে খাওয়া-দাওয়া করছে না। তাই ওকে এক পিস চিকেন ফ্রাই ও ডিম চপ কিনে দিলাম যদি খায়। আর দিলাম একটা কিটক্যাট চকলেট।

IMG_20240129_121301.jpg
IMG_20240129_121235.jpg

ছেলেকে ক্লাসে দিয়ে ক্যান্টিনে গিয়ে বসলাম। এই ফাঁকে অনলাইনে যতগুলো সার্ভিসিং এর জন্য কন্টাক্ট করেছিলাম ওদেরকে আবার কল দিয়ে কনফার্ম করলাম। পরে চা খেয়ে সিনড্রেলা গেলাম একটু ঘুরতে। টুকিটাকি অনেক জিনিস কিনলাম। এর মধ্যে দেখতে পেলাম পিৎজা স্বাদের একটি নতুন বিস্কুট বের হয়েছে। দেখতে পিজা বক্স এর মত এবং কেউ যদি ভালো করে না পড়ে তাহলে হঠাৎ করে ধোকা খেয়ে যাবে।

কৌতূহলের বশে তাই কিনে নিলাম। ক্যান্টিনে এসে খুলে দেখলাম বারোটি প্যাকেট আছে ভেতরে। দাম পড়লো ১৭০ টাকা। সবাই মিলে খেয়ে দেখলাম যে হ্যাঁ কিছুটা পিৎজার টেস্ট পাওয়া যাচ্ছে। অতঃপর সাড়ে বারোটা বাজলে ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিলাম।এরপর দুপুরের খাবার খেয়ে নিলাম।

IMG_20240129_183211.jpg
IMG_20240129_183136.jpg

এদিকে আমার ওই বাসায় যেতে হবে। ওখানে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে। তাই আসরের নামাজ পড়ে চলে গেলাম।সোফা ক্লিনার সোফা ক্লিন করে দিয়ে গিয়েছে।হুড মিস্ত্রি সার্ভিসিং করে চলে গিয়েছে। এরপর ইন্টারনেটের লাইন বসালাম, টিভি লাগালাম এবং জায়গায় জায়গায় মোবাইল চার্জিং এর পয়েন্ট গুলো ঠিক করে নিলাম। লাইট ফ্যান সব লাগানো হলো। সন্ধ্যার পরে ইলেকট্রিক মিস্ত্রিরা বলল আজকে কাজ গুছিয়ে নিলাম। আপনি বাসা গুছিয়ে নেন। এরপর আরেক দিন এসে বাকি কাজ করে দিয়ে যাব। ততক্ষণে সন্ধ্যা পার হয়ে গেছে। আমি বারান্দায় বসে বেশ কিছু ছবি তুলে নিলাম। উপর থেকে দৃশ্যগুলো খুব চমৎকার লাগছিল। সবকিছু বন্ধ করে দিয়ে আবার বাসায় ফিরে আসলাম।

IMG_20240129_183255.jpg
IMG_20240129_183009.jpg

এসে অজু করে আগে এশার নামাজ পড়ে নিলাম। এরপর রাতের খাবার রেডি করতে লাগলাম।সবকিছু উল্টাপাল্টা হয়ে আছে। রান্নাবান্না খুব একটা করা হয়নি। কোন মতে রাতের খাবারটা শেষ করে ক্লান্তি কাটানোর জন্য এক কাপ চা খেলাম। আর এখন লিখতে বসেছি।গতকাল পোস্ট করা হয়নি। আগামীকাল পুরোপুরি শিফট হয়ে যাবো। তাই আগামীকাল পোস্ট করতে পারবো কিনা জানিনা। এজন্য এখন চটজলদি বসলাম যে পোস্ট করে নিই। আজ আর লিখছি না।

IMG_20240129_183225.jpg
DeviceName
Androidvivo v19
Cameratriple camera 48mp+8mp
LocationBangladesh 🇧🇩
Shot by@hasnahena

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD_1.gif

Sort:  
Loading...
 7 months ago 
  • বাস সিফট করা মানে মহা ঝামেলা। এদিকে আবার ছেলের স্কুলে খুলে গিয়েছে, ঢাকা শহরের মায়েদের এক ধরনের যুদ্ধ শুরু হয় ছেলে মেয়েদের স্কুল কোচিং এসব কিছু নিয়ে। সব মিলিয়ে খুবব্যস্ত দিন কাটাচ্ছেন আপনি। শরীরের প্রতি যত্ন নিবেন হঠাৎ করে অনেক পরিশ্রম করছেন। আগামীকাল পুরোপুরি শিফট হয়ে যাবেন । তারপর ইনশাল্লাহ আবার ফ্রি হয়ে যাবে।
 7 months ago 

আপনার গত পোষ্টের মাধ্যমে জানতে পেরেছিলাম আপনি নতুন বাসায় শিফট করেছেন। নতুন বাসায় গিয়ে সব জিনিসপত্র আবার নতুন করে গোছানো কতটা যে ঝামেলা। আপনার কার্যালিপি পড়ে মনে হল আপনি সারাদিন খুব কর্মব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করেছেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58495.14
ETH 2461.74
USDT 1.00
SBD 2.36