Better Life With Steem || The Diary game ||15 June 2024||

in Incredible India2 months ago
IMG_20240615_200845.jpg

আগে থেকে জানা ছিল আজকে সকালে একজন মেহমান আসবে কিন্তু সকালে তা বেমালুম ভুলে গেলাম।ঘুম থেকে উঠতেও দেরি করলাম বলে সকালেই সব মিলিয়ে বেশ ঝামেলায় পড়ে গেলাম।নাস্তা বানানোর আগেই মেহমান চলে আসলো।তাই আগে মেহমানকে নাস্তা দিয়ে নিলাম।এরপর বাসার সবার জন্য নাস্তা বানালাম।

IMG_20240615_130549.jpg
IMG_20240615_130541.jpg

তবে নাস্তা খেতে বেশ দেরি হয়ে গেলো।নাস্তা খাওয়া শেষ করে ঘরের বেশ কিছু কাজ গুছিয়ে নিলাম।ছেলেকে গতকাল গরুর হাটে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি।তাই আজকে বললাম আজকে ছেলেকে নিয়ে দিয়াবাড়ি ঘুরে আসার প্রোগ্রাম করলাম।অবশেষে ঘরের কিছু কাজ সেরে বের হলাম।মেয়ে আমাদের সাথে গেল না কারণ ওর সামনে ই পরীক্ষা আবার টিচারও আসবে।

IMG_20240615_130005.jpg
IMG_20240615_125952.jpg

যেহেতু রাস্তাঘাট খালি তাই পৌঁছাতে বেশি সময় লাগলো না। দিয়াবাড়ির রাস্তার দুপাশে বিশাল বড় হাট বসেছে।দুই পাশে হাজার হাজার গরু ও ছাগল দেখলাম।কয়েকটা দামদর করলাম। এরপর ঘুরা শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় দেড়টা বাজে। বেশ ক্ষুধা লেগেছে। অতঃপর সিপি চিকেনের দোকানে নেমে আমি চিকেন শাসলিক নিলাম।ছেলের ফ্রাইড চিকেনে খেলো।

IMG_20240615_135246.jpg

বাসায় আসতে আসতে প্রায় আড়াইটা বেজে গেল।গোসল সেরে নামাজ পড়ে নিলাম।কারণ আমার হাজব্যান্ড গরু কেনার জন্য শাজাহানপুর হাটে যাবে।দুপুরে খাওয়া শেষ করে সে হাটে যাওয়ার জন্য বের হয়ে গেলো।আমিও বিকেলের রান্নার জিনিস গুলো গুছিয়ে পার্লারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কাকরাইল যেতে ১০ মিনিটে লাগলো।

ওখানেই পার্সোনার ব্রাঞ্চ আছে। সেখানে গিয়ে ত্বক পরিচর্যার একটি সেবা গ্রহণ করলাম।এর মধ্যেই আমার হাজবেন্ডের ফোন আসলো। কিন্তু ফোনটা ধরতে পারলাম না।অবশেষে পার্লারের কাজ শেষ করে ফিরতি ফোন করলাম। তখন জানলাম যে গরু কেনা হয়ে গেছে।এদিকে আমার আরো কিছু বাজার রয়ে গেছে।তাই পাশেই আমানা বিগ বাজার সুপারশপে ঢুকলাম।সেখানে পোলাও চাল, আদা,টমেটো সস ও ছেলের জন্য ছোট একটি ডান কেক নিয়ে বাসায় চলে আসলাম।

IMG_20240615_174214.jpg

বাসায় এসে দেখি পৌনে ছয়টা বাজে। তখন আসরের নামাজ পড়ে নিলাম।এরপর আম কাটলাম।সবাই আম খেলো।মাগরিবের পরে গরু দেখতে যাওয়া ঠিক করলাম।সবাই নিচে নামলাম এবং গরু দেখে আসলাম।গরু দেখা শেষ হলে বাচ্চাদেরকে বাসায় পাঠিয়ে আমি আবার বের হলাম।হাজবেন্ড কে বললাম যে একটু চা খাব কিন্তু আসলে আমার উদ্দেশ্য ছিল ভিন্ন।

আমি অনেকদিন থেকেই একটি ঝাড় বাতি কিনতে চাচ্ছিলাম।কিন্তু কোন ভাবেই ওর সময় হচ্ছিল না।আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই তার কোনো ছাড় নেই।সোজা লাইটের দোকানে চলে গেলাম। আপনারা যারা জানেন না তাদের জানার উদ্দেশ্যে বলছি যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝাড়বাতি গুলো মূলত পল্টনেই পাওয়া যায়। এখানকার বেশিরভাগ ব্যবসায়ীদেরই নিজস্ব কারখানা আছে।তাই যারা ভালো মানের ও দামি ঝাড়বাতি কিনতে চান অবশ্যই আগে একবার পল্টন থেকে দেখে নেবেন।

লাইটের দোকানের মালিক আমার পূর্ব পরিচিত মোঃ আলী ভাই চা খাওয়ালেন।আমি খুব বেশি গর্জিয়াস লাইট চাচ্ছি না।ডাইনিং রুমে লাগানোর জন্য একটি সিম্পল ঝাড়বাতি চাই।ছবিতে দেওয়া সাত লহরের এই লাইটটি শেষ পর্যন্ত পছন্দ করলাম। আসলে এটাই আমার জন্মদিনের উপহার।

IMG_20240615_200840.jpg
IMG_20240615_200833.jpg

এশার আজান দিয়ে দিয়েছে তাই লাইট কিনে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে এশার নামাজ পড়ে নিলাম।এরপর রাতের খাওয়া শেষ করে এখন পোস্ট লিখতে বসলাম।আজকে খুব ব্যস্ত ও সুন্দর একটি দিন কাটিয়েছি।

সব মিলিয়ে ঈদের আমেজ ভীষণভাবে শুরু হয়ে গেছে।এদিকে কি রান্না করবো তাও ঠিক করা হয়ে গেছে। আগামীকাল সকাল থেকে রান্নাবান্না শুরু করব।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থেকে সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারি। ভালো থাকবেন সবাই।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3hK5unENyHMhQzKqrVMegcPNVB19GB3ww1fqD6hmAXJ84TP8g8komtaH6PwG...x6wfZjZLosucmv9nWq1U9CQuccghJ6GMVXk44vU13efv4TV3Gr9UvvmQC11SFH2GuHU1Upe9w5tVrZqrA9aixUmguhU7yW54aBV34tkzgX9FdrtvLp7rcV6oB4.png

DeviceName
Androidvivo v19
Cameratriple camera 48mp+8mp
LocationBangladesh 🇧🇩
Shot by@hasnahena

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCjo8xoKWHSEpzPyRNRsVL6gfxRoM2huMuKokQX4y8WbgZrrXEJ88FyZYkLnmKa7wBX1sioJmC.png

◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦
Sort:  
Loading...
 2 months ago 

আপনি সারাদিন বেশ অনেক জায়গায় গিয়েছেন। সকাল বেলায় উঠে গরু ,ছাগলের হাটে গিয়েছে গরু কিনতে। হাট টা দেখে বোঝা যাচ্ছে বেশ বড়ো। হাটে বেশ ভালোই ভিড় হয়েছে। হয়তো সবাই গরু ,ছাগল কেনার উদ্দেশ্যে হাটে গিয়েছে। এইসব ছেড়ে আপনি পার্লারে গিয়েছেন। পার্লারের কাজ সেরেছেন। সবকিছুর পরে ত্বক পরিচর্যা করা অবশ্যই দরকার। আপনি ঠিকই করেছেন ত্বকের পরিচর্যা করে। আপনার পোস্টে যে ঝাড়বাতির ছবিগুলো দেখা যাচ্ছে ।সেগুলি শুধু খুব সুন্দর লাগছে। দেখে আমারও কিনতে ইচ্ছে করছে।

 2 months ago 

কোরবানীর ঈদের সবচেয়ে বেশী আনন্দ হয় পশু কেনার মধ্যেই। আপনার ছেলেকে হাট দেখাতে নিয়ে গিয়েছিলেন। খুবই ভালো করেছেন। শিশুদের বাইরের পরিবেশটা দেখানো উচিত। ঈদের সময় মহিলাদের পার্লারে যাওয়ার হারটাও বেড়ে যায়। একটি উৎসবে সুন্দর করে সাজ গোজ করা মেয়েদের অন্যতম শখ। আপনাদের কোরবানীর গরুও কেনা হয়ে গেছে। সবাই মিলে সেটি দেখতে গিয়েছিলেন। অবশেষে ঝাড়বাতি কিনে বাসায় ফেরেন। আপনার সারাদিনের কার্যক্রম সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 60462.58
ETH 2636.31
USDT 1.00
SBD 2.58