Better Life With Steem || The Diary game ||13 June 2024||ঈদের কেনাকাটা শুরু।

in Incredible India5 months ago
IMG_20240613_185708.jpg

ঈদের আর অল্প কয়েকদিন বাকি। ঈদের প্রস্তুতি নিতে আরম্ভ করেছি।প্রস্তুতির শুরুই হয় আসলে বাজার দিয়ে।সকালে আমাকে বেশ কিছু টাকা দিয়ে আমার হাজব্যান্ড বললো যে এবার নিজের মত করে খরচ করো।জন্মদিন ও ঈদের বাজারের টাকা একসাথে দিয়ে দিলাম।আসলে আগামীকাল আমার জন্মদিন।

সকাল বেলাতেই ভাবনায় বসলাম যে কিভাবে কি করি!!! পরে ঠিক করলাম যে এত চিন্তার দরকার নেই।আগে বাজার করে আনি।কারণ এটাই সবচেয়ে বেশি দরকারি।সময় মতো প্রয়োজনীয় জিনিসগুলো না আনলে পরে দেখা যায় পছন্দের জিনিস পাওয়া যায় না।

IMG_20240613_161828.jpg

সকালে ঘরের কাজ শেষ করতে করতে আমার অনেক সময় লেগে গেল।একটি কমফোর্টার মেশিনে দিয়ে দিলাম।আরেকটি কমফোর্টার হাতে ধুয়ে দেয়ার জন্য ভিজিয়ে রাখলাম।অল্প কিছু কাপড় ও সাথে ভিজালাম।এরপর এটা লিস্ট করে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম।রওনা দিতে দিতে প্রায় বারোটা।

IMG_20240613_184328.jpg

যাওয়ার সময় মেয়ে বলল আসতে সিঙ্গারা আনিও।প্রথমেই চলে গেলাম সেগুনবাগিচা বাজারে।ওখানে আমার নির্ধারিত পাইকারি দোকান আছে।সেখান থেকে আগে কিছু জিনিস কিনে নেব। সবার আগে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস দরকার এই মুহূর্তে তাহলো পলিব্যাগ। কোরবানির ঈদে পলিব্যাগ সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই দোকানে সারা বছরই এসব জিনিস বিক্রি করা হয়।

IMG_20240613_125157.jpg

তাই আমি এক মাসের ওয়েস্ট ব্যাগ ও মাংস প্যাকেট করার জন্য তিন রকমের পলি প্যাকেট কিনলাম।একটি বড় হ্যান্ডওয়াশ এর গ্যালন আর পাইকারি মুদি দোকান থেকে আটা, ডাল, চিনি,লবণ ও অন্যান্য জিনিস কিনলাম। সাধারণত আড়াইশো মিলি একটি পাউচ হ্যান্ডওয়াশ আমরা ৭০ টাকা দিয়ে কিনি।অথচ আজকে আমি পাঁচ লিটার হ্যান্ডওয়াশের গ্যালন ৬০০ টাকা দিয়ে কিনেছি।এবার ভেবে দেখুনতো পাউচ প্যাকেটে কি লাভবান হচ্ছি?

IMG_20240613_183953.jpg

বাজার থেকে আজকে আমি কি কিনলাম তা আপনাদের সাথে শেয়ার করছি।

পণ্যপরিমাণমূল্যস্টিম
আটা১০কেজি৫০০৳১০.৫৫
মসুর ডাল৫কেজি৭০০৳১৪.৭৭
লবণ৩কেজি১২০৳২.৫৩
চিনি২কেজি২৮০৳৫.৯১
রসুনআধা কেজি১২০৳২.৫৩
ম্যাচ বক্স১২পিস২০৳০.৪২
হ্যান্ড ওয়াশ৫লিটার৬০০৳১২.৬৬
পলিব্যাগ১কেজি৪০০৳৮.৪৪
IMG_20240613_135938.jpg
IMG_20240613_130841.jpg
IMG_20240613_130750.jpg

কেনাকাটা শেষ করে সুপার শপ এগোরায় চলে গেলাম।ওখান থেকে আমি মূলত সাবান,মসলা ও নিতান্তই প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি।সুপার শপ থেকেও কি কিনলাম তা আপনাদের সাথে শেয়ার করছি।

পণ্যপরিমাণমূল্যস্টিম
গুড়া সাবান৪কেজি৩৮০৳৮.০২
সুগন্ধি সাবান৪টি২৮০৳৫.৯১
হ্যান্ড ওয়াশ ডিসপেনসার১টি৪০০৳৮.৪৪
টুথপেস্ট৩টি৫৫৫৳১১.৭১
শ্যাম্পু১টি২৫০৳৫.২৮
নারিকেল তেল২০০মিলি১৫৫৳৩.২৭
সানস্ক্রিন ক্রিম১টি১০০০৳২১.১০
লাল হিট১টি৪০০৳৮.৪৪
কোন মেহেদী২টি১০০৳২.১১
টয়লেট ক্লিনার৩টি২৭০৳৫.৭০
IMG_20240613_183651.jpg
IMG_20240613_183244.jpg

বাজার শেষ করে বের হয়ে দেখি প্রায় দুইটা বাজে। চারিদিকে তাকাচ্ছিলাম যে কোথায় সিঙ্গারা পাওয়া যায়। সেগুনবাগিচা বাজারের কোনায় বেশ কিছু দোকান আছে নাস্তার।এক জায়গায় দেখলাম সিঙ্গারা আছে।সাতটি সিঙ্গারা কিনলাম ৭০ টাকা দিয়ে।এরপর বাসায় চলে আসলাম।

IMG_20240613_142256.jpg

আগে এসে বাচ্চাদেরকে সিঙ্গারা খেতে দিলাম। আমিও একটা খেলাম।এরপরে টেবিলে খাবার দিয়ে কমফোর্টার ভালো করে ধুয়ে মেশিনে দিয়ে দিলাম।আর কাপড় গুলো ধুয়ে গোসল করে বের হয়ে গেলাম। ততক্ষণে প্রায় সাড়ে তিনটা বাজে। তাই আগে যোহরের নামাজ পড়ে নিলাম।কাপড় মেলতে যাব এমন সময় দেখি চারিদিক অন্ধকার হয়ে আসছে।আকাশে বেশ মেঘ, বৃষ্টি হবে ।

IMG_20240613_183420.jpg
IMG_20240613_183537.jpg

দুপুরের খাবার খেতে খেতে চারটা বেজে গেল। এরপর চা নিয়ে বসলাম।বিকেলে ভাগ্নে ফোন দিলে ওর সাথে অনেকক্ষণ কথা বলে নিলাম।এরপর আসরের নামাজ পড়ে নিলাম।রান্নার খালা এলে ওনাকে কি কি করবে তা বলে দিলাম।এমন সময় দেখি আদা-রসুন বাটা ফ্রিজ থেকে বের করা হয়নি। কি আর করা!!! আবার আদা-রসুন ব্লেন্ড করে নিলাম।

IMG_20240613_184140.jpg
IMG_20240613_183748.jpg

এদিকে আজকে সন্ধ্যার পরে আমার কোরআনের ক্লাস আছে।তাই আমি পেরেশান হয়ে গেলাম যে কোন কাজ আগে শেষ করবো আর কোন কাজ পরে। অতঃপর মাগরিবের নামাজ পড়ে খুব দ্রুত সবকিছু গুছিয়ে নিলাম। ফ্রেশ হয়ে কুরআনের ক্লাসে বসলাম। আজকে আমার পড়া দেওয়া প্রথম দিকে তাই বেশি দেরি হলো না।তবে অ্যাসাইনমেন্টের পড়াগুলো দিতে পারিনি।সেজন্য একটু মন খারাপ হলো।

IMG_20240613_185616.jpg

কোরআনের ক্লাস শেষ করে এশার নামাজ পড়ে নিলাম। এরপরে প্রিয় খাবার আম-দুধ-ভাত খেয়ে নিলাম। অতঃপর সবকিছু গুছিয়ে নিতে বেশ সময় লেগে গেল।তবে আজকের পোস্টে আপনাদের সাথে সন্ধ্যার চমৎকার আকাশের ছবি শেয়ার করতে ভুলছি না। সন্ধ্যার আকাশটি ভীষণ চমৎকার লাগছিল।বৃষ্টির পরে এমন আকাশ দেখলে আসলে মন ভালো হয়ে যায়।আজ লিখছি না।আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3hK5unENyHMhQzKqrVMegcPNVB19GB3ww1fqD6hmAXJ84TP8g8komtaH6PwG...x6wfZjZLosucmv9nWq1U9CQuccghJ6GMVXk44vU13efv4TV3Gr9UvvmQC11SFH2GuHU1Upe9w5tVrZqrA9aixUmguhU7yW54aBV34tkzgX9FdrtvLp7rcV6oB4.png

DeviceName
Androidvivo v19
Cameratriple camera 48mp+8mp
LocationBangladesh 🇧🇩
Shot by@hasnahena

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦
Sort:  
Loading...
 5 months ago 

ইদ, একদমই সন্নিকটে আমাদের গ্রামেও ইসলাম ধর্মাবলম্বীরা ইদের জন্য শপিং ও বাজারের বিভিন্ন কাজে বর্তমানে বেশ ব্যস্ত সময় পর করছেন।

আপনার ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি। তবে দ্রব্যমূল্যের তালিকাটি আপনার পোস্টকে করেছে তথ্যবহুল। ধন্যবাদ, একটি ব্যস্ততাময় দিনের ক্রিয়া-কলাপ আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 5 months ago 

সামনেই আপনাদের ঈদ আসছে। প্রথমে জানাই আপনাদের ঈদের অনেক শুভেচ্ছা। কোন বড় উৎসব আশা মানেই অনেক কেনাকাটা যে জামা কাপড়ই বলেন আর সংসারের জিনিসপত্র সবকিছুই দরকার হয়। আপনার এই সুন্দর ও শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

শুরুতেই অগ্রীম শুভ জন্মদিন। ঈদের বাজার এবং জন্মদিনের বাজার করার জন্য একবারে টাকা পেয়ে গেছেন। খুবই ভালো বিষয়। আসলেই কোরবানীর ঈদের সময় অনেক প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে পলিব্যাগ। ভালোই করেছেন কিনে। সারাদিন অনেক কেনাকাটা করেছেন তার দামের বর্ণনা আমাদের সাথে শেয়ার করেছেন। দৈনন্দিন জীবনে ব্যবহার করা জিনিস পত্রের দাম বেড়ে যাচ্ছে। ধন্যবাদল আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

সামনে ঈদ তাই আপনি কেনাকাটা করার জন্য মার্কেটে চলে গেলেন। আসলে আপনার কেনাকাটার যেই দাম আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। বর্তমান সময়ের প্রত্যেকটা জিনিসের দাম এত পরিমাণে বেশি কি আর বলব। যাইহোক আপনার ফটোগ্রাফি দেখে মাঝে চিন্তা করেছিলাম যে, আপনি পুরো মার্কেট নিয়ে এসেছেন। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছেন। আপনি আবার কোরআনের ক্লাসে যুক্ত হয়েছেন। আসলে কোরআন আমাদের ইহকাল এবং পরকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা সঠিকভাবে করতে পারা এবং মুখস্থ করতে পারা আমাদের জন্য খুবই ভালো। ধন্যবাদ জেনে খুশি হলাম ভালো থাকবেন।

 5 months ago 

সন্ধ্যার আকাশটা সত্যি চমৎকার লাগছে।

সকালে আমাকে বেশ কিছু টাকা দিয়ে আমার হাজব্যান্ড বললো যে এবার নিজের মত করে খরচ করো।জন্মদিন ও ঈদের বাজারের টাকা একসাথে দিয়ে দিলাম।আসলে আগামীকাল আমার জন্মদিন।

হাসবেন্ডের মুখ থেকে এই কথা শুনে হয়ত খুব খুশি হয়েছিলেন। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনার পরবর্তী দিনগুলো অনেক ভালো কাটুক।

সামনে ঈদ এজন্য অনেক কিছুই কেনাকাটা করেছিলেন। মেয়ের কথা মতো সিঙ্গারা কিনে এনেছিলেন এবং সবাইকে খেতে দিয়েছিলেন। ভালো লাগলো আপনার কার্যক্রম জানতে পেরে। ভালো থাকবেন।

 5 months ago 

প্রথমেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। যদিও অনেকটা লেট হয়ে গেলো। আর জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদের আয়োজন ইতিমধ্যেই শুরু করেছেন, যার বিবরণ আপনার পোস্টে খুব ভালো ভাবে তুলে ধরেছেন। আপনাদের ঈদের প্রস্তুতির মধ্যে আমার সবচেয়ে প্রিয় মেহেন্দী পরার নিয়মটি। আমিও মেহেন্দী পরতে খুব ভালোবাসি। আর সত্যিই আপনার তোলা সন্ধ্যার আকাশের ছবিটি দেখতে অনেক সুন্দর লাগছে। ভালো থাকবেন।

 5 months ago 

আসলেই কিন্তু মানসম্মত জিনিস পেতে গেলে আগেই বাজার করে রাখা ভালো।এতে দামেও একটু ছাড় পাওয়া যায়।আপনার মেয়ে যাওয়ার সময় আপনাকে সিঙারা নিয়ে আসতে বলেছিলো।আপনি পাইকারি দোকানে বিভিন্ন জিনিসপত্র কিনেন এবং সেখান থেকে বের হয়ে সুপার সব এগরোয় চলে যান এবং আরো কিছু আনুসাঙিক জিনিসপত্র কিনেন।খুব ভালো লাগলো আপনার বাজারের ব্যাখ্যা গুলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.035
BTC 96394.48
ETH 3329.30
USDT 1.00
SBD 3.17